![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
রচনা: সেপ্টেম্বর 1990,
কুমিল্লা।
==========
কোকিল আজকাল
ঐ দেখ বেঈমান
ফাল্গুন শেষে
কণ্ঠে নেই গান
আসলে বর্ষার
ঝমঝম শব্দ
কোকিল রয় না
কাক সব জব্দ
বৃষ্টি আসলেই
হয় সে সিক্ত
শরৎ আসলেও
সে রয় রিক্ত
কর্কশ কণ্ঠ
গানটা কাকটার
চায় না শুনতে
কেউ তার ডাকটার
কিন্তু কোকিল
কণ্ঠে দক্ষ
তাই লোক দেয় ঐ
তাকেই বক্ষ
কাকটা বন্ধু
কাকটা রত্ন
তারপরও নেই যে
তার কোনো যত্ন।
অলংকরণ: জসীম অসীম।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১১
জসীম অসীম বলেছেন: ধন্যবাদ। অনেক আগের লেখা। ছাপা হয়নি কখনো। আজকাল লেখা সংরক্ষণ করছি। মান এক্ষেত্রে বিবেচনায় আনছি না।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:৩৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর
১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:১৯
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:০৯
রাজীব নুর বলেছেন: পশু পাখির যত্ন লাগে না।
বনের গাছ পালার যত্নও লাগে না। ঈশ্বর তাদের ব্যবস্থা করে রেখেছেন।
৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৯
এ.এস বাশার বলেছেন: প্রকৃতি চলুক তার নিজেস্ব গতিতে.......
সুন্দর কবিতা.........
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩৪
বাকপ্রবাস বলেছেন: কাক যদি কুহু
সুর করে ডাকতো
তাহলে সব্বাই
কাক নিয়ে থাকতো।
-
সুন্দর।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:২৪
সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন