নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

পারিবারিক সাহিত্যপত্রিকা ‘সংশপ্তক’

০৯ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৭

1997 সালে আমাদের পরিবার থেকে একটি সাহিত্যপত্রিকা বের হয়। এর নাম ছিল ‘সংশপ্তক’।
প্রচ্ছদ করেছিল ছোট ভাই গিয়াস উদ্দিন পিয়াস। সম্পাদনায় ছিল ছোট বোন মনিকা আক্তার কনিকা ও ছোট ভাই জামাল উদ্দিন দামাল।
===
প্রসঙ্গটির অবতারণা এ জন্য যে, প্রকাশনাটির প্রথম সংখ্যার সম্পাদকীয় লিখেছিলাম আমিই। ওই সম্পাদকীয়তে আমার তখনকার ভাষাও চেনা যাচ্ছে।
===
সম্পাদকীয়:
‘‘পৃথিবী আজ মন্দাপীড়িত অর্থনীতির গ্রহ। দিন দিন ভেঙ্গে পড়ছে এর গণ-মনোবল। বিষন্ন পরিবেশের মতোই এ গ্রহের বিষন্ন গণমানুষ, নিজ দেশে, নিজ গ্রহেই নির্বাসিত আজ।
সততা আজ এ গ্রহের নিষিদ্ধ কোনো এলাকা। বেড়ে যায় তাই হৃৎপিন্ডের অসুখ, দেখা দেয় উচ্চ-রক্তচাপ। এ পৃথিবীর বৈষম্যের ওই অভিশাপের ক্ষত, তেজস্ক্রিয়তার অভিশাপকেও বারবার হার মানায়। তারপরও একদল পশুতুল্য মানুষ, রঙিন পর্দায় অবয়ব উন্মোচনে ব্যস্ত। ব্যস্ত তারা জল-স্থল অন্তরীক্ষে ব্যক্তিগত রঙিন সড়ক গড়ে তোলার কাজে।
তবু...সুখি জীবনের স্বপ্ন তবু দেখে এ গ্রহের কিছু মানুষ, যদিও স্বপ্নের নাগাল পায় না তাঁরা।

সময় এসেছে আজ, অমাবশ্যার রাত্রি থেকে শিগগির মুক্তি লাভের। সময় এসেছে ঘর ছেড়ে রাস্তায় নেমে পরার্থে আত্নদানের। শূন্যগর্ভ কথা শোনার সময় নেই আজ আর। জীবন পরীক্ষায় শূন্য পাওয়ার প্রক্রিয়া হোক শেষ।’’
=================
নোট: এ লেখাটি কম্পোজ করেছে আজ আমাদেরই ‘কফিল মোহাম্মদ অপূর্ব’।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৫২

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: পৃথিবী ছুটে চলছে, তার ঘুর্ণয়মান আবর্তে
নানাহ বিষয় আবর্তিত ও অবয়ব এর পরিবর্তন ঘটছে!

.....................................................................................
মহামারী প্রতি ১০০ শত বৎসরে একবার আসছে, আরও আসবে
তবে, চারদিকের আলামত বলছে পৃথিবী আরেকবার ধংস হবে
পৃথিবী পরিবর্তন চায় ।

১০ ই জুলাই, ২০২১ দুপুর ১:২১

জসীম অসীম বলেছেন: অনেক ধন্যবাদ। পৃথিবীতে একটি পরিবর্তন সহসাই আসবে। হোক প্রাকৃতিক অথবা রাজনৈতিক। মনে হয়। পৃথিবীর অর্থনীতি ভেঙ্গে পড়লে গ্রেট ওয়ারের মতো ওয়ারেরও সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা এই পৃথিবীকে নিজের বলে দাবি করলেও এই দাবি ‍পৃথিবী মোটেও মেনে নিতে চাচ্ছে না।

২| ১০ ই জুলাই, ২০২১ রাত ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চমৎকার !!
তা পত্রিকাটি বন্ধ কেন?

১০ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৯

জসীম অসীম বলেছেন: প্রথম সংখ্যায় কিছু উল্লেখযোগ্য ব্যক্তির লেখাও ছাপা হয়েছিল। যেমন শান্তনু কায়সার, তিতাশ চৌধুরী ও স্বপ্না রায় প্রমুখ। পরে আমাদের ভাই বোন সবাই বাস্তবতার নিরিখে আলাদা আলাদা বসবাস করতে শুরু করে। সেটাও কোনো সমস্যা নয়। ধরুন চাইলে অর্থেরও ব্যবস্থা হবে। কারণ এখন তো আমরা সবাই-ই যে যার অবস্থান থেকে অল্প-বিস্তর আয়ও করি। কিন্তু মূল কারণ হলো ভাই বোনদের নিজেদের মধ্যেই এখন আর সেই চিন্তার ঐক্য নেই। এই মতান্তরের কারণেই এখন আর ওই ‘সংশপ্তক’ সাহিত্যপত্রিকাটি বের হচ্ছে না। আপনার সুন্দর প্রশ্নটি না পেলে হয়তো আমার এই কথা না বলাই থেকে যেতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.