![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
ভালোবাসি এক আকাশে লুকানো পাহাড়,
পঙ্খীরাজের ডানা,
আর ভালোবাসি তোমাকে।
তোমার নাগাল পাবো না আমি জেনেও
তোমাকেই ভালোবাসি
তোমার মুখটা দেখার জন্য
প্রতিদিন গুহা থেকে বের হয়ে
পথে বসে থাকি তোমার মুখটা
না দেখলেই দিনের সূর্য
ফিকে হয়ে যায়
তুমি যদি হতে
শৈশবের সেই রাগী মৃণাল স্যারের
পকেটের দামী কলম
তবু তোমাকে চুরি করতাম আমি
কিন্তু তুমি নীল আকাশের পাখি
তোমার নাগাল পাবোনা আমি জেনেও
তোমাকেই ভালোবাসি
তোমার কানের রূপার ঝুমকা
গলার চন্দ্রহার
আমার বুক ধাঁধিয়ে দিয়ে যায়
হায় আকাশে লুকানো পাহাড় আমার
তোমার নাগাল পাবোনা আমি জেনেও
তোমাকেই ভালোবাসি
কার্তিক ১৪০৮, কুমিল্লা
painting:jashimashim
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৯
জসীম অসীম বলেছেন: হ্যাঁ ভাই। খুবই ভালোবাসতাম। মতামত ভালো লাগলো । ভালো থাকবেন।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৪০
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
উপমা সত্যি নিরুপমা।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০২
জসীম অসীম বলেছেন: কবিতা যেমন আমার খুব ভালো লাগে, তেমনি ভালো লাগার আরেক বিষয় হলো আপনাদের সুন্দর সুন্দর মতামত। ভালো থাকবেন। অনেক ভালো।
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ভালো কে ভালো বলতে হয়।
কবিতায় অনেক বিষয় আছে। তবে কলম হল আকর্ষক। স্যারকে নিশ্চয় যমের মত ভয় করতেন?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪২
জসীম অসীম বলেছেন: এই যুগ গ্রামোফোনের নয়, বলা হয় ডিজিটাল। কিন্তু প্রেম কি পুরোমাত্রায় এনালগ থেকে ডিজিটালে স্থানান্তরিত হয়েছে ? এ নিয়ে এখনও দেশে দেশে সময়ে সময়ে বিতর্ক ছিল এবং এখনো রয়েছে।
এক ধোপধুরস্থ কবি হতে চেয়েছিলাম জীবনে । প্রতিভা ছিল না বলে হতে পারিনি। আমার লেখা যদি আপনাকে একবিন্দু তৃপ্তি দিয়ে থাকে, তাহলে আমি স্বার্থক ভাই। কারণ অসম্ভব ব্যর্থতায় আচ্ছন্ন আমার লেখা। আর সেই মৃনাল স্যারকে শৈশবে যতটা ভয় করতাম, এখন ঠিক ততটাই ভালোবাসি। প্রায় পঁচিশ বছর পর সেদিন তার দেখা পেয়েছিলাম। বুকে জড়িয়ে কেঁদে দিলেন। আর বলতে পারবো না। ভালো থাকবেন। আমার সেই রেখাদি’র মতো।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:১৩
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ব্যর্থতা কী আমি জানি না। আপনাকে ব্যর্থ বলে অনর্থক শব্দের অপব্যবহার করতে চাই না।
প্রেম হলো অনুভুতি, যা অন্তরে থাকে। অনুভব একটা ভাব মাত্র। অন্তরকে নাকি দেখা যায় কিন্তু মনকে ধরা যায় না এবং ভাবকে অনুভব করতে হয়। কিছু অনুভব করতে হলে অন্তরের প্রয়োজন। অন্তরতো বুকের ভেতর থাকে।
প্রেম আসলে একটা আন্তরিক টান যা অন্তরের সাথে সম্পৃক্ত। তবে অন্তরে যাওয়ারাগে চোখের সাথে সম্পর্ক স্থাপন করে। চোখে পছন্দ না করলে কিছুর সাথে প্রেম হয় না।
আপনি আসলে খুব সর্তক লেখক। সব কিছু মনোমতো করে লিখতে চান।
আমার জন্য অসম্ভব হলেও আপনার জন্য সম্ভব হয়েছে।
আপনি সফল হয়েছেন ।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩
জসীম অসীম বলেছেন: আমি যতবার প্রেমে বিফল হয়েছি, তার চেয়ে বেশিবার প্রেমে সফলও হয়েছি। কিন্তু লেখায় আমি পুরোই ব্যর্থ একজন লোক। প্রেম বিষয়ে আপনি যে ডেফিনেশন দিয়েছেন, তার উপরে আর হয় না। এরিখ ফ্রমসহ যত প্রেম বিশেষজ্ঞের লেখা পড়েছি, আপনারটিই সর্বোচ্চ মূল্যবান হয়েছে।তবে অন্তরে যাওয়ারাগে চোখের সাথে সম্পর্ক স্থাপন করে। চোখে পছন্দ না করলে কিছুর সাথে প্রেম হয় না।ভালো থাকবেন। আপনার মতামত পেয়ে নিজেকে ধন্য মনে করছি।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সাধকরা নিজেকে অসাধক ভাবে।
আপনি আসলে সাধক!
ভালো হয়েছে, বন্ধু হয়েছি তো?
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
জসীম অসীম বলেছেন: মোহাম্মদ আব্দুলহাক ভাই, বুঝতে পারছি আমার কোনো না কোনো শব্দ কিংবা শব্দগুচ্ছ আপনার কোনো না কোনো কারণে ভালো লেগেছে। তবে ভণিতা নয়, সত্যি বলছি ভাই, আমার লেখার উপর আমার নিজেরই কোনো আস্থা নেই। কারণ এত লেখকের লেখা পড়ে এখন মনে হয় এটা বলাই ঠিক হবে যে, নিজের মনের ইচ্ছেয় লিখি। লেখা যে অর্থে শিল্প, সে অর্থে আমি আগাছাই উৎপাদন করে যাচ্ছি। লিও টলস্টয়ের লেখা ২০ বছর আগে যেমন মুগ্ধ করেছে, এখনও করছে । অথচ নিজের লেখা শেষ করার পরই আর ভালো লাগে না। লাইব্রেরীতে গিয়ে এত লেখকের মেধার ফসল দেখলে নিজেকে আগাছা ভিন্ন আর কী-ই-বা মনে হতে পারে বলুন। ভালো থাকুন। তবে আপনাকে আমি চিনে নিয়েছি গুরু। অপরাজিতা ফুল পরিত্যক্ত জমিদার বাড়িতে ফুটলেও আমি ঠিক সংগ্রহ কওে নেই। ধন্যবাদ।
৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি আমাকে কানে কানে ডেকেছেন, আমি স্থির থাকতে পারিনি। হাতের কাজ ফেলে উদাসিনীর মত ব্লগে এসেছি।
২০ বছরের কথা যখন বললেন তখন বলতে হচ্ছে, ২২ বছর আগে শুরু করেছিলাম উপন্যাস। ওটাতে এখন কাজ করছিলাম। আপনার ডাকে সাড়া দিতে এসেছি।
আত্মবিশ্বাস বড় সম্পদ। আত্মবিশ্বাসীরা সফল হয়।
স্বপ্ন এবং শখ দুই বিষয়। আমি স্বপ্নদর্শী এবং শৌখিন। শব্দের প্রেমে আমি শাব্দিক হয়েছি।
আপনি অনেক ভালো লেখেন।
খুব উচ্চ মানের সাহিত্য বলতে কিছুই নেই।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৯
কলমের কালি শেষ বলেছেন: ভালো লাগলো ।
©somewhere in net ltd.
১|
০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তুমি যদি হতে
শৈশবের সেই রাগী মৃণাল স্যারের
পকেটের দামী কলম
তবু তোমাকে চুরি করতাম আমি
নিশ্চয় খুব ভালোবাসেন।