![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
আলোকচিত্র: (আমার জন্মভিটা: এই ঘরেই একদা আমার জন্ম হয়েছিল। এই কবিতাটিও এ ঘরে বসেই রচিত হয়েছিল।
বর্তমানে আর এ ঘরের কোনো অস্তিত্বই নেই। ১৯৯৮ সালের ৫ নভেম্বর আমার মায়ের মৃত্যুর দিন বিকেলেই তুলেছিলাম এ ছবি।)
=============================
পরের দোষটি দেয়ার আগে নিজের পানে চাও।
দেখতে পাবে দোষের শাড়ি জড়ানো নিজ গাও।
পঁচা বস্তুর ঘ্রাণটি লভে
পরনিন্দা করো না ভবে
থাকতে পারে নিজের ফাঁকি নিচের পানে যাও?
পরের দোষটি দেয়ার আগে নিজের পানে চাও।
তোমার দেখার সীমার বাইরে তোমার জুতোর তলে
নোংরা কিছু লাগতে পারে আসতে পারো দলে
আগে নিজকে দেখোরে তাই
লজ্জা না হয় পাবেরে ভাই
ডুববে অসম্মানের জলে
তোমার সোনার নাও।
রচনা:
অগ্রহায়ণ ১৩৯৫,
খয়রাবাদ, দেবিদ্বার, কুমিল্লা।
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
জসীম অসীম বলেছেন: এটা আমার গ্রামের ঘর। এখানে বসেই লিখতাম কবিতা-গান-গল্প...। ভালো থাকবেন।
২| ১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
মেহেদি হাসান নয়ন বলেছেন: হা হা হা বেশ ভাল লাগলো।
view this link
২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৪:৪১
জসীম অসীম বলেছেন: ধন্যবাদ মতামতের জন্য। ১৩৯৫ বঙ্গাব্দে আমি এ ঘরে থাকতাম। এখন আর এ ঘরটি নেই। ঘরের ছবিটি তুলেছিলাম ১৯৯৮ সালে।
©somewhere in net ltd.
১|
১০ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লিখেছেন।