নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লকড

ব্লকড › বিস্তারিত পোস্টঃ

"না দেখলে মিস বলে দিলাম । জাতীয় কবি কাজী নজরুল ইসলাম"কে নিয়ে ভারতের নির্মিত একটি ডকুমেন্টারি

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫২

ফেসবুক খুলতেই চোখে পড়ল Sajjat Hossain ভাইয়ার শেয়ার করা আসাধারন ভিডিও টি তাই শেয়ার করলাম।



আমাদের জাতীয় কবি "কাজী নজরুল ইসলাম"কে নিয়ে ভারতের নির্মিত একটি ডকুমেন্টারি দেখলাম। বরাবরের মতই বলতে হয় - চমৎকার একটা ডকুমেন্টারি। বাংলাদেশে যদিও নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গবেষনা সহ অনেক ধরনের কাজ হয় কিন্তু সেইসব কাজকর্মের খবরা খবর সাহিত্য সংস্কৃতি বোঝেন বা এর সাথে সম্পৃক্ত আছেন এমন মানুষেরও খুব একটা দৃষ্টিগোচর হয় বলে মনে হয় না।



তাছাড়া বলতে দ্বিধা নেই যে, আমাদের জাতীয় কবিকে তাঁর জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন করা ছাড়া খুব একটা সম্মান, মর্যাদা আমরা দিতে পেরেছি কিনা ? সেটা বরাবরই একটা প্রশ্ন আকারে থেকে গেছে। কবির সৃষ্টি কর্মকে যথাযথ মূল্যায়ন করতে, নিত্য চর্বিত-চর্চিত সংস্কৃতিতে সম্পৃক্ত করতে আমাদের সংশ্লিষ্ট বোদ্ধা সমাজের কিছুটা কার্পন্য রয়েছে বৈকি।



রত্নের মর্যাদা সবাই বুঝবে না। বাজারী সমাজ বাজার নিয়েই ব্যস্ত থাকবে। মহান এই সাহিত্য ও সঙ্গীত স্রস্টা, দার্শনিক এবং সংগ্রামের মূর্ত প্রতীক "কাজী নজরুল ইসলাম" গুটি কয়েক মানুষের হৃদয়ে পরম যত্নে তাঁর সৃস্টিকর্মের স্মৃতিতে অম্লান থাকুক।



ডকুমেন্টারিটা এখান থেকে দেখতে পারেন -



মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২০

চারশবিশ বলেছেন: ভাল কাজ
পরে সময় করে দেখব

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৪

ব্লকড বলেছেন: দেখে ফেলুন। আমার অনেক ভাল লাগছে। :)

২| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৭

এবি মিনহাজ বলেছেন: ভাই যদি ডাউনলোড লিংকটা দিতেন.....

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৫

ব্লকড বলেছেন: উটিউব থেকে যেভাবে ডাউনলড করেন সেভাবে করেন। আর পিসি তে আইএমডীবি থাকলে ভিডিও টা প্লে করেন। লিঙ্ক আপনা আপনি চলে আসবে। :)

৩| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারণ!!!

মন্তব্য দিতে দেরী হলো কারণ দেখতে দেখতে ডুবেই গেছিলাম যেন!!!

আমাদের নজরুল ইন্স্টিটিউট কি করে???????

আজিব লাগে! সরকারের কথা বাদ- তোরাতো ঐ নামের উপরেই খেয়ে পড়ে বেঁচে আছিস-তার দায় কিছু শোধ কর!!!! না ! ঐ জন্ম-মৃত্যু দিবস আর ধান্দাপানি ছাড়া তিনারা জাগবেন কেন?

নজরুল যদি তাদের এইসব কাজ কাজকম্ম দেখতেন নির্গাত আবার প্রতিবাদে মূখে বুল ফুটে উঠত !!!!!

অনেক অনেক ধণ্যবাদ শেয়ার করার জন্য। যদিও সংক্ষেপে-অনেক কিছু আরো যোগ করা যেত- মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গানটির বাস্তবায়নের সত্যটা না বলায় কেমন শূন্যতা মনে হয়েছে।
সর্বোপরি- দারুন একটা কাজ। ধন্যবাদ নির্মাতাদের।

০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৫৭

ব্লকড বলেছেন:
আমাদের নজরুল ইন্স্টিটিউট কি করে???????

তথ্য চিত্র টা দেখার পরে আমার ও একই প্রশ্ন।

৪| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১০

নাহিদ২৯ বলেছেন: ভাই প্লিজ লিঙ্ক টা মন্তব্যতে দেন।

৫| ০৫ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৭

আলী খান বলেছেন: বিদ্রোহী ভৃগু ভাই আফসোস করতাছেন ক্যারে, ভুলি গেলে চইলবি নে এই আমাগের দেশে মুজিব এবং জিয়া এই দুই ত্যানা ছাড়া কারো কোন মূল্যায়ন হয় না। :P :P :P :P

৬| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৫৮

এম আর ইকবাল বলেছেন: আসলে অসাধারণ!!!
একটি ডকুমেন্টারিতে তার পুরো জীবন কাহিনী
যার অনেক কিছুই ছিল অজানা ।

৭| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১১:১৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মন থেকে ।।
অসাধারন লাগলো :)

৮| ০৬ ই মার্চ, ২০১৪ সকাল ১০:০৫

চারশবিশ বলেছেন: লিন্ক

৯| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:১০

পথহারা নাবিক বলেছেন: সুন্দর করছে!! একবারে দেখে ফেললাম!!

১০| ০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

নীল জোসনা বলেছেন: অসাধারন ডকুমেন্টারি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.