![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
আমি পিতৃদেবের পরিবর্তে মাতৃদেবীর পূজারই বেশি পক্ষে ছিলাম
হয়তো আমার মা আমাকে গর্ভে ধারণ করে
অনার্য সভ্যতার পদ্মদিঘির দিকে তাকিয়ে
অথবা আকাশের প্রত্নতাত্ত্বিকধ্বংসাবশেষমেঘ দেখতে দেখতে
অথবা
কোনো এক শরৎরাতের শুক্লপক্ষের
মেঘপ্রতিমা দেখতে দেখতে
অথবা শৈশবে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা
গল্প শোনাতে শোনাতে
অথবা আমার বাবার আধ্যাত্মিক বা
নন্দনতাত্ত্বিক প্রেম পেতে পেতে
নিশ্চয়ই আমাকে
গুণেন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্রের
কোনো এক কনিষ্ঠ স্বপ্নের কথা বলতে বলতে
হয়তো গভীর গভীরতর চরম চরমতর
পরম পরমতর প্রেমের রবীন্দ্রসংগীতই শুনিয়ে দিয়েছিলেন
তা না হলে কেনো এমন উদাসীন হবো?
কিংবা বারবারই পড়ে যাবো রাণী বাগেশ্বরীর প্রেমে?
©somewhere in net ltd.