![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
অলংকরণ: জসীম অসীম
===============
যতই করিনা কেন বারণ---শুনবে না সে
সে যে নদী----গোমতি নদী---সমুদ্রে সে যাবেই
হয় এ পথ ধরে---নয় ও পথ ধরে---সমুদ্রে সে যাবেই
ঢোলকলমী ফুলের বাহার---সোনাদানা---কয়েকগাল হাসি
কাশফুল বা টগর
সাতপুরুষের দোহাই
কোনো কিছু দিয়েই তাকে---বাঁধা যায় না কখনো
গোমতি সে তো মরা নদী নয়
বউ পেটানোর হিংস্রতাকে ভয় করে না সে
মোটা লাঠি---লাঠিসোঁটা---সাতনলা বন্দুক
ভয় করে না কোনো কিছুই সে
গোমতি সে তো মরা নদী নয়
তার জীবন সার্বভৌমিক---সারগর্ভ শিল্প জীবন যেন
তার জীবনে আছে সারস-সারসীর প্রেম
মাঝি-মাল্লার সুর
সাম্পানওয়ালার সাদামাটা জীবনের সব রঙ
তাঁর জীবন অবাধ স্বাধীনতার
চুম্বনেরই পক্ষে চলে সে
সে এগিয়ে চলে মিলনেরই দিকে---দিনের পরে দিন
রাতের পরে রাত
সে যে নদী গোমতি নদী---সমুদ্রে সে যাবেই
গোমতি সে তো মরা নদী নয়।
======================
রচনা: আশ্বিন, ১৪০২ বঙ্গাব্দ, কুমিল্লা।
==========================
নোট: এ লেখাটি 1998 সালে প্রকাশিত আমার কবিতার প্রথম পুস্তিকা
‘চাঁদের জ্যোৎস্না খসে গেছে’
এর একটি কবিতা।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩৭
জসীম অসীম বলেছেন: মতামতের জন্য অনেক ধন্যবাদ। অশেষ ধন্যবাদ বইয়ের লিঙ্কের জন্য। কেনো না এটা আমার বিশেষই কাজে আসবে। শুভ কামনা নিরন্তর।
২| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:০৮
রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
খুব সুন্দর কবিতা।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৩৫
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। 20 বছর আগে আমার কবিতার তিনটি পুস্তিকা বের হয়েছিলো। চাঁদের জ্যোৎস্না খসে গেছে, স্বপ্নের মালা গাঁথার স্বপ্ন ও তুমি এখন আকাশবাসী। ‘চাঁদের জ্যোৎস্না খসে গেছে’ পুস্তিকায় প্রকাশিত কবিতা এটি।
৩| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লিখেছেন।
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৪
জসীম অসীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। স্রেফ গদ্য। উপমা বা অলঙ্কার অথবা অন্ত্যমিলের কোনো প্রয়াস নেই। একেবারে সাদামাটা কয়েকটি লাইন। ধন্যবাদ। ভালো থাকবেন।
৪| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৪
এ.এস বাশার বলেছেন: শুভ সকাল.....
সুন্দর কবিতা...
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৬
জসীম অসীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। শুভ কামনা।
৫| ২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:১৭
হাবিব বলেছেন: কবিতায় ভালো লাগা +++
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৮
জসীম অসীম বলেছেন: অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৩২
শামীম আরান বলেছেন:
কবিতা পড়ে তো রীতিমত গোমতীর প্রেমে পড়ে গেলাম।
এক বিশুদ্ধ নদী প্রেম।
________________________________________________
যে কোন বাংলা বইয়ের পিডএফ এর জন্য ভিজিট করুন
বাংলা ইবুক ডাউনলোড