![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
নিরূপমা মাসি
আমাকে ভালো না বাসলে তুমি
দিয়ে দাও বরং ফাঁসি
মাসিকে ভালোবাসা যদি হয়ে থাকে নিষিদ্ধ
বর্শা এনে করে দাও তুমি আমার বুকটা বিদ্ধ
মৃত পাখিও আকাশে উড়বে আবার
সমুদ্র ঝড় ভুলে যাবে উপকূলের নারী
মধুর বাঁশি বাজবে আবার
এই বাংলাদেশে
নিরূ মাসি যদি তুমি এই আমাকে যাওগো ভালোবেসে
নিরূ মাসি
আমি প্রতিদিন তোমাকেই ভালোবাসি
নতুন নতুনভাবে
একইভাবে ভালোবাসলে
আমার দিন কি যাবে?
তুমি কি সুখ পাবে?
একদিন একটি ফুল ফুটবেই
রূপালি বাগানে আমার
নিরূ মাসি সে ফুলটি তুমি
তুমি আমার জলপিপি আর তুমিই পদ্মভূমি
নিরূ মাসি
পদ্মফুলে আজকে শুধুই ফুটে তোমার মুখ
তোমার মুখে কি কোনোই পদ্ম নেই?
পদ্ম ফুলে ভরেছে এই বুক
নিরূপমা মাসি
আমি আমাকে ভালোবাসি বলেই
তোমাকে ভালোবাসি
তোমার শরীরে শরীর নেই
পদ্ম ছড়িয়ে আছে
তাই তোমাকে এমন পেতে চাই
গভীরতর কাছে
প্রেম কখনো মরে না মাসি
শুধু অপ্রেমই মরে
ফুলের সৌরভ হাওয়ায় মিশে বাঁচে
ফুলেরা যায় ঝরে
তোমার ভালোবাসার জলে
ডুবেছে আমার চোখ
ডুবেছে উঁচু নাক
তোমার কাছে আছে মাসি
ঐ শিশিরের ঘ্রাণ
আর কুয়াশার ছোঁয়া
কার্তিকের হিম ডাক
নিরূপমা মাসি
হয় আমাকে ভালোবাসো
নয় দিয়ে দাও ফাঁসি।
সেপ্টেম্বর ১৯৯৬, পেয়ারাবাগিচা রোড,
পশ্চিম চানপুর, কুমিল্লা।
©somewhere in net ltd.