![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
জসীম উদ্দিন অসীম:
কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র কান্দিরপাড়। কান্দিরপাড় টাউনহলের সামনের সড়কের পূর্ব-উত্তর পাশে ছিল একটি পেপার হোডিং । সেই পেপার হোডিংয়েও ফুটপাতের ছোট ছোট দোকানের কারণে মানুষ পত্রিকা পড়তে পারছিল না। একসময় কর্তৃপক্ষ ভেঙ্গেও ফেলে সেই পেপার হোডিংটি। আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব- কুমিল্লার উদ্যোগে ২০০১ সালে এ পেপার হোডিংটি স্থাপন করা হয়েছিল। এই পেপার হোডিং-এ নিয়মিত পত্রিকাও লাগানো হতো। দৈনিক রূপসী বাংলা, শিরোনাম, কুমিল্লার কাগজ, সংগ্রাম ও সাপ্তাহিক সোনার বাংলাসহ বিভিন্ন সাপ্তাহিক ও দৈনিক পত্রিকা এতে লাগানো হতো। যাদের পক্ষে টাকা দিয়ে পত্রিকা ক্রয় করে পড়া সম্ভব হতো না ,তারা এখানে বিনামূল্যে পত্রিকা পড়তে পারতেন। জানতে পারতেন দেশের গুরুত্বপূর্ণ সংবাদ , সার্বিক পরিস্থিতি । এটা ছিল নি:সন্দেহে প্রশংসনীয় এক উদ্যোগ। কিন্তু কুমিল্লা শহরে এখন আর একটি পেপার হোডিংও নেই । তাই ইচ্ছে থাকলেও সাধারণ মানুষ এখন আর বিনামূল্যে পত্রিকা পড়তে পারে না। এসব হতদরিদ্র মানুষের সাধ আছে পত্রিকা পড়ার , কিন্তু ক্রয় করে পড়ার সাধ্য নেই। এই মানুষদের কথা চিন্তা করে কুমিল্লা শহরে কেউ কি আর পেপার হোডিং নির্মাণ করবে ?
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৪
হরিণা-১৯৭১ বলেছেন: পত্রিকা কি পড়তেই হবে? সংবাদ দেখুন।