নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

না বলতে পারলেই আমি হঠাৎ মরে যাবো

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:২৫

হয়তো বা আমি নদী ইউরাল
গোমতির পরিচয় নিয়ে বাঁচি
অথবা গোমতি আমি
মরুভূমির বালুকাময় তপ্ততা বুকে রাখি।

বলবো আমি সব কথা
আমারও বলার কিছু আছে
যদিও
কেউ আমার কথা শুনে না
কেউ আমাকে বলতেও দেয় না
আর তাই হয়তো এমন করে
বোবা হয়ে গেছি।



না বলতে পারলেই আমি
নদী কৃষ্ণার স্রোতের শস্য
খোঁজ করতে করতেই শেষে
হঠাৎ মরে যাবো।


আলোকচিত্র:
জসীম অসীম:
১৯৯৬
কুমিল্লা।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৪:৫২

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:০৪

জসীম অসীম বলেছেন: ধন্যবাদ। শুধু হাজিরা দেওয়া। আসলে আগের কতো সুন্দর কবিতা খাতায় বন্দী রয়েছে। কে খুঁজবে আর কে দেবে। বেঁচে থাকতেই জীবন শেষ। আবার আপনাদের সঙ্গে মোলাকাত না হলেও বাঁচি না। ওই একটা পেলাম আর দিলাম। তাই বললাম ‘হাজিরা’। সিরিয়াস হতে পারছি না কোনোভাবেই। ভালো থাকুন। শুভেচ্ছা রইলো।

২| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:১১

যাযাবর চখা বলেছেন: নদির কথা কেউ শুনে না। সুন্দর হয়েছে।

১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৩৬

জসীম অসীম বলেছেন: দারুণ বলেছেন। অশেষ ধন্যবাদ। শুভ কামনা নিরন্তর।

৩| ১৫ ই মার্চ, ২০২০ বিকাল ৫:৫৩

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষের জীবন নিয়ে লিখুন

৪| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: মরে যাওয়ার আগে মৃত্যু বরন করা ভালো। অপরিপক্কতা দূর হয়।

৫| ১৫ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:৫৩

মাহমুদুর রহমান বলেছেন: মরে যাওয়ার আগে মৃত্যু বরন করা ভালো। অপরিপক্কতা দূর হয়।

৬| ১৫ ই মার্চ, ২০২০ রাত ৮:৪২

নেওয়াজ আলি বলেছেন: শিল্পসম্মত মনোভাবের প্রকাশ, ভালোই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.