নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাচ্চা গুড় আন্ধারে মিঠা

সময় হয়েছে আজ আড়মোড়া ভেঙে জেগে ওঠার; দৃপ্ত শপথ করে সম্মুখে পা ফেলে ছুটে চলার চিরন্তন সত্য ও সুন্দরের পথে......

ব্যতিক্রমী

ধূসর চোখে তাকিয়ে দেখি পৃথিবী।প্রচণ্ড ভিড়ের মাঝে মিশে গিয়ে বুঝতে চেষ্টা করি ব্যস্ততার গোপন রহস্য।হকারের চোখে অন্বেষণ করি জীবন সংগ্রামের শিল্পরূপ! facebook.com/Tirondaaz © ব্যতিক্রমী

ব্যতিক্রমী › বিস্তারিত পোস্টঃ

তৃপ্ত অথবা অতৃপ্ত (?) আড্ডা নিয়ে আমার অগোছালো কিছু কথা

০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১১:৫৯

কাল যেখানে আড্ডা হয়েছিল সেই জায়গাটিতে আমি গিয়েছিলাম ২০০৮ সালের ৯-ই অক্টোবর। সেদিন সেখান থেকে ফিরে আসার সাথে কাল যাবার সম্পর্কটাও ঠিক মিলে গেলো। স্নিগ্ধ সকাল আর মিষ্টি বিকেল যেমন শুধু সময়ের ব্যবধান, কাল ঠিক তেমনি ঘটল। ২০০৮ সালের ৯-ই অক্টোবর চে গুয়েভারা'র স্মরণে একটি আলোচনা হয়েছিল ওখানে। সেই সাথে কবিতা আবৃত্তি, গান। সেখানে গিয়েছিলাম আমার প্রিয় আবৃত্তিকার শিমুল মুস্তাফা ভাইকে দেখতে। ফোনে ওনার সাথে আমার কথা হয়। কিন্তু দেখা হয়নি আগে। আমি সেখানে গিয়ে দূর থেকেই ওনাকে দেখেছি, কাছে গিয়ে কথা বলিনি! ফিরে এসে ফোন করেছিলাম ওনি যে কবিতাটি আবৃত্তি (গীটারে বিলাপের সুর-নিকোলাস গীয়েন) করেছিলেন সেটা নিয়ে। আর ফিরে এসেছিলাম বৃষ্টিতে ভিজে!! কালও তার ব্যতিক্রম হয়নি। যাবার আগেই বৃষ্টি। একসময় বৃষ্টি পরা বন্ধ। সেখানে গেলাম। কিছুক্ষণ পর আবার শুরু হলো গুড়িগুড়ি বৃষ্টি!! সম্পর্ক এখানেই। বৃষ্টি।



এতো ব্লগারই এসেছিলেন যে বারবার নিক জিজ্ঞেস করতে হয়েছিল। একজন বলে যায় তো একটু পরেই আবার জিজ্ঞেস করতে হয়!!! এলাহী কাণ্ড!! বৃত্তবন্দী ভাইকে প্রথম দেখেছিলাম বইমেলাতে। ওনার চেহারাটাও পরে আমি আর মনে রাখতে পারিনি। কিন্তু ওনি ঠিকই মনে রেখেছেন। সোনালীডানা ভাইয়ের সাথে মেসেঞ্জারে ঠিকই কথা হয়, কিন্তু ওনি যে কাল এসেছিলেন আমি তার খবরই জানিনা!!!



ব্লগে অনেক ব্লগারই কতো মজার মজার পোস্ট দেয়। কিন্তু ওখানে তারা কিছু কৌতুক তো সবার সামনে বলতে পারতো। কিন্তু না, কেউই বলল না। হতে পারতো গান। যারা ভালো গান গাইতে পারে। কেউ করতো আবৃত্তি। তাহলে কি খুব বেশী মন্দ হতো??? তাহলে পাওয়া যেতো আরো গভীর আনন্দ। তার পরেও যে যার মতো করে আনন্দ খুঁজে নিয়েছে। আমরা নিজ থেকে কিভাবে বলি এতো বড়ো বড়ো ভাইদের সামনে? কেবল নিশ্চুপ দাঁড়িয়ে ছিলাম। আর দেখছিলাম সবাইকে। বৃত্তবন্দী ভাই যেভাবে সিগারেট খায় দেখে মনে হলো বেশী দিন বাঁচবে না। একের পর এক চলছেই। একবারও আমি ওনার হাত খালি দেখিনি!! ঠিক স্পীকার আব্দুল হামিদ এর মতো (বর্তমান)। ভালো লাগলো মন মানে না ভাইয়ের পরিচিতি।



শেষ কথা হলো, আবার আড্ডা হলে যাতে গান, আবৃত্তি, কৌতুক শুনতে পারি। প্রাণ ভরে হাসতে পারি। তা না হলে আড্ডার প্রকৃত সার্থকতা কোথায়???

মন্তব্য ৪২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৪

আই আনাম বলেছেন: সত্যিই বলেছেন। আমি বেশিক্ষণ থাকতে পারিনি কাল, ঘন্টাখানেক ছিলাম। আড্ডাটা কয়েকটা গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল। সবাই একসাথে সেভাবে জমে উঠটে পারেনি। তবে সকলের আন্তরিকতা খুব ভাল লেগেছে।

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৯

ব্যতিক্রমী বলেছেন: হা, আমারও সকলের আন্তরিকতা ভালো লেগেছে। কিন্তু পনসে লেগেছে আড্ডাটা। আর আপনার সাথে কি কথা হয়েছিলো?

২| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৫

বৃত্তবন্দী বলেছেন: হা হা হা...

বেঁচে থেকে কি হবে বেশিদিন? দুনিয়ায় যেসব অনচার অবিচার হয় তা কম দেখাই ভালো :)

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:১৮

ব্যতিক্রমী বলেছেন:

"দ্বার বন্ধ করে দিয়ে ভ্রমরাটাকে রুখি
সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি"

বাঁচতে হয় হয়তো বা জীবনের অজানা প্রয়োজনেই।

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৪

ব্যতিক্রমী বলেছেন:

আমরাই প্রডিউসার
আমরাই ডিরেক্টার।:(

৩| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:০৬

রাতমজুর বলেছেন: বৃষ্টির কারনে সেসব হয়নি।

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২০

ব্যতিক্রমী বলেছেন: কেমনে বিশ্বাস করমু??? কোন লক্ষণই তো চোখে পড়ল না। :(

৪| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:২৯

সুনীল সমুদ্র বলেছেন:

আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত।
আগামীর আড্ডাগুলোতে গান, কবিতা, কৌতুক ইত্যাদির সমাহার রাখতে হবে।

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৪

ব্যতিক্রমী বলেছেন: আপনি আর সাইকেল ভাই-ই একটু জমিয়ে রেখেছিলেন। তাই একটু আনন্দ লাগলো। আবার কৌতুক, গান, আবৃত্তির না হলে না ও আসতে পারি। মজাই যদি না পাই তাহলে কি হয়???

ধন্যবাদ দাদা।

৫| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৩

রাতমজুর বলেছেন:
আড্ডাগুলোতে গান, কবিতা রেগুলার হৈছে, সুনীলদারে জিগান (সুনীল সমুদ্র ব), উনিও আবৃতি করেছেন শাহবাগে যখন বসতাম। মাঝখানে বেশকিছু দিন আড্ডা হয়নি, আর কাল প্রকৃতি বিরূপ ছিলো।

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৩৭

ব্যতিক্রমী বলেছেন: হা, হয়েছে। হয়তো অনেক আগে। তখন মনে হয় আমরা ব্লগেই আসিনি। তাই আবার যেনো হয়। আর প্রকৃতি বিরূপ আরো নিরানন্দ লাগালো আড্ডায়। ধন্যবাদ।

৬| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৮

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: এখন থেকে রেগুলার আড্ডা হবে.. :)

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫১

ব্যতিক্রমী বলেছেন: তাইলে তো মজার কথা। :) মাসে একবার হলে মন্দ হয় না।

৭| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৯

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: তয় এইবারের আড্ডাও সফল অইছে..
Click This Link

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০১

ব্যতিক্রমী বলেছেন: হ্যাঁ, কোন ভাবেই ব্যর্থ বলা যায় না।

৮| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৭

গোয়েবলস বলেছেন: :-B:-B:-B
শুভ সকাল

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৩

ব্যতিক্রমী বলেছেন: শুভ সকাল ব্লগ শিশু। :):):)

৯| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০২

রাহিদুল সামান্না রকি বলেছেন: আমি আইতে পারি নাই। তাই মাইনাচ।

আইতে চাইছিলাম ও কয় যাবি তো তোরে খাইচি। সারা সপ্তাহ অফিস অফিস আর আইজ আড্ডা?

আমি ভাই ভয়ে আই নাই। সবার সমানে মাইর খাইতে চাই নাই।

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৬

ব্যতিক্রমী বলেছেন: আমিও প্রথমে যাইতে চাইছিলাম না। পরে ভাবলাম না গেলে বিরাট মিস। ও ডা কে???

১০| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৭

ঘাসফুল বলেছেন: চমৎকার লেখা :)

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৪

ব্যতিক্রমী বলেছেন: আপনার নাম ও তো বারবারই জিজ্ঞেস করেছিলাম তাই না??:) ধন্যবাদ।

১১| ০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:১১

জুল ভার্ন বলেছেন: আসলে বৃস্টিটাই আড্ডায় আমাদের ভিতর কিছুটা ছন্নছাড়া ভাব এনেদিয়েছিল! তারপরও বল্বো আড্ডাটা খুব সুন্দর হয়েছে-যেমন সুন্দর হয়েছে আড্ডা বিষয়ক আপনার লেখাটা!

০৩ রা অক্টোবর, ২০০৯ দুপুর ২:২১

ব্যতিক্রমী বলেছেন: দাদা, আপনি তো চলে গিয়েছিলেন। তবে কথা বলে ভালোই লাগছিল। যদিও আমি খুবই লাজুক স্বভাবের। পড়ার জন্য ধন্যবাদ।

১২| ০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:২৫

ত্রিশোনকু বলেছেন: যাইতে যাইতে যাইলাম না।

০৩ রা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৫০

ব্যতিক্রমী বলেছেন: মিস করলেন। :)

১৩| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:১৩

কালপুরুষ বলেছেন: সামনের আড্ডায় আপনার কথাগুলো ভেবে দেখা হবে।

০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৬

ব্যতিক্রমী বলেছেন: হুম। সেই অপেক্ষায় রইলাম।

১৪| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ৯:২১

সোনালীডানা বলেছেন: আমি গেছি সন্ধ্যার পরে।এটা আমার প্রথম আড্ডা তাই ভালো খারাপ ব্যাপারটা বেশি বুঝতে পারি নাই।তবে এত্ত ব্লগারের মাঝে আমি এমাথা ওমাথা ঘুরে দেখি ওরে বাবা কাউরে চিনিনা:| সন্ধ্যার পরে যাওয়ায় অন্ধকারে কারো ফেইস ও দেখতে পাইনি ভাল করে:(
মনে পড়ল গানটা- আমি কার আমি কার কে কাহার কে কাহার কে জানে :P

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:০৩

ব্যতিক্রমী বলেছেন: প্রথমে আমারও এই অবস্থা (সবারই)

আমি তার
সে আমার।;)

১৫| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:০৮

রায়হান(তন্ময়) বলেছেন: আমার কাছে খুব ভালো লাগছে। সবার আন্তরিকতার কোনই কমতি ছিলো না।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:০৫

ব্যতিক্রমী বলেছেন: হ্যাঁ, তাই লক্ষ্য করেছি। ধন্যবাদ।

১৬| ০৩ রা অক্টোবর, ২০০৯ রাত ১১:৫৬

বোহেমিয়ান কথকতা বলেছেন: জমজমাট আড্ডা চাই!

০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১২:২১

ব্যতিক্রমী বলেছেন: আমিও তাই!!!

১৭| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ২:৪৮

নির্ঝর নৈঃশব্দ্য-২ বলেছেন: ঝামেলার কারণে আসতে পারি নাই। পরের বার নিশ্চয় আসবো, আশু। ভালো থেকো

০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩২

ব্যতিক্রমী বলেছেন: নির্ঝর ভাই, আমি কিন্তু আপনাকে ফোন করেছিলাম!!! আমিও সেই অপেক্ষায় রইলাম। শুভকামনা।

১৮| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ৯:৫০

মুহিব বলেছেন: সবার পোস্টেই ভাল লাগার অনুভূতি।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৬

ব্যতিক্রমী বলেছেন: হা হা হা, আসলেই।

১৯| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৯

শ্রাবনসন্ধ্যা বলেছেন: এত এত ব্লগারের সমাবেশ হলে এরপর থেকে মাইক লাগবে, নাহলে কেউ কারো কথা শুনবে না।
বেশী ব্লগারের আড্ডা হলে সব সময়ই অনেকগুলো সাবগ্রুপে ভাগ হয়ে যায়, যে যার পছন্দের গ্রুপে গল্পে মশগুল হয়।
বৃষ্টি না হলে হয়তো গোল হয়ে বসা যেত, গোল হয়ে না বসলে মনে হয় আড্ডার আমেজটা আসে না।

০৪ ঠা অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৭

ব্যতিক্রমী বলেছেন: সম্পূর্ণ একমত আপা আপনার সাথে।

অভিবাদন রইল।:)

২০| ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:০৪

দুরন্ত স্বপ্নচারী বলেছেন:
যারা আড্ডায় গেছে, তাদের সবাইকে মাইনাস

২১| ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৭:২৭

ক্যামেরাম্যান বলেছেন: আসলে ঠিক গান, কবিতা না, আড্ডায় একটা পরিচিতি মূলক পর্ব্ থাকে যেখানে ব্লগাররা একে একে তার পরিচয়, ব্লগিং নিয়ে অভিজ্ঞতা, সামুতে কি ভাবে আসলেন ইত্যাদি নিয়ে দু'চার কথা বলেন। এতে সবার সাথে সবার বাস্তবের পরিচয়টা হয়ে যায়। আর আড্ডার উদ্দেশ্যটাই কিন্তু তাই। বোনাস হিসেবে মাঝে-মধ্যে সুনীল'দার আবৃতি আর রাগ ইমন অথবা আইরিনের গান শোনা হয়।

আর এবারের আড্ডায় এতো বেশী ব্লগার এসেছিলেন আর তার সাথে পাল্লা দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো যে সবাইকে এক করে পরিচয় পর্বটা সুচারু ভাবে করা যায়নি। তারপরও সুনীল'দা অনেকটাই করেছিলেন। আর এ কারণেই ব্লগাররা ছোট ছোট দলে ভাগ হয়ে আড্ডা দিচ্ছিলেন।

০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:০৮

ব্যতিক্রমী বলেছেন: ধন্যবাদ দাদা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.