![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
সত্য কথা
সত্য কথা
বলবোরে দৈনিক,
আমরা দেশের
স্বাধীনতার
দুরন্ত সৈনিক।
স্বাধীনতার কথা বলে
আমরা সবে দলে দলে
ঊষার দিকে যাবো চলে
অচিন দ্বীপের পাখি সকল
শ্যামলে থৈ নিক
পাখির সাথে
আমরা ও রে
গাইবোরে দৈনিক
সব শিশুদের সাথে সাথে
ঘুরবো শুধু দিনে রাতে
রাখবোরে হাত হাতে হাতে
বন্ধু হবে
হাজার হাজার
জাপানী...চৈনিক,
ভালোবাসার
বন্ধনেতে
সকলকেই সকল সময়
বাঁধবোরে দৈনিক।
=========
রচনা: ডিসেম্বর:
১৯৯১, ঢাকা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। এসব লেখা অনেক অনেক বছর আগে লেখা। পরিবর্তন করার কোনো ইচ্ছে নেই। সময় করে আপনার ব্লগে আসবো। ধন্যবাদ।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২১
পদাতিক চৌধুরি বলেছেন: বাহ ! বেশ সুন্দর লিখেছেন ।
বাসন্তীক শুভেচ্ছা রইল
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০
জসীম অসীম বলেছেন: আপনাকেও বসন্তের শুভেচ্ছা। লেখা পাঠের জন্য ধন্যবাদ।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগছে
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২৫
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫০
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:২৯
জসীম অসীম বলেছেন: আগের কিছু লেখা কবিতা কোনো প্রকার পরিবর্তন না করেই মাঝে মাঝে পোস্ট দেবো। না দিলে মনে হয় চিরতরেই হারিয়ে যাবে। কারণ লেখা সংরক্ষণের এখন আর তেমন আগ্রহ বা বাস্তবতাও তেমন নেই। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২০
এ.এইচ.নাবিল বলেছেন: অসাধারন।
আমার ব্লগে আমন্ত্রণ রইল।