নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

বাবা আছেন বাংলার হিজলফুলে

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩০


26 সেপ্টেম্বর, 2004
মাতৃভবন, কান্দিরপার, কুমিল্লা।
শুভপুর স্লুইসগেট দেখাতে যেদিন
নিয়ে গেলেন বাবা, ঠিক সেদিনই
হারিয়ে গেলো আমার শখের আংটিটি
বাবা তখন সারাপথে হিজলফুল দেখালেন।
হিজলফুল দেখেও আমার কমলো বুকের ব্যথা।
সেই হিজলফুল আজও চোখে পড়লে পদ্মার
ধু ধু বালুচরের কথা মনে পড়ে আমার।
যেমন খেয়াঘাট দেখলেই আমার মনে পড়ে হিজলফুলের কথা।
সেদিনও উষা রাণী পালকে আমি আমার অহংকারের কথা বলেছি।
ভাতশালিকের কাঠশালিকের ডানার গন্ধে আমি
সারা আকাশে বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি আঁকি।
ডব্লিউ হান্টারের পল্লী বাংলার ইতিহাসের পাতায় পাতায়
আমি যেমন ছিদ্দিক মামাকে দেখি,
তেমনি ঢাকার নর্থব্রুক হল রোড দিয়েও যেতে যেতে
বাবার কথা আমার বারবার মনে হয়েছে।

বাবা আমার অহংকার।
তাঁর কথা আমি সকলকেই বলি।
সূর্য যদি 15 কোটি কিলোমিটার দূরত্বে বাস করে
বাবা আছেন কতো দূরে
এখন? কিন্তু বাবা আছেন।
বাবা আছেন
প্রতি মুহর্তে আমার সঙ্গেই
আগরতলার দুর্জয়নগরের গল্পে
শুভপুরের স্লুইসগেটের স্মৃতিতে,
বাংলার সকল হিজলফুলে,
ধলেশ্বরী নদীর জলে, আর
রবীন্দ্রনাথের সহজ পাঠে।
আর আমার ছাঁটাচুলে ছোট চুলে
শুদ্ধ প্রমিত বচনেও নিশ্চিত বাবা আছেন।


মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৩৭

ফড়িং-অনু বলেছেন: বাবা। লিখাটি মন ছুয়ে গেলো।

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৫:০৩

জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা নিরন্তর।

২| ০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:০১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আবেগঘন ভাষায় বাবার প্রতি অনন্য ভালোবাসা।

৩| ০৯ ই জুলাই, ২০২১ রাত ৮:২২

জসীম অসীম বলেছেন: আপনার ভালোবাসাও হিমালয় পর্বতমালায় উপনীত হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.