নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

কুমিল্লায় রাজেশ্বরী কালীবাড়ীর সামনে ডাস্টবিন

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

কুমিল্লা মহানগরীর মনোহরপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালীবাড়ী মন্দিরের প্রধান ফটকের পাশে গড়ে ওঠেছে ডাস্টবিন। দীর্ঘদিন ধরেই এ ডাস্টবিন এখানে রয়েছে। ফলে বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার লগ্নে পূজা অর্চনার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কখনো কখনো ডাস্টবিনের দুর্গন্ধে মন্দিরে প্রবেশ করাই কষ্টসাধ্য হয়ে পড়ে। আর যখন সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ডাস্টবিন পরিষ্কার করতে আসে, তখন সেই গাড়ি অবস্থান নেয় ঘন্টাখানেক সময়। তখন দুর্গন্ধ কয়েক শত গুণ বাড়ে। অন্যদিকে কুমিল্লার ঐতিহ্যবাহী মিস্টি দোকানগুলোও এ মন্দিরের অপরপাশে অবস্থিত। মিস্টি দোকানের ক্রেতাদের ভিড়, রিকশা-গাড়ির অবস্থান এবং সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি এক সঙ্গে অবস্থান করায় প্রায়ই দিনের এবং রাতের ব্যস্ত সময়ে মন্দিরের সামনে যানজটের সৃষ্টি হয়। দীর্ঘ যানজট এবং প্রতিনিয়ত ময়লা-আবর্জনার দুর্গন্ধে মন্দিরের ভক্ত ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে অনেকগুণ। এ ডাস্টবিন স্থানান্তর করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় হিন্দু স¤প্রদায়ের লোকজন। এ ব্যাপারে শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালীবাড়ী মন্দির পরিচালনা কমিটি’র সাধারণ সম্পাদক অ্যাড. কিরণময় দত্ত ঝুনু জানান, ‘ডাস্টবিন স্থানান্তর করতে অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি।’ প্রতিবছর এ মন্দিরে শ্যামাপূজা, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা ও বাঙালী হিন্দু ধর্র্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয়া দূর্গাপূজা থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। ওসব অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত, শ্রোতা ও দর্শনার্থীর সমাগম ঘটে। উল্লেখ্য যে, ১৭০২ খ্রিষ্টাব্দে ত্রিপুরার মহারাজা রাজা দ্বিতীয় রতœমাণিক্য বাহাদুর এ ‘শ্রী শ্রী রাজ রাজেশ্বরী কালী মন্দির’টি প্রতিষ্ঠিত করেন।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০১

অপূর্ণ রায়হান বলেছেন: আপনার নাগরিক সাংবাদিকতা জাতীয় লেখাগুলো চলতে থাকুক +

ভালো থাকবেন :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৫৭

জসীম অসীম বলেছেন: এ লেখাটি আমি তাৎক্ষনিকভাবে কম্পোজ করে আজকের পত্রিকায় ছেপেছি। তবে এ লেখায় নিউজের গ্রামার অ্যাপ্লাই করা হয়নি। আর আমার এসব লেখা ক্রিয়েটিভ নয় বিধায় কাউন্টেবলও নয়। তবু পোস্ট দেই। কারণ লেখা প্রচারের ক্ষেত্রে আমি এখনো নির্মোহ হতে পারিনি। ধন্যবাদ। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.