![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
জসীম উদ্দিন অসীম:
দুর্ভোগটা শ্রমজীবির। শক্তি দিয়ে তাই রিকশা চালাতে হয় , বিমান চালাতে যে কষ্টের কথা কল্পনাও করা যায় না। কারণ বিমান চলে চিন্তা দিয়ে , যন্ত্র দিয়ে , মাথা দিয়ে। দুর্ভোগটা শ্রমজীবিরই।
বিচিত্র এ পৃথিবী। ব্যাংক ভর্তি টাকা আছে মানুষের , অথচ কতো মানুষ টাকার অভাবে মরেই যাচ্ছে। অসহায় মানুষের বিপক্ষে গিয়ে মোগলসহ আরও যে নানা স্থাপত্য গড়ে উঠেছে , তা আজও টিকে আছে। কোটি কোটি টাকা ব্যয় করে করা হয়েছে ভোটার আইডি কার্ড। তা টিকে থাকবে ? মানুষের প্রয়োজন এখন হয়ে গেছে বহুমুখী। তাই ভোটার আইডি কার্ড না করেও আপাতত: উপায় ছিল না। হয়তো তাই ভারত-পাকিস্তান পারমাণবিক অস্ত্র বিষয়ে এত উৎসাহ দেখাচ্ছে। আমার প্রায়ই মনে হয় মোবাইল একটি বাড়তি খরচ। কিন্তু এটা যে প্রয়োজনীয় , তাও অস্বীকারের উপায় নেই। সেদিন দেখলাম এক বাসার সন্তানদের দুপুরের খাওয়াই নেই। ঠিক সেদিন রাতেই আরেক বাসার নিমন্ত্রণে গিয়ে দেখলাম , সুগন্ধী চাউলের পোলাও থেকে কেমন যেন মৌ মৌ গন্ধ উড়ে বেড়াচ্ছে। যাদের বাসার সন্তানদের দুপুরের খাওয়াই ছিল না , তাদের বাসায় কি সেই পোলাও থেকে মৌ মৌ গন্ধ উড়ে যাবে ? মানুষের এসব জটিল সমস্যার শেষ সমাধানটি কী?
©somewhere in net ltd.