![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
উৎসর্গ: আবিদ হোসেন।
রচনা:
14 এপ্রিল 1993
ঢাকা।
============================
আজ আকাশে দমকা অথবা ঝড়ো হাওয়া বইবে
বজ্রসহ বৃষ্টি হবে
আর আমার প্রচন্ড আত্মবিশ্বাসের দেয়ালেও ফাটল ধরে যাবে
শুধুমাত্র সবিতাদের পরিবার ঢাকা ছেড়েছে বলে।
সবিতার জন্য পাগল মাসুদ আজহার
মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হয়ে যেতে পারে।
আর এখন দেলোয়ার ক্লাসের প্রথম পিরিয়ডেই বলে,
আমাদের প্রথম পিরিয়ড কবে থেকে শেষ পিরিয়ড হলো?
ভালো লাগে না ক্লাস
সবিতার বাবার মুখে আমি অন্নদা হাইস্কুলের এতো গল্প শুনেছি যে
আমার এখনো মনে হয়
পাকিস্তান আমলে ইউনাইটেড ব্যাংকে চাকুরি না করলে
তিনিও হতে পারতেন মহাখালীর অজিতের মতো এক কবি
সবিতারা ঢাকা ছেড়ে যাওয়ায়
ঢাকার সকল যুবকের মনে
প্রচন্ড এক উৎকন্ঠা দেখেছি আমি
আর এ অবস্থায় আমার শুধু খারাপ লাগছে
বন্ধু মাসুদ আজহারের জন্য
হায়!
সবিতার জন্য পাগল মাসুদ আজহার এখন
যে কোনোভাবেই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হয়ে যেতে পারে।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
জসীম অসীম বলেছেন: ধন্যবাদ। আপাতত: ক্ষান্ত দিলাম। শুভেচ্ছা।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫০
ইমু সাহেব বলেছেন: সবিতারা ঢাকা ছেড়ে গেল কোথায় ?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪
জসীম অসীম বলেছেন: কোথায় গেল, সেটা বিষয় নয়। হৃদয় যে ভেঙ্গে দিয়ে গেল, সেটাই হলো কথা। যখন লিখেছিলাম, তখন নিজেও হৃদয়ে রক্তক্ষরণের ভাগীদার ছিলাম। শুভেচ্ছা অব্যাহত থাকলো।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫২
সনেট কবি বলেছেন: পড়লাম
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:১৬
জসীম অসীম বলেছেন: প্রিয় শ্রদ্ধেয় সনেট কবি, এ বিষয়টি নিয়ে সনেট লেখা গেলে রোমান্টিক একটি সার্থক কবিতা হতে পারতো। অবশ্য যারা সত্যিকারের লেখক-কবি, তাঁরা গদ্যেও কম ‘খেল’ দেখান না। কিন্তু আমি পারি না।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯
নজসু বলেছেন: সবিতা তুমি যেওনা ।
কবি, এ ছাড়া আমি আর কিইবা বলতে পারি।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০১
জসীম অসীম বলেছেন: বাহ, চমৎকার। কবিতার উত্তরেও কবিতা। আসলে এর চেয়ে বলার আসলেই কিছু নেই। কবিতার পাঠ যেভাবে নিয়েছেন আপনি, অসাধারণ। শুভেচ্ছা চলমান।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
বাকপ্রবাস বলেছেন: সবিতা চলে যায় চলে যায়
মোষ্ট ওয়ান্টেড মাসুদের মুর্ছা যায়।
-
কবিতা সুন্দর ছিল, চমক চমক ভাব আছে
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:০৫
জসীম অসীম বলেছেন: ধন্যবাদ। সে এক সময় ছিল, হোক বা না হোক প্রতিদিনই কবিতা লেখা হতো। কী যে হলো! এমনই সময় এলো যে, লেখার তেমন সময়ই হয় না আর।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৭
শিখা রহমান বলেছেন: আপনি বেশ ভালো কবিতা লেখেন। অলংকরণগুলোও মনকাড়া। অনেকগুলো কবিতা পোষ্ট করেছেন। এই কবিতাটা একটু বেশী ভালো লাগলো।
শুভকামনা কবি।
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:১৯
জসীম অসীম বলেছেন: এই অন্ধকারময় সময়ে হঠাৎ যেন শুনতে পেলাম গাঙচিলের ডাক। এমনই মতামত আপনার। কল্লোলিনী কবিতা কিছু রয়েছে। সময়ের অভাবে আর পোস্ট দেওয়াও হচ্ছে না। আপনার শিল্পোত্তীর্ণ মতামত উৎকীর্ণ থাকলো আমার মনে।
৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৪
রাজীব নুর বলেছেন: বাহ !!
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৮
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। এক শব্দে অনুভূতির গভীরতর প্রকাশ।
©somewhere in net ltd.
১|
২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৪৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: বাব্বা! একদিনে কত লেখা পোস্ট করেন আপনি!!!!