নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

পাখিজীবনের শাশ্বত প্রেম

৩১ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২২



পাখিজীবনের শাশ্বত প্রেমঝরনা
মানুষ দেখেনি
মানুষ মৃত্যুকে জয় করতে জানে না
মানুষ ঈশ্বরের দিকেও ঊর্ধ্বগামী নয়
অমরত্ব আমিও তাই পাখিকেই দিলাম।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে
তোলা ছবিতে নয়
মানুষ যদি ঈশ্বরের আসনে বসে
নিজেকে দেখতো পেতো
তাহলে সে বুঝতো কতোটা
বৈরী প্রাণি নিজে।
মানুষের চেয়ে বজ্রঝড়ের স্বভাবও
অনেক বেশি ভালো
অথচ এই আলোখেকো প্রাণিটিই আবার
স্বপ্নে ও জাগরণে সারাক্ষণই
স্বর্গের আশা করে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৫

জসীম অসীম বলেছেন: না শিখে নয়
শিখেই সাংবাদিক হন

জসীম উদ্দিন অসীম:

সাংবাদিকতা পেশা আজ অন্য দশটা পেশার চেয়ে বেশি সম্মানজনক। তাই এ পেশায় ক্যারিয়ার গড়তে অনেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু যে কোনো পেশাতেই ভালো ক্যারিয়ার গড়তে হলে প্রয়োজন প্রাতিষ্ঠানিক (ব্যবহারিক ও তাত্ত্বিক) শিক্ষা। আজকের যুগে সাংবাদিকতা করতে হলে জানতে হবে অনলাইন সাংবাদিকতা, রাখতে হবে ওয়েব হোস্টিং ও ওয়েব সাইটের ধারণাও। ওয়েব ডিজাইন প্রশিক্ষণ এখন এ বিষয়ের অন্তর্ভুক্ত। আগের যুগে শুধু সংবাদপত্রে লিখন কৌশল জানলেই হতো। এখন সাংবাদিকতা করার জন্য ব্লগ ও ব্লগিং এবং বাংলা ইউনিকোডে লিখন প্রশিক্ষণও জরুরী। জানতে হবে সার্চ ইঞ্জিন ও তথ্য খোঁজার বিভিন্ন কৌশল। অনলাইনে প্রাপ্ত তথ্যের সঠিকতা যাচাইয়ের শর্তাবলী ও রেফারেন্স স্টাইল। এমনকি ফেসবুক ও টুইটার সাংবাদিকতা। টিভি সংবাদে ক্যামেরার ব্যবহার, ছবির ধরন ও শট পরিচিতি, সংবাদে ক্যামেরার মাইক্রোফোন ব্যবহার। টিভি রিপোর্ট: ইন্টারভিউ টেকনিক, ইন্টারভিউ এডিটিং, নিউজ এডিটিং। সংবাদ: উচ্চারণ সূত্র অনুশীলন। শুদ্ধ উচ্চারণ: প্রণায়াম ও ব্যায়াম। সাংবাদিকতা এখন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর রীতিমত পাঠ্য বিষয়। দেশের প্রথিতযশা সাংবাদিকগণ কিংবা এ বিষয়ে বিশেষজ্ঞগণ না শিখে তাদের অবস্থান তৈরি করেননি। সুতরাং না শেখার মানসিকতা বদলাতে হবে। এই না শিখে করতে চাওয়া লোকদের চাপে সাংবাদিকতা পেশা আজ তার নিজস্ব প্রেস্টিজ হারাতে বসেছে। ফলে লোকে সাংবাদিককে আজ ‘সাংঘাতিক’ বলতেও শুরু করেছে। ছাগল দিয়ে হালচাষ করা অসম্ভব, সেটা রামছাগল হলেও। তেমনি সাংঘাতিক পর্যায়ের লোক দিয়েও সাংবাদিকতার পেশাগত দায়পূরণ সম্ভব নয়। যে যুগে ছাগল তো দূরে থাক, গরু-মহিষ দিয়ে হালচাষও উঠে যাচ্ছে কলের লাঙ্গলের চাপে, সেই যুগে সাংঘাতিক পর্যায়ের লোক দিয়ে সাংবাদিকতার কাজ চালানোও অসম্ভব। তাই এখন সাংবাদিকতা পাঠ-প্রশিক্ষণেরও কোনো বিকল্পই নেই।
সুতরাং না শিখে নয়, বরং শিখেই সাংবাদিকতা করতে হবে। যুগের দাবি পূরণ করতে নতুন নতুন সাংবাদিক যেমন প্রয়োজন, তেমনি এ পেশার বর্তমান প্রতিযোগিতায় যদি কোনো ব্যবহারিক কিংবা তাত্ত্বিক শিক্ষা না থাকে, তাহলে তাও ক্রমাগত বিভিন্ন জটিলতাই সৃষ্টি করে যাবে। তাই আগ্রহীরা সাংবাদিকতা পেশাকে আরও দক্ষ ও পেশাদার করে গড়ে তোলার জন্য সাংবাদিকতা পাঠ ও প্রশিক্ষণের সিদ্ধান্ত নিন। কারণ সাংবাদিকতা আজ শুধু আর করার বিষয়ই নয়, বরং করার আগে তা পড়ারও বিষয়।
ছবি: জসীম উদ্দিন অসীম:

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.