![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলে নিজের কথা বলতে গেলে প্রথমে মনে হয় কেও হয়তো একটা ভিডিও ক্যামেরা সামনে নিয়ে লাইভ শো করছে ।এবং আমি যা বলবো সেটা সবাই দেখছে ফলে আর দশ জনের মত আমিও অনেক কথা বলতে গিয়ে বাকরুদ্ধ হয়ে যাই । কি বলবো আর কি বলবোনা এই দুইয়ের দোলাচলে পড়ে সব গুলিয়ে ফেলি।তবে এটুকু বলতে পারি । জীবনের খাতা টি না মুড়ানো পর্যন্ত আসলে হিসাব কষা খুবই মুস্কিল কতটুকু বলার ছিল আর কতটুকু বলতে পেরেছি।।।।।।
আজকে আমার এক প্রিয় বন্ধুর কথা বলবো আপনাদের । এই মানুষটিকে আমি খুব পছন্দ করি , তার কথা ,তার কথা বলার ভংগী এমনকি সে যখন আমার উপর রাগ করে সেটাও আমার খুব ভাল লাগে । তার সাথে আমার পরিচয় যখন আমি কলেজে পড়ি। যদিও সে আমার কলেজে পড়তনা কিন্তু অন্য বন্ধুদের সূত্র ধরে তার সাথে আমার পরিচয় ।
যদিও প্রথমে তার সাথে আমার তেমন ঘনিষ্ট বন্ধুত্ব ছিলনা ,কিন্তু সময়ের স্রোতে একসময় সে কিভাবে যেন আমার সবচাইতে ভাল বন্ধুর স্হান দখল করে নিল। আমার সবটুকু অবসর এমনকি দরকারী সময় ও তার জন্য একেবারে উন্মুক্ত ছিল । আমার বাকী বন্ধুদেরও মাঝে মাঝে আমি সময় দিতে না পারলে ও ,আমার এই বন্ধুটিকে আমি সবসময় সময় দিয়েছি প্রয়োজনে / অপ্রয়োজনে । সে আমার এমন এক প্রিয়বন্ধু যাকে আমি আমার সমস্যা, আমার আনন্দ আমার সবকিছু অবলীলায় তার সাথে ভাগাভাগি করি এখনও । আর কিছুদিন পর আমার সেই প্রিয়বন্ধুটির জন্মদিন তাই তাকে খুব মনে পড়ছে। অবশ্য জন্মদিন বলে শুধু নয় আমার এই বন্ধুটিকে আমার সবসময় মনে পড়ে । এই বিদেশ বিভুঁয়ে এক বছরে তাকে আমি খুব মিস্ করেছি যেমন সে আমাকে করছে । এই মানুষটিকে আমি যেমন ভালোবাসি ঠিক তেমনি শ্রদ্ধাও করি। বিপদে আপদে তার অনেক মুল্যবান কথা আমাকে সঠিক সির্ধান্ত নিতে সাহায্য করেছে ,এরজন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ । জানিনা সে আমার এই পোস্ট টা কখনো পড়বে কিনা । আমার সেই প্রিয় বন্ধুটি ,সেই প্রিয় মানুষটিকে আমি ভীষনভাবে মিস করছি ।
বলুন তো আমার সেই বন্ধুটি আমার কে
পোস্ট টি প্রথম প্রকাশের পর
(সংযোজিত)
আমার সেই প্রিয় বন্ধুটি আমার স্ত্রী । যিনি আমার প্রতিটি কাজে পাশে থেকে আমায় সাহায্য করেন পরামর্শ দেন । আমার বিপদে যেমন চিন্তিত হন তেমনি আমার সুখে হাসেন । শুধু স্ত্রী হিসেবে নয় বরং একজন মানুষ হিসেবে আমি তাকে শ্রদ্ধা করি । একজন বন্ধু হিসেবে আমি তার কাছে অনেক কিছু শিখেছি তার মাধ্যমে নিজের অনেক মানবিক দোষত্রুটি সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছি। তার প্রতি আমার ভালোবাসা শ্রদ্ধামিশ্রিত ।
নিজের ভালোবাসার মানুষটিকে তাই বলতে চাই আমি তাকে খুব ভালোবাসি ।
আর কামনা করি এই কথাগুলো ভার্চুয়াল জগতের ইথারে ভেসে ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে ।
এই পোস্ট টি তাই আমি তার জন্মদিনে উপহার স্বরূপ উত্তসর্গ করলাম।
২| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৪৫
মাহবুবা আখতার বলেছেন: উমম... কম্পিউটার?? ৫।
৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫৫
বিবণ বলেছেন: নূরা পাগলা।
৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৪:৫৬
কালপুরুষ বলেছেন: একজন বন্ধু। (জেনডার ইস্যুতে বান্ধবী)
৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৫:৫৩
স্বপ্ন ব্যাকরণ বলেছেন: জানি না ভাই! আর অনুমান করে কিছু বলা ঠিক না।
আপনার বন্ধু কে জন্মদিনের শুভেচ্ছা দিবেন।
৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৫৩
রাশেদ বলেছেন: কে?
৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ ভোর ৬:৫৩
রাশেদ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল তার জন্য।
৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ৯:১৭
স্বপ্নশিকারী বলেছেন: রুপা কি তার নাম
৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১০:১৮
ব্লগারু বলেছেন: একজন পুরুষের কি একজন পুরুষ বেষ্টেফ্রন্ড খাকতে নেই????????? এত সংকীণ চিন্তাভাবনা কেন "কালপুরুষ" বাবু ??? !!!! একজন পুরুষের কষ্ট কিন্তু একজন পুরুষই ভাল বুঝতে পারে!
"সাময়িক" বাবু আপনার লেখা খুব সুন্দর। আপনার প্রিয় বন্ধু টি পুরুষ হক বা নাড়ী, সেটা আপনার বেপার। কিন্তু আপনার ও আপনার প্রিয় বন্ধু টির জন জন্মদিনের আগাম শুভেচ্ছা রইল।
১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ২:০৪
অজানা অচেনা বলেছেন: হমম। ব্লগে এসে মনে হচ্ছিল, কি বিষয়ে পোস্ট করা যায়। এখন দেখি কখন কে আমার প্রিয় বন্ধু ছিল, তা নিয়েও সুন্দর একটি ওয়েল রেটেড পোস্ট হয়ে যায়!!!!
কিন্তু ভাই হাচা কথা কইলে - আপনার কখন কে প্রিয় বন্ধু ছিল, তা আমরা মানে এখানের ব্লগাররা জানবে কেমনে?
১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ বিকাল ৫:৫৭
আশিক হাসান বলেছেন: ধন্যবাদ সবাইকে আমার প্রিয় মানুষটিকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর জন্য ।
আপনাদের আর কৌতুহলের মাঝে রাখলামনা ,তাই পোস্টের শেষে আমার প্রিয় বন্ধুটির পরিচয় দিলাম।
১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৪
তারিক হাসান খান নিপু বলেছেন: দূঃখিত !
আমিও কিন্তু কলিজার টুকরা থেকে এখন দূরে ।
১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:৫৬
অজানা একজন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা ।
আপনি ভাই যেমনে শুরু করসিলেন আমার তো মনে হইসিল বাল্যকালের কোন প্রিয় বন্ধুর কথা বলতাছেন ।
১৪| ০১ লা অক্টোবর, ২০০৭ রাত ১২:০৫
আশিক হাসান বলেছেন: হা হা হা ভাই অজানা একজন ,অনেকদিন পর একটু রহস্য করে পোস্ট দিলাম আর কি ।
তারিক হাসান খান নিপু,ইনশাল্লাহ তাড়াতাড়ি ফিরে আসুন আপনার প্রিয়ার কাছে । ধন্যবাদ আপনাদের ।
১৫| ০৩ রা অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪৬
স্বপ্নশিকারী বলেছেন: ভাই আমার আগের কমেন্ট টা দেখেন।আমি আগেই জানতাম।
১৬| ০৬ ই অক্টোবর, ২০০৭ রাত ১:৩১
আশিক হাসান বলেছেন: ইয়াসিন ভাইজান আপনে সব আগে আগে কেমনে বুঝেন।
আপনেকে আমার কেমন জানি চেনা চেনা লাগে । কোথায় জানি দেখেছি আপনাকে ।
১৭| ১৪ ই অক্টোবর, ২০০৭ ভোর ৫:৪৫
দূরন্ত বলেছেন: ৫
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:৫৬
ত/ত বলেছেন: আমি?