![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
এই সোনার বাংলাদেশে, যেখানে ফুটে নীল অপরাজিতা ফুল, যে দেশের পথে পথে আকন্দ গাছ এমনিতেই জন্মায়, কদম ফুলের সৌরভে যে দেশ যুগে যুগেই গর্বিত, কলমিলতায় ভরপুর যে দেশ, কামিনী ফুলের উন্মাদনায় যে দেশটা ঋদ্ধ, কেতকী আর গন্ধরাজ চন্দ্রমল্লিকায়, চালতাগাছে আচ্ছন্ন যেই দেশ, সেই পানকৌড়ির দেশটা যেন অযতেœ নষ্ট না হয়ে যায়।
২১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৩১
জসীম অসীম বলেছেন: ভাই বহুকাল ধরে কদমের নিচে ঢাকা পড়ে আছি। এখান থেকে আমাকে উদ্ধারের কোনো প্রচেষ্টা থাকলে উপকৃত হবো।।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৪ সকাল ১০:১৯
মোঃ সাবিকুল ইসলাম (হৃদয়) বলেছেন: খন চারিদিকে কদম ফুলের সমারুহ, যেদিকে চোখ যায় শুধু কদম ফুল,কদমের পাপড়ি গুলো যেন আমায় ডাকে ।