নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

কবিতা: স্বপ্নের মালা গাঁথার স্বপ্ন

০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৫


স্বপ্নখুনির যৌতুক যন্ত্রণায়
শৈশব লগ্ন থেকেই
জীবন হয়ে পড়তে চায় বারবার স্বপ্নশূন্য
এমনকি আমার কবিতার শৈশব থেকেও
কঙ্কর-কন্টক-কালাগ্নি হয়নি দূর
কঙ্কর-কন্টক-কালাগ্নি ঝড়ের পরেও
স্বপ্নের মালা গাঁথার স্বপ্ন দেখি
কিন্তু হায়...
জীবন তবু হয়ে পড়তে চায় বারবারই স্বপ্নশূন্য

হৃদয়বাসীর কষ্ট ভরা স্মৃতি...
স্মৃতি ভরা কষ্ট...
অষ্টপ্রহর ভ্রষ্ট আর নষ্ট করে দিতে চায় এ জীবন
স্পৃষ্ট করে দিতে চায় জীবনের সব স্বপ্ন

হায়, তারপরও হৃদয়বাসী গোমতিবতীর স্বপ্নে জীবন
জীবনে স্বপ্ন...
স্বপ্ন-সংগীত আঁকি
স্বপ্ন মুদ্রণের ভ্রমণ কাহিনী লিখি
এবং স্বপ্নখুনির বিপ্রতীপে গোমতিবতীর স্বপ্ন নিয়ে
স্বপ্নের মালা গাঁথায় স্বপ্ন দেখি।
=====
রচনা:
17 সেপ্টেম্বর 1995
2 আশ্বিন 1402

নোট:
এ কবিতাটি 1998 সালে আমার প্রকাশিত দ্বিতীয় কবিতার পুস্তিকা ‘স্বপ্নের মালা গাঁথার স্বপ্ন’ এ প্রথম প্রকাশিত হয়।
=====
কম্পোজ: কফিল মোহাম্মদ অপূর্ব।। বয়স: 9+

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১২

হাবিব বলেছেন: আমি ছন্দ ছাড়া খুব একটা লিখতে পারি না.....................

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

জসীম অসীম বলেছেন: এটাও ছন্দে লিখিত। তবে এ ছন্দ স্বরবৃত্ত-মাত্রাবৃত্ত বা অক্ষরবৃত্ত নয়।
শুভ কামনা রইলো। মতামতের জন্য অনন্ত শুভেচ্ছা।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:২০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৬ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২০

জসীম অসীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। এক মাসেরও অধিক সময় ধরে ইন্টারনেট থেকে নানা কারণে বিচ্ছিন্ন ছিলাম। আপনার দেখা পেয়ে সত্যিই খুব আনন্দ লাগছে। বিচ্ছিন্ন দিনগুলোতে আমার বারবারই আপনার কথা মনে পড়েছে। ভালো থাকুন। শুভ কামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.