নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

কবি নজরুল জীবনের এক গহীন অধ্যায়ের নির্দেশনা! (স্মৃতিকথা)

২০ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:১১

একবার কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্য প্রফেসর আমীর আলী চৌধুরীর বাসায় যাই-১৯৯৬ সালে। গিয়েছিলাম একটি লেখা সংগ্রহের জন্য তখন তার সঙ্গে আলাপ হলো একাধিক বিষয়েই। কবি নজরুলের কুমিল্লা আগমনের বিষয়টিও আলাপে এলো। অধ্য প্রফেসর আমীর আলী চৌধুরীর পিতামহ কবি কাজী নজরুল ইসলামের সান্নিধ্যধন্য ছিলেন।
১৯৯৬ সালেই কুমিল্লার নজরুল গবেষক ‘বুলবুল ইসলাম’ আমাকে নজরুলের প্রথম শ্বশুরবাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুরে নিয়ে যান। বুলবুল ইসলামের জন্মস্থানও ছিল সেই দৌলতপুরেই। এলাকায় তার ডাকনাম ছিল কাশেম। তিনি আমাকে নিয়ে গেলেন আম্বিয়া খানম মানিকের কাছে। আম্বিয়া খানম মানিক ছিলেন কবি নজরুলের মামাশ্বশুর আলী আকবর খানের বড় ভাই নেজাবত আলী খানের একমাত্র সন্তান। তার বিয়ে হয়েছিল নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের বড় ভাই মুন্সী আবদুল জব্বারের সঙ্গে। বুলবুল ইসলামের পরামর্শে তখন আম্বিয়া খানমের সঙ্গে কথা বললাম এবং নোটও নিলাম। বৃদ্ধা শুয়ে শুয়ে কথা বলছিলেন। তার কথার শতকরা ৭০ ভাগই আমি তার বাচিক অস্পষ্টতার কারণে বুঝতে পারলাম না। তবে বুঝলাম, তার বিয়ের দিনই নজরুল-নার্গিসের প্রথম দেখা হয়। কথা শেষে তার ছবিও তুলে নিলাম আমি। কিছুদিন পর আবারও দেখা করলাম আরেক বিষয় নিয়ে প্রফেসর আমীর আলী চৌধুরীর সঙ্গেই। নজরুল প্রসঙ্গ টেনে বললাম, আম্বিয়া খানম মানিকের কথাগুলোর সত্যতা কিভাবে যাচাই করবো? আমীর আলী চৌধুরী বললেন, আম্বিয়া খানম মানিক শহরের টাউট বুদ্ধিজীবি নন, যে গুছিয়ে গুছিয়ে ঠান্ডা মাথায় মিথ্যে কথা বলবেন। মৃত্যুপথযাত্রী গ্রামের সহজ সরল এ বৃদ্ধার কথাগুলোর সত্যতা তার নিজের অস্তিত্বের মতোই সত্য। তিনি তো কোনো মোহে কিংবা কোনো গোষ্ঠীকে বড় করতে কথা বলছেন না। তিনি বলছেন সেইসব কথা, যা তিনি দেখেছেন। সুতরাং তার কথার সত্যতা যাচাই না করলেও চলবে। আম্বিয়া খানম মানিক সেদিন অনেক অজানা তথ্যই আমাকে দিয়েছিলেন, যা নজরুল জীবনের এক গহীন অধ্যায়ে নতুন দিক নির্দেশনা দিতে পারে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.