![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
যদি আমি ভালো রির্পোটার হতাম এবং সে রিপোর্ট শেষ পর্যন্ত পত্রিকায় ছাপা হতো, তবে আমি প্রায় নিশ্চিত, হত্যা-গুম কিংবা নিখোঁজ হয়ে যেতাম। কিন্তু আমি সে রকম রিপোর্টার নই। আমি অনেক সুখে আছি সে তুলনায়, যে আমার ব্যাংক ঋণ নেই। আমার নামে কোন মামলা নেই । আমি কোন নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত সদস্য নই। কিন্তু আমারও দুঃখ আছে। কতোদিন আষাঢ়-শ্রাবণের রিমঝিম বৃষ্টিতে সিক্ত হই না আমি। কতোদিন মধ্যরাতে শুনি না আমি কিংবা গাই না হারমোনিয়ামের রীড টিপে
প্রিয় রবীন্দ্র সংগীত
‘পথের শেষ কোথায়...’ কতোদিন বন্ধ করা যাচ্ছে না তরুণ-তরুণীদের এত বেশি আত্মহনন। মানুষের জীবনটাতো মোরগ লড়াই নয়। আমাদের কোমরে বাঁধা ‘আই এম এফ’-এর শেকল। গলায় বিদেশি বিভিন্ন ঋণের ফাঁস। আমরা আজ হিং¯্র জল্লাদদের দাস।
শৈশবে যে বিপ্লবী ুদিরাম বসু হওয়ার স্বপ্ন দেখতাম, দেশমাতৃকার জন্য আত্মউৎর্সগকারী এই বিপ্লবীর আদর্শ মাথায় নিয়ে একদা যে রিপোর্টিং শুরু করেছিলাম, পরে আমার সে স্বপ্ন সমূলে বিনাশ হল। বারমুডা ট্রায়াঙ্গলকে আটলান্টিক মহাসাগরে নয়, আমি ঠিক খুঁজে পেলাম পত্রিকার অফিসগুলোতেই। সাংবাদিক হত্যা বা গুমের সঙ্গে পত্রিকার মালিকগণও কখনও জড়িত থাকেন কিংবা থাকতে পারেন, সারাদেশেই। এ কথা তথ্য দিয়ে কে প্রমাণ করবেন! যদি আমি ভালো রিপোর্টার হতাম এবং সে রিপোর্ট শেষ পর্যন্ত কোনো না কোনো পত্রিকায় ছাপা হতো, তবে আমি প্রায় নিশ্চিত, নিখোঁজ হয়ে যেতাম। কিংবা হতাম খুন। যেহেতু আমি এখনো বেঁচে আছি, সেহেতু আমি বুঝতে পারছি আমি কখনো ভালো রিপোর্টার ছিলাম না। এমনকি ভবিষ্যতেও ভালো রিপোর্টার হওয়ার সম্ভাবনা নেই।
অক্টোবর ২০০৬, কুমিল্লা, বাংলাদেশ।
২| ১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২০
জসীম অসীম বলেছেন: ব্যাখ্যা করে বলবেন কী রকম মিথ্যা লুকানো আছে! বলুন প্লিজ..
৩| ১৫ ই জুলাই, ২০১৫ সকাল ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
ব্যাখ্যা হলো, অপরাধীরা নিজেদের চিহ্ন রেখে যায়।
১৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:৪৯
জসীম অসীম বলেছেন: আপনার বলার অফুরন্ত স্বাধীনতা। তবু ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:১১
চাঁদগাজী বলেছেন:
" আমি কোন নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত সদস্য নই। "
এখানে মিথ্যা লুকানো আছে।