![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
অলংকরণ: জসীম অসীম।
খুব দ্রুত মরে যাবো আমি
এখনও যে বেঁচে আছি বিষ খেয়ে
সে তো পরম কপাল
ভাত বিষ-জল বিষ
চরম বিষ যেন এ দুর্ভাগা দেশ
জ্যোৎস্নার অপেক্ষায়
আর কতো অন্ধকারে থাকা
এ যেন দেশ নয়
সতীনের সংসার, সাংঘাতিক
বিজ্ঞাপনে বিজ্ঞাপনে
ভরা পণ্য নারী
মহা প্রলয় কবে হবে আর
আকাশ আজ বেদখল
কোথাও বা নীলিমা ভেঙ্গে পড়ে
দিশেহারা প্রিয়তম লেখক
হায়!
এভাবে কি এককভাবে বেঁচে থাকা যায়?
তাই আজকাল মনে হয়
খুব দ্রুতই মরে যাবো আমি
সোনার এই গ্রহের চেয়ে
মানুষের নেশা হয়েছে দামী
তাই আজকাল মনে হয়
খুব দ্রুতই মরে যাবো আমি
মরার আগেই এ শরীরের
হয়েও গেছে পোস্টমর্টেম তাই।
===============
কম্পোজ: সাদিয়া অসীম পলি।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৪
জসীম অসীম বলেছেন: যথার্থই বলেছেন। সবযুগেই বৈরি পরিবেশকে জয় করেছে মানুষ। কিন্তু এসব জানার পরও আমার কবিতায় অথবা দিনলিপিতে আক্ষেপ ও হতাশার পরিমাণ অধিক। অনেকে মনে করেন এ হয়তো দুঃখবিলাস। অথচ আমার মনে হয়, এ যেন প্রাত্যহিক বাস্তবতারও প্রতিচিত্র। মতামতের জন্য অশেষ ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা।
২| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৪
ওমেরা বলেছেন: তাহলে বেশী বেশী ভাল কাজ করেন ।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:০৫
জসীম অসীম বলেছেন: আসলে এর তো কোনো বিকল্পই নেই। একমাত্র ভালো কাজেরই হিসাব হবে। থাকবেও ওই ভালো কাজগুলোই। আর কিছুই থাকবে না। অথচ এই ভালো কাজ করা সময়সাধ্য, শ্রমসাধ্য, কখনো কখনো নাকি ভাগ্যসাধ্যও হয়ে থাকে। মেধাসাধ্য তো বটেই। অনেক ধন্যবাদ আমার লেখায় মতামত প্রদানের জন্য। মঙ্গল কামনা নিরন্তর।
৩| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৪
করুণাধারা বলেছেন: আপনার কবিতা খুব ভালো হয়েছে, কিন্তু কবিতার বিষয়বস্তু অতি খারাপ। মনের মধ্যে এধরনের নেগেটিভ চিন্তা আসতেই পারে, সেটা কে সরিয়ে positively ভাবুন বেঁচে থাকার কথা, পৃথিবীতে ভালো ভালো যা আছে সেসব কথা। যদি নিজে ভাবতে না পারেন তবে একজন কাউন্সিলর এর সহায়তা নিতে পারেন।
ভাল থাকুন, শুভকামনা রইল।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৯
জসীম অসীম বলেছেন: কবিতা ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। বিষয়বস্তুর উন্নতি সাধনে সচেষ্ট ও সচেতন হবো। আমার রক্তও 'এ.বি নেগেটিভ'। সাংবাদিকতা করতে গিয়ে জীবনে নেগেটিভ রিপোর্টই করেছি বেশি। কেন এটা হয়েছে, আমি এ বিষয়ে এখনও স্পষ্ট কোনো ধারণায় আসতে পারিনি। সবচেয়ে বড় কাউন্সিলর হতে পারে আপনার ভাবীই। সে-ই আমার অধিকাংশ লেখা কম্পোজ করে দেয় এবং বলে নেতিবাচক ভাবকে মনে স্থানই দিয়ো না। এক্ষুনিই আপনার মন্তব্য দেখে আমার পাশে বসেই হাসতে লাগলো এবং বললো, এই ব্লগার ভাই নিশ্চয়ই আমার ভাই হবেন। কারণ তোমার লেখা বিষয়ে তাঁর আর আমার চিন্তার সমতায় রীতিমত অবাকই হচ্ছি। ভালো থাকুন। শুভেচ্ছা রইলো। মতামত দিয়ে সহযোগিতা অব্যাহত রাখবেন।
৪| ২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৯
রাজীব নুর বলেছেন: খাদ্যমন্ত্রীকে আপনার কবিতা টা দেখাতে পারলে ভালো লাগতো।
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৫
জসীম অসীম বলেছেন: দারুণ বলেছেন। খাদ্যমন্ত্রীকে কবিতা দেখানোর কথাটি আমিও ভাবতে পারিনি। ভাত বিষ, জল বিষ জানলে খাদ্যমন্ত্রী রাগও করতে পারেন। এই ব্লগে দীর্ঘদিন লেখা পোষ্ট করতে না পেরে আপনার সহযোগিতা নিয়েছিলাম। আপনার তখনকার মতামতেও উপকৃত হয়েছিলাম। অনেক কৃতজ্ঞতা। তিন বছর পর আজই আবার লিখতে সুযোগ পেলাম এবং অনেকদিন পর আমি আবারও আমার লেখায় আপনার মতামত পেলাম। অনেক ধন্যবাদ। অব্যাহত শুভেচ্ছা। কল্যাণ কামনা নিরন্তর।
৫| ২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৩
রাজীব নুর বলেছেন: ভেরি গুড।
ভালো থাকুন।
২৭ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:২৫
জসীম অসীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
৬| ২৭ শে জুলাই, ২০১৮ রাত ৯:১১
রাকু হাসান বলেছেন: কবিতায় দৃশ্যগুলো বাস্তব , এই সব সমস্যা সমাধানে সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসা । উচিত ।
২৮ শে জুলাই, ২০১৮ রাত ২:১৭
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ মতামত প্রদানের জন্য। বিশেষ করে আজকাল কবিতা জাতীয় কোনো লেখার পাঠ-প্রতিক্রিয়া নাকি সর্বত্রই তুলনামূলকভাবে অনেক কমে গিয়েছে। এ কবিতার বাস্তব দৃশ্য আবিষ্কারের জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি লেখার পথে আপনার প্রায়ই এমন সঙ্গ, সান্নিধ্য ও পরামর্শ পাবো। নিরন্তর মঙ্গল কামনা করছি।
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৬
চাঁদগাজী বলেছেন:
কবিতায় আক্ষেপ ও হতাশা আছে; সবযুগে বৈরি পরিবেশকে জয় করেছে মানুষ।