নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

পুরনো ডায়েরি থেকে: নেতাজী সুভাষ চন্দ্র বসুকে কি খুন করা হয়েছিল?

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৫

ছোটবেলায় কুমিল্লার দেবিদ্বারের পোনরা মেলায় গেলে নেতাজী সুভাষ চন্দ্র বসুর পোষ্টার কিংবা তার ছবিওয়ালা ক্যালেন্ডার নিয়ে আসতামই। আর এ জন্য ধন্যবাদ পেতাম মা এবং আমাদের বাড়ির ডা. মাহা¤মদ আলী জ্যাঠার কাছ থেকে।

বড় হয়ে জানলাম নেতাজী ছিলেন বিপ্লবী এক রাজনীতিবিদ, যিনি একদা আই সি এস পড়তে বিলেত গমনও করেছিলেন এবং হয়েছিলেনও আই সি এস। পরে তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের সমর্থনে সিভিল সার্ভিসের চাকরি প্রত্যাখান করেছিলেন। একদিন এমনভাবেই তিনি প্রত্যাখান করিছেলেন তার প্রিয় দল কংগ্রেসকেও। তারপর তৈরি করলেন নতুন দল ‘ফরোয়ার্ড ব্লক’। তারপর ‘আজাদ হিন্দ ফৌজে’র সকল কর্তৃত্বও হাতে পান। অবশেষে ১৯৪৫ সালে ফরমোজার তাই‎‎হুকু বিমানঘাঁটিতে একটি দুর্ঘটনায় সুভাষ বসুর মৃত্যু হয়েছে বলে প্রচারিত হয়। কিন্তু এ মৃত্যু কি দুর্ঘটনায় মৃত্যু, নাকি তাকে খুন করা হয়েছিল? আমার কাছে তার বিমান দুর্ঘটনায় মৃত্যুর কথা কোনোদিনই বিশ্বাস হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস যেটুকু পড়েছি জীবনে, তাতে আমার বরাবরই এমন মনে হয়েছে। আজকাল অনেক গবেষকও তার এ দুর্ঘটনায় মৃত্যুর কথা স^ীকার করেন না। তাদের অনেকেই বলেছেন, ১৯৪৬ সাল পর্যন্ত নেতাজীর বেঁচে থাকার স^পক্ষে প্রমাণ পেয়েছেন তারা। তাহলে কি নেতাজী সুভাষ চন্দ্র বসুকে খুন করা হয়েছিল? এত বড় বাঙ্গালী বিপ্লবী রাজনীতিবিদ আর কল্পনা করা যায় না। কী মহাত্মা গান্ধী, কী হিটলার, কী ষ্ট্যালিন... ভারতের স^াধীনতার জন্য কার সঙ্গে না পরামর্শ করেছেন তিনি। কী লন্ডন-কী কাবুল-কী জার্মানী-কী রাশিয়া অথবা বার্মা-সিঙ্গাপুর-জাপান কোথায় না গিয়েছেন। এমন সাহসী রাজনৈতিক শিল্পীর দেখা আর আমরা সহজে পাবো না। স^াধীনতার ইতিহাসে নেতাজী সুভাষ চন্দ্র বসু চিরকাল অমর হয়ে থাকবেন। স্যালুট নেতাজী সুভাষ চন্দ্র বসু।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১৯

হরিণা-১৯৭১ বলেছেন: ১৯৭১ সালে, এ রকম কয়েক লাখ মানুষকে হত্যা করেছে আপনার অগ্রজ ইসলামী ছাত্র সংঘ, আপনিও হত্যায় জড়িত থাকার কথা, শিবির মিয়া!

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:০৩

জসীম অসীম বলেছেন: ইসলামী ছাত্র সংঘ যেমন ১৯৭১ সালে মানুষ কতল করেছে, তেমনি যুগ যুগ ধরে নিন্দিতও রয়েছে। ব্লগে ছদ্মনাম ব্যবহার করে এবং শিবিরবিরোধী কথা বলে আপনি শিবিরের পক্ষে কোনো কৌশলগত রিপোর্ট করছেন কী না আমার জানা নেই। শিবিরের অনেক লোক শিবিরের বিরোধীতা করে কৌশলগত অবস্থান নিয়েও। আপনাকে সন্দেহ হচ্ছে। যদি তা না হোন, তা হলে শিবিরবিরোধী মতামতের জন্য ধন্যবাদ। আরও ধন্যবাদ পেতেন, যদি আমার মতো প্রকৃত নামে লেখার সাহস দেখাতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.