নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি: আমি ব্যর্থ অভিবাসী আমারই রক্তের দোষে

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৭:৩৬


27 মে 2012, রোববার,
কলাবাগ হাউজিং, ধর্মপুর, কুমিল্লা।
=====================
কোথাও আমার শত্রু নেই। শুধুমাত্র আমার শরীরের লোহিত অথবা শ্বেত কনিকাগুলোই শত্রুতা করে আমার। আমার পথে বারবার ওই কাঁটা বিছিয়ে দেয় আমারই মস্তিস্কের নিউরণ। মীরজাফর আর মীরন আমার নিজেরই হাত অথবা আমারই দুই চোখ। আমি কখনো এভারেস্টের চূড়ায় উঠে যাবো বলে আমারই নিজের দুই হাত আমার দুই পা ভেঙ্গে দেয়। এই পৃথিবীর কোথাও আমার কোনো শত্রু নেই। কেউই আমার শত্রু নয়। আমার শত্রু কেবলই আমার নিজেরই হৃৎপিন্ড। আমার শত্রু আমারই শরীরের বিন্দু বিন্দু রক্তের বিড়ম্বনা। শুধুমাত্র মেঘনা এবং গোমতী নদী সেসব সত্য জানে। আর জানে আমার শৈশবসঙ্গী সেই সবুজ লটকন গাছ। এই বিপুল বিশ্বে আজ আমি ব্যর্থ অভিবাসী আমারই রক্তের দোষে। আমার শরীরের লোহিত কনিকা ছেয়ে গেছে আজ বিষে। আমার রক্তে পেট্রোলিয়াম খোঁজ করে আমারই রক্ত আজ। আমি কখনো আমেরিকার ভিসার স্বপ্ন দেখলে তাই, রাশিয়ার ক্ষমতাসীন দলের প্রধান মেদভেদেভ আমার পিছু লেগে থাকে না, লেগে থাকে ওই শুধুই আমার রক্তের শ্বেত কনিকা। ওই কনিকাই তখন ভিসার স্বপ্ন দেখা আমার সকল দিশা বিষিয়ে ভুলিয়ে দেয়। ইদানিং আমার রক্তে আবার পাওয়াও যাচ্ছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। আমার স্বপ্ন আর আমারই বাস্তবায়নকে তাই আমারই শরীরের ইউরেনিয়াম ভোজ্য তেলের মতোই গিলে খায়। তাই এখন সহজেই বুঝতে পারি, আমার শরীরের রক্তের চেয়ে একজন সাঁওতাল শ্রমিকের রক্তও অনেক বিশুদ্ধ। আমার শরীরের রক্তের খরতাপে আমারই প্রাণ ভীষণই ওষ্ঠাগত। ভীষণ ভীষণতর। রক্ত থেকে ফুলের বর্ণিল সুমিষ্ট উপস্থিতি অপহরণ করে আমারই নিজ রক্ত। রক্তের ভেতরেই আমার যত খরতাপ … এবং দাবদাহ … অথবা বজ্রাঘাত…। আর এই রক্তে জারুল কিংবা কৃষ্ণচূড়ার সরব প্রত্যাবর্তন, সম্ভব হয় না তাই। রক্তের এই দাবদাহ … ইউরেনিয়াম আমারই বিমানকে বিধ্বস্ত করে, নিহত করে আমাকে। তাই শতগুণ বেশি দাম দিয়েই আমাকে প্রতিদিন বেঁচে থাকতে হয়। জার্মান লেখক গুন্টার গ্রাসও আমার এই ট্র্যাজেডির কথা ভালোভাবেই জানেন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:২৫

আকিব হাসান জাভেদ বলেছেন: আমরা ও আপনার ট্র্রাজেডি পড়লাম । আপনার কোন শত্রু নাই । শত্রুহীন মানুষ বড় অসহায় হয় ।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৯:৫১

রাজীব নুর বলেছেন: আমার শত্রুর অভাব নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.