![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
চর্যাপদের বাস্তব চিত্রের সোপান বেয়ে
জীবনে দেখা দিলো প্রেম।
তারপর মানুষকে পাগল
করে দিলো শ্যাম।
কিন্তু শ্যামের প্রেমেও থাকলো অনেক জ্বালা।
সে জ্বালা কেবলি কাঁদালো।
প্রেম এবং বিরহের জীবন চিত্রকর
কবি কালিদাস এঁকে গেলেন রূপ
আহা বিরহের কী রূপ ও রসোত্তীর্ণ ঘ্রাণ।
অথচ প্রেম এবং জীবনের রূপ
ক্রমাগতই বদলে বদলেই গেল।
বর্গির উপদ্রবে
বাংলা হলো বারবার উত্তাল এক দেশ
বর্গির আক্রমণের সঙ্গে সঙ্গে
এলো নব্য বর্গির হানা
সেই হায়েনা হানা দিলো আমার
সোনার বাংলার মায়ের ভাষার ওপর
প্রতিবাদও করলো আমার
প্রতিবাদী-প্রতিরোধী মানুষ।
বারবার নির্যাতিতা হলো এই দেশ।
নির্বিচারেই মারা হলো মানুষ।
অবিচার হলো পুরস্কৃত।
মানুষের সন্ধানে মানুষ পাগল
হয়ে গেল। অপেক্ষা করতে করতে
চলে গেল যুগের পর যুগ।
অথচ তেমন মানুষ আর এলো না।
গণমানুষ মুক্তি পেল না এতদিন পরেও।
তবু কোনো কোনো মানুষ
কঠিন জেনেও আবার, বারবার
ভালোবাসলো জীবন।
তবু কোনো কোনো মানুষ
কঠিন বিষময় জেনেও ভালোবাসলো দেশ
ভালোবাসলো পৃথিবী।
আর স্বপ্ন দেখলো বৈষম্যহীন পৃথিবীর
সমতল সেই যুগের দাবিতে তারা
চাঁদ আর কবিতার সংজ্ঞাও বদলে দিলো।
রচনা:
জুন ১৯৯৭
কুমিল্লা ।
রচনা:
জুন ১৯৯৭
কুমিল্লা ।
০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:০৪
জসীম অসীম বলেছেন: রাগ ক্ষোভের কথা কী বলবো ভাই, এমনই লিখেছি এক সময়। বর্তমানে আমি এক বৈরাগ্যের জীবনই লালন করছি। অন্যদিকে আদিম মানুষের মতো প্রায়ই থাকি ইন্টারনেট বিচ্ছিন্ন।
এছাড়াও আমাদের সামহোয়ার ব্লগকে সব কম্পিউটারে ওপেন করতে পারি না। এতোদিন অবশ্য অনেকেই বলেছিলেন যে, নিজস্ব সার্ভার থাকলে এর সলিউশন অসম্ভব নয়।
আর এসব লেখা যে ভাই কবিতা হয়নি, সেটা আপনিও জানেন এবং আমিও অনেক কারণেই জানি। কিন্তু একদা এমনই করেছি-এমনই লিখেছি। আজকাল লিখলে হয়তো লেখার মান ভালো হতো। কিন্তু জীবনসংগ্রামে লিপ্ত থেকে আর সময় কোথায় ভাই, যেখানে কী না আমার প্রায় একমাত্র পেশাই হলো লেখালখি।
২| ০৩ রা মার্চ, ২০২০ সকাল ৮:২৪
নেওয়াজ আলি বলেছেন: অনন্যসাধারণ লেখা।
০৪ ঠা মার্চ, ২০২০ দুপুর ১:৩৯
জসীম অসীম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ নেওয়াজ আলি ভাই। আমার মতো অনিয়মিত ও অর্থহীন লেখকের সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি মাঝখানে এক বছর এই ব্লগ ব্যবহার করতে পারিনি। কিন্তু দেখলাম রাজীব নুর ভাই আমাকে ভুলেননি। আপনাকেও মনে থাকবে আমার। সময় করে আপনার লেখা পড়বো। আমি লেখা বিক্রি করে বেঁচে থাকা এক মানুষ। সময় বের করাই কঠিন তাই। শুভেচ্ছা নিরন্তর। কল্যাণ কামনা করছি।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০২০ রাত ১১:৩৫
রাজীব নুর বলেছেন: রাগ ক্ষোভ সব কবিতায় ঢেলে দিয়েছেন।