![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
18 ফেব্রুয়ারি 2012
শনিবার
কুমিল্লা।
====
আমার আজ কিছুই ভালো লাগে না
কোনোকিছুই না
ভালো লাগে না অনিচ্ছুক প্রণয়ীকে
বশীকরণ করতে
ভালো লাগে না আবারও নতুন করে
অঞ্জলি ঘোষের
নীল সবুজ প্রেমে পড়তে
প্রজাপতি ধরতে
ওমর খৈয়াম বা অ্যালেন গিন্সবার্গ পড়তে
ভালো লাগে না এক দুই গুণতে
বব ডিলান শুনতে
ছদ্মবেশ ধারণ করে
প্রাণে বেঁচে থাকতে
বারাণসী শহরকে বুকে বুকে রাখতে
ভালো লাগে না বেঁচে থাকতে
ভালো লাগে না মরে যেতে
ভালো লাগে না আত্মহত্যা করতে
ভালো লাগে না পৃথিবী গ্রহ
ভালো লাগে না মঙ্গল গ্রহ
ভালো লাগে না প্রসিদ্ধ প্রেম
ভালো লাগে না
নিষিদ্ধ প্রেম
ভালো লাগে না রহস্যগল্প
রহস্যপত্রিকা
ইংরেজি গীতাঞ্জলি
সং অফারিংস
চিত্রশিল্পের রেনেসাঁস যুগ
রাফায়েলের চিত্রশিল্প
বোমারু বিমান
রণতরী
এবং আরও ভালো লাগে না যুদ্ধ
ভালো লাগে না বুদ্ধ
ভালো লাগে না অহিংসা
লিও টলস্টয়...
মহাত্মা গান্ধী...
রবীন্দ্রনাথ...
ভালো লাগে না প্রিয় নারীর
কোমল হাত
ভালো লাগে না প্রেমিকাকে
ভালো লাগে না নিজেকেও
ভালো লাগে না ইরানকে
ভালো লাগে না রাশিয়াকে
ভালো লাগে না পরাশক্তি
ভালো লাগে না স্নায়ুযুদ্ধ
ভালো লাগে না স্বর্গে যেতে
এমনকি নরকেও
ভালো লাগে না
প্রিয়তমাকে চুমো খেতে
কিংবা তাঁর চুমো পেতে
চাঁদের বুকে হাঁটতে
টক ফল চাটতে
খইলশা মাছ ধরতে
কদমফুল মাখা বৃষ্টিতে
স্নান-গোসল করতে
তারপরও
শুকতারাকে কখনো কি
গোপনে গোপনে একটু একটু
ভালোও লাগে আমার?
২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:৫২
জসীম অসীম বলেছেন: সত্যি বলেছেন। এখন আমারও ভালো লাগছে না। বাঁচাও বিরক্তিকর। মরাও অসহ্য। লেখাও ভালো লাগে না। পাঠও না।
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৫০
ফেনা বলেছেন: আমারও ভাল লাগেনি। কেমন যেন এক কথা বার বার।