![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
আমার বাবা মনোমোহন দত্তের ভীষণই ভক্ত। বাবার কাছে মনোমোহন দত্তের গানের ব্যাখ্যা শুনে পাগল হয়ে গেলাম। বাবার ব্যাখ্যায় মনোমোহন দত্ত আধ্যাত্মিকভাবে রবীন্দ্রনাথ থেকেও বড়। কিন্তু রবীন্দ্রনাথের গীতাঞ্জলি-র ঊর্ধ্বে কি আর ভাবসংগীত লেখা হবে? কোনো কবিই আর এতো ভালো লিখতে পারবেন না। মুখস্থ করতে গিয়ে মনোমোহন দত্তকে খুব কঠিন ভাবের কবি মনে হয়েছে আমার। অথচ রবীন্দ্রনাথের কবিতা পড়লে বুকের তপ্ত মরু ভিজে, নয়ন নদীর নীরে। রবীন্দ্রনাথ রাজা। যেন বনের পাখি। তাঁকে চিনতে আমার একটুও নেই বাকি।
সকালে ছাত্র আশীষকে নিয়ে জিলা কুমিল্লা স্কুলে গিয়েছিলাম। ওর আজ ভর্তি পরীক্ষা ছিল। ওখানেই দেখা হলো আমাদের গ্রামের কামাল ভাইয়ের সঙ্গে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অর্নাস পড়ছেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৩৬
জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। অনন্য শুভেচ্ছা। আপনাদের মতো লেখকগণই এন্টার্কটিকার হিমবাহের সুনিশ্চিত রক্ষক। শুভ কামনা নিরন্তর।
২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৬
কনফুসিয়াস বলেছেন: আসন্নের কামনায় বসে রইলাম।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৪১
জসীম অসীম বলেছেন: আপনার আসন্নের কামনার কথা জেনে আমার বিষন্নতা গেল দূর হয়ে।
কখনো ছিলাম আমি আক্রমণাত্মক আর দুর্ধর্ষ লেখক এক। কিন্তু এখন স্বচ্ছ এবং স্বাভাবিক। এভাবেই বাকি জীবন কাটাতে চাই। শুভেচ্ছা নেবেন। শ্রদ্ধা অবিরত।
৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৩
রাজীব নুর বলেছেন: ওকে।
১৯ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১:৫৪
জসীম অসীম বলেছেন: ওকে? আমারও ভালো লাগছে আপনাকে বারবার দেখে। ক্ষুদ্রতম লেখক আমি
বাংলার বিড়াল। এতোদিন সামু ব্লগই হয়েছিল আড়াল। আপনার সঙ্গ পেলে সর্বোচ্চ প্রাণবন্ত হয়ে যাবে
বনের বনমানুষ।
এ আমার বিশ্বাস: নিশ্চিত নিবন্ধিত।
আর এখন মনে হয়
12 মিলিয়ন বছর আগেও আপনার সঙ্গে আমার লেখালেখির সূত্রে বেশ বন্ধুত্ব ছিলো।
©somewhere in net ltd.
১|
১৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৩৪
নেওয়াজ আলি বলেছেন: শুভ কামনা অহর্নিশি। ♥♥।