নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি: জুন ১৯৯৩ কুমিল্লা।

২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪

বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দিয়ে এখন হাঁস - মুরগী ও ছাগল বিতরণ করা হয়। কিছুদিন আগে কুমিল্লার নাঙ্গলকোটে গিয়েও তিনি এ কাজ করেছেন। অথচ এ কাজ মহৎ হলেও অন্য কর্মকর্তা বা প্রতিনিধিরাও করতে পারেন। জাতীয় পার্টির কুমিল্লার নেতা এয়ার আহমেদ সেলিমের বাসার পাশ দিয়ে মরা গোমতি নদীর বাঁধ পার হয়ে আমাদের বাসায় যেতে হয়। ওখানে মামাদের নিজের বাসা হলেও আমরা ভাড়া থাকি। কুমিল্লা শহরতলীর পশ্চিম চানপুরে। মামার মুখে ৯ বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন আইনউদ্দিনের কিছু চমকপ্রদ গল্প শুনে অবাক হলাম। আবৃত্তি সংসদের কাজী মাহতাব সুমনের মুখে কুমিল্লা উষসী পরিষদের প্রশংসা শুনলাম। পুলিশ লাইন সড়কের পাশেই উষসী-র নিজস্ব কার্যালয়। আসা-যাওয়ার পথে দেখলেও যাওয়া হয়নি কখনো। আবৃত্তি সংসদের বিপ্লব সাহা ও সনাতন বাউলের সঙ্গে সম্পর্ক গভীর হচ্ছে আমার। কুমিল্লায় এসে চুপসে গেছি আমি। কুমিল্লা শহরের পার্ক সংলগ্ন আর্ট স্কুলেই আবৃত্তি সংসদের রিহার্সাল হয়। আবৃত্তি সংসদের সভাপতি রতন ভৌমিক প্রণয় আবার সাহিত্য চর্চাও করেন। পত্রপত্রিকায় তার ছাপা কবিতা আমি পড়েছি। সংসদকে মাতিয়ে রাখেন আয়েশা আক্তার লিপি। আবৃত্তিকারদের অনেকেই আবেগে গদগদ হন ফারহানা আক্তার শুভ্রাকে দেখলে। মাহমুদা বেগম ডলি, কাজী মাহতাব সুমনের আতœীয়া হন। প্রদ্যোত সাহা দ্বীপ দা’ চর্চায় আগের চেয়ে বেশি মনোযোগী এখন। সাপ্তাহিক ‘আমোদ’ পত্রিকার সম্পাদক মোহাম্মদ ফজলে রাব্বী চাঁদপুরের মতলব থানার মেঘনা - ধনাগোদা সেচ প্রকল্প নিয়ে এক সম্ভাবনার চিত্র তুলে ধরেন। এ প্রকল্প চালু করে মেঘনা - ধনাগোদা নদীবেষ্টিত মতলবকে পানি প্রকৌশলের আওতায় আনা হয়েছে। এতে মানুষের ফসল উৎপাদন ব্যাপক বেড়ে যাবে। ফজলে রাব্বী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমীর আলী চৌধুরীকে একজন মনীষীতুল্য শিক্ষক বলেও দাবী করেন। তিনি আরও দাবী করেন, সরকারের স্বেচ্ছায় অবসরগ্রহণ কার্যক্রমে তেমন কোনো সুফল বয়ে আনবে না। ‘আমোদ’ অফিসে দেখা হয় দৈনিক রূপসী বাংলা পত্রিকার সাংবাদিক আবুল হাসানাত বাবুল, বাংলাদেশ টাইমস পত্রিকার সাংবাদিক এডভোকেট মাহাবুবুল আলমসহ আরও সাংবাদিকের সঙ্গে।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.