![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একা একা নদীর ধারে বসে আছি । সময়টা শেষ বিকেল। একটা বিষন্ন আমেজ যেন চারদিকে ঘিরে রয়েছে । দেখতে দেখতে হঠাৎ একটা চিন্তা উদয় হল । নিজ সম্পর্কে , নিজের ভবিষ্যৎ সম্পর্কে । আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে । বাবার কষ্টটা চেয়ে চেয়ে দেখি কিন্তু কিছু করার থাকে না । আসলে করার মত বয়স এখনো হয়নি । মনে অনেক কিছুই চাওয়ার থাকে । যেগুলো সাধ্যের মধ্যে থাকে তা পাওয়ার জন্য বাবার কাছে আবদার ধরি । চাওয়ার মাঝে গল্পের বই কেনাটাই থাকে । হয়তোবা আরেকটি টেনিস বল সাথে আরেকটি ট্যাপ। ক্রিকেট খেলার জন্য । মা নেই, চলে গেছেন না ফেরার দেশে। তাই কষ্টটার পরিমাণ শুধু ক্রমে ক্রমে বাড়তেই থাকে। এভাবেই চলে । মনে অনেক ইচ্ছা জাগে নিজের অন্য সব আকাঙ্খাগুলোকে বাস্তবায়িত করার জন্য । হয়তোবা সম্ভব হয় না । তবুও এতে কষ্ট পাই না । হ্যা হয়তোবা তাৎক্ষণিক একটা আবেগ এসে জেঁকে ধরে । তাতে বরং মনের মাঝেতে একটা নতুন উদ্যম পাই । আমাদের জীবনে উপরে ওঠার একটাই অবলম্বন-তা হল পড়ালেখা । হয়তোবা এজন্যই মধ্যবিত্তের ছেলেরা বখে যাওয়ার সুযোগ কম পায় । একটা অদম্য আকাঙ্খা সামনে চলার শক্তি যোগায় । তা হল বাবার কষ্টটাকে সার্থক করা । নিজেকে প্রতিষ্ঠিত করা । নিজের বা বাবা- মায়ের অপ্রাপ্তিগুলোকে পরিপূর্ণতা দান করা । এইতো আমার চাওয়া , আমার প্রত্যাশা । এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে । আল্লাহ ভালই রেখেছেন । এইতো ভালই আছি । এখন শুধু অপেক্ষা সামনে এগিয়ে নিজের স্বপ্নটাকে বাস্তবের ফ্রেমে আবদ্ধ করার।
৩০ শে মে, ২০১৬ রাত ১০:০৫
হ্যালো কষ্ট! (আশরাফুল) বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
সায়ান তানভি বলেছেন: ভালো লিখেছেন