![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
গাঁয়ের গাছের পাতায় পাতায়
রূপের ছড়াছড়ি,
এসব ছেড়ে কেমন করে
শহরে বাস করি
গাঁয়ের সবুজ বনের পাশে
লাল মেঠো পথ শুধু হাসে
আরো হাসে পাখপাখালি
আপন কন্ঠ ভরি
জেলের খালে মাছের নেশা
চাষার ফসল খেলা
রাখাল বাঁশির সুরের ধারায়
গড়িয়ে যায় বেলা
মাঠে মাঠে গরু চড়ে
সন্ধ্যা হলে ফেরে ঘরে
বিকেল হলে সূর্যটা হয়
গোলাপী এক পরী
এসব ছেড়ে কেমন করে
শহরে বাস করি
২৮ শে ফাল্গুন, ১৩৯৭ বাংলা, কুমিল্লা।
০১ লা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছা। নিরন্তর।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০০
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।