![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।
আপনি কী সরল মানুষ গো!
কী তরল আপনার বচন!
অথচ আপনার কর্ম এমনই গরল যে
কল্পনাও করা যায় না
আপনি ধার্মিক মানুষদের
চোখানো ভালো জানেন
যারা মানুষের মগজের
শীষ নিয়ে কাজ করে
আপনি তাঁদের মধ্যে শ্রেষ্ঠ একজন
আপনার কথার গহ্বরে
কারো মগজ ঢুকে গেলেই শেষ
তাঁর মগজ ঘুরে ঘুরে
জগম হয়ে যায়
তারপর তাঁর ইতিহাস
গণিত-দর্শন সবই বদলে যায়
তারপর তাঁর ধর্মও আর
ধর্ম থাকে না
নেশা হয়ে যায়
আর নেশা করলে মানুষকে
মাতাল হতেই হয়
মাতাল হলে পাতালে বসে
পতিতাবৃত্তি নিশ্চিত করতেই হয়
পতিতাবৃত্তি মেনে নিলে
সেক্সের জন্য ট্যাক্স নিতেই হয়
ট্যাক্সগ্রহণ শিখতে হলে
ব্যবসা বুঝতেই হয়
তখন ব্যবসাবৃত্তি আর বেশ্যাবৃত্তিকেও
এক করতেই হয়
যেমন করে সবার মগজ
আপনি আপনার কথার নেশার দ্বারা
একই সূত্রে গাঁথেন
অথচ আপনি কী সরল মানুষ গো!
কী তরল আপনার বচন!
অথচ আপনার কর্ম এমনই গরল যে
কল্পনাও করা যায় না।
আলোকচিত্র: জসীম অসীম।
২৮ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১৭
জসীম অসীম বলেছেন: এটাই তো আমরা চিরকাল বিশ্বাস করে এসেছি। কিন্তু মন্দ কাজ করেও কি ভালো ফল পায়? এমন কি কখনো ঘটে? সময় এখন আমার চিরন্তন বিশ্বাসগুলোও ভেঙ্গে দিচ্ছে।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১১:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো কর্ম করলে ভালো ফলাফল
মন্দ করলে মন্দই পাওয়া যায়