![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
তখনও (1992-2002) ফটোগ্রাফির
ডিজিটাল যুগ আসেনি।
সে সেময়ে আমি অ্যানালগ ফটোগ্রাফিতে এমন
রাশি রাশি পরীক্ষানির্ভর ছবি তুলেছিলাম।
এই ছবিটি অবশ্য 2001 সালে তোলা।
ট্র্যাজেডি হলো:
বারবার বিভিন্ন পত্রিকার চাকুরি ছেড়ে বেকার হয়ে
এমন অনেক ছবিই আমি 12/16 সাইজে প্রিন্ট ও বাঁধাই করে
বিভিন্নজনের কাছে বিক্রি করে দিয়েছি।
আর ওসব ছবির অনেক ফিল্মও পরে
চিরতরেই নষ্ট হয়ে গেছে।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:০১
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। অনন্ত শ্রদ্ধা।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:১৪
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
আপনি খুব সুন্দর লিখেছেন।
আমার ব্লগ বাড়িতে একবার বেড়াতে আসুন।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। অবশ্যই আসবো আপনার ব্লগ বাড়িতে। এমন শিল্পিত নিমন্ত্রণ বড়ই মুগ্ধকর। শুভেচ্ছা নিরন্তর।
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:১৬
নজসু বলেছেন: সুন্দর। ফুলের ভিতরে কে ভাই?
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ২:১৬
জসীম অসীম বলেছেন: ফুলের ভেতরে যে থাকতে পারে।
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:১৪
রাজীব নুর বলেছেন: বারবার কেন চাকরি ছেড়েছেন?
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫
জসীম অসীম বলেছেন: সবাই বলছে সমস্যাটি নাকি আমারই। এখানকার (কুমিল্লা) সম্পাদক বা পত্রিকার মালিকগণ আমাকে ‘‘অস্থির’’ নামে ‘‘টাইটেল’’ দিয়েছে। একযোগেই। আমিও বাধ্য হয়েই মেনে নেই। কী আর করা। তাঁদের সঙ্গে লড়ে তো আর একা আমি পারবো না। অথচ আমার আত্মা জানে যে, তাঁদের চিন্তার সঙ্গে আমার চিন্তারই মিল হয় না কোনোভাবে। বিষয় হলো একটা লোক যদি কোনো পত্রিকার মালিকের সঙ্গেই না মিলে কাজ করতে পারে, তাহলে নিশ্চয়ই তাঁর নিজেরও অনেক সমস্যা রয়েছে। আজকাল আমার নিজের প্রতিও এমনটা মনে হয়ে থাকে। তবে আমার প্রায়ই মনে হয়, পত্রিকার আলোর ভিতরে অনেক অন্ধকারও থাকে।
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩০
পিকো মাইন্ড বলেছেন: অত্যন্ত দুঃখজনক ।
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭
জসীম অসীম বলেছেন: সত্যি অনেক দুঃখজনক। কত শত হাজার ফটোগ্রাফিক ফিল্ম যে আমার চোখের সামনেই নষ্ট হয়ে গেল, অর্থাভাবে বাঁচানোই গেল না। তারপর জীবনে সংঘটিত হয়েছে বারবার নানা দুর্ঘটনা। আর কোনো বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলে এই ক্ষতির সম্মুখিন হতে হয় না। আসলে এই প্রতিষ্ঠানবিরোধী মনোভাব শরীরের রক্তে প্রবেশ করেই এই সমূহ ক্ষতি আরও সাধন করেছে: হতাশায় আজকাল কখনো কখনো এমনও মনে হয়। মনের দৃঢ়তায়ও কখনো বা ফাটলও ধরতে চায়।
৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫২
জ্ঞান পাগল বলেছেন: সুন্দর লাগল
৩১ শে অক্টোবর, ২০২৩ রাত ২:২০
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫২
সনেট কবি বলেছেন: বেশ