![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
জসীম উদ্দিন অসীম : ২৪ অক্টোবর ২০০৮ কুমিল্লা বীরচন্দ্রনগর...মিলনায়তনে হাসনে আরা মিনা’র ১০টি কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। আয়োজক : কচি কাঁচার মেলা, কুমিল্লা। উৎসব উপলক্ষে অনুষ্ঠানের আগেই একটি শৈল্পিক স্যুভেনির বিলি করা হয়। স্যুভেনিরের মধ্যে বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরীর একটি মন্তব্য ছাপা হয়। মন্তব্যে ড. আলী হোসেন চৌধুরী উল্লেখ করেন, ‘...বাংলাদেশে এই পর্যন্ত যত বই মেলা হয়েছে, তার মধ্যে একটি ব্যতিক্রমধর্মী ঘটনা এই যে, একজন লেখকের একই সাথে ১০টি বইয়ের মোড়ক উন্মোচিত হলো। বাংলাদেশের প্রকাশনা ইতিহাসে একজন লেখকের একসাথে ১০টি বই মোড়ক উন্মোচনের ঘটনা সম্ভবত এই প্রথম।’ কিন্তু না, বাংলাদেশের ইতিহাসে একই লেখকের সর্বোচ্চ ৪০-৫০টি বই পর্যন্ত একই সঙ্গে ছাপার ঘটনা রয়েছে। এমনকি ১৯৯৭ সালে বাংলা একাডেমীর বই মেলাতেই জানে আলম মনির নামে একজন লেখক একসঙ্গে ৫০টি বই বের করেছিলেন। গোটা পৃথিবীর লেখালেখির ইতিহাসে এক সঙ্গে ১০০টি বই প্রকাশের ঘটনাও ঘটেছে। সুতরাং হাসনে আরা মিনা’র একসঙ্গে ১০টি বই প্রকাশের ঘটনাটি বাংলাদেশের প্রকাশনা ইতিহাসে অবশ্যই প্রথম নয়, তবে নিশ্চয়ই প্রশংসনীয়। হতে পারে কুমিল্লায় এই ঘটনাটি প্রথম।
©somewhere in net ltd.