![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
26 সেপ্টেম্বর, 2004,
মাতৃভবন,
কান্দিরপার,
কুমিল্লা।
=============
শুভপুর স্লুইসগ্লেট দেখাতে যেদিন নিয়ে গেলেন বাবা, ঠিক সেদিনই হারিয়ে গেলো আমার শখের আংটিটি। বাবা তখন সারাপথে হিজলফুল দেখালেন। হিজলফুল দেখেও আমার কমলো না বুকের ব্যথা। সেই হিজলফুল আজও চোখে পড়লে পদ্মার ধু ধু বালুচরের কথা মনে পড়ে আমার। যেমন খেয়াঘাট দেখলেই আমার মনে পড়ে হিজলফুলের কথা।
সেদিনও উষা রাণী পালকে আমি আমার অহংকারের কথা বলেছি। ভাতশালিকের কাঠশালিকের ডানার গন্ধে আমি সারা আকাশে বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি আঁকি।
ডব্লিউ হান্টারের পল্লী বাংলার ইতিহাসের পাতায় পাতায় আমি যেমন ছিদ্দিক মামাকে দেখি, তেমনি ঢাকার নর্থব্রুক হল রোড দিয়েও যেতে যেতে আমার বাবার কথা বারবার মনে হয়েছে।
আমার বাবা আমার অহংকার। তাঁর কথা আমি সকলকেই বলি।
সূর্য যদি ১৫ কোটি কিলোমিটার দূরত্বে বাস করে, বাবা আছেন কতো দূরে এখন?
কিন্তু বাবা আছেন। বাবা আছেন প্রতি মুহর্তে আমার সঙ্গেই। আগরতলার দুর্জয়নগরের গল্পে। শুভপুরের স্লুইসগেটের স্মৃতিতে, বাংলার সকল হিজলফুলে, ধলেশ্বরী নদীর জলে, রবীন্দ্রনাথের সহজ পাঠে।
আর আমার ছাঁটাচুলে, ছোট চুলে, শুদ্ধ প্রমিত বচনেও নিশ্চিত বাবা আছেন। বাবা নিশ্চিতই আছেন।
================
কম্পোজ: সাদিয়া অসীম পলি।
২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলির জন্য অনেক কৃতজ্ঞতা। হ্যাঁ ভাই, আমি কুমিল্লারই। লেখাপড়ার জন্য এক সময় ঢাকায় ছিলাম। এখন কুমিল্লাতেই থাকি।
২| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৪
স্রাঞ্জি সে বলেছেন: সুন্দর দিনলিপি,
২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:১৭
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। দিনলিপি অনেকই লেখা রয়েছে। প্রেক্ষাপট ও মান বিবেচনার জন্য সময়ে সময়ে আপনাদের কাছে সেসব উপস্থাপন করা হবে। শুভ কামনা রইলো।
৩| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১৮
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৬
জসীম অসীম বলেছেন: আপনার প্রতিও অশেষ কৃতজ্ঞতা। সুস্থ থাকুন সব সময়।
৪| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৪৭
ওসেল মাহমুদ বলেছেন: শ্রদ্ধাঞ্জলি আপনার বাবার প্রতি !
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৭
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ।
অনেক কৃতজ্ঞতা।
৫| ২৮ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬
বিচার মানি তালগাছ আমার বলেছেন: চলার পথের পাথেয়...
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৯
জসীম অসীম বলেছেন: চমৎকার করে বলেছেন। মুগ্ধ হলাম আপনার ভাবস্পর্শী ভাষায়।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৪৩
আকিব হাসান জাভেদ বলেছেন: বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি রহিলো । ওপারে বাবারা ভালো থাকেন সেই প্রার্থনা করি ।
ভাইজান আপনি কি কুমিল্লার ??