![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নচিকেতার একটা গান মনে পড়ল, ".......রাজনীতিজ্ঞ হতে যোগ্যতা লাগে না"।
নচিকেতা কলকাতার মানুষ। কলকাতা তথা ভারতের রাজনীতি কেমন সে বিষয়ে আমার ধারণা এই লেখার বিসয় বস্তুর সাথে সঙ্গত নয়। সঙ্গত বিসয়টি হলো আমাদের দেশের রাজনীতি।
যা হোক যা বলছিলাম, গানটা শুনলে মনে হয় যেন আমাদের দেশের পরিপ্রেক্ষিতেই গানটার জন্ম। কি অদ্ভুদ ব্যপার না?
সেদিন এক বন্ধুর সাথে কথা হচ্ছিল। বিষয় রাজনীতি। আমার প্রবলেম হলো প্রায় সব কিছুতেই রাজনীতি চলে আসে। যা হোক, কথায় কথায় অনেকটা সময় পার। আমরা বিদায় নিয়েছি।
হটাৎ আমার বন্ধূটি আমাকে ডাক দিল। দোস্ত শোন্, এই পোস্টার টা দেখ।
আমি দেখলাম, পোস্টার টার নিচের দিকে নির্দেশ করে আমাকে বললো, চিনস এরে? হিটলারী গোফ টাইপের গোফওয়ালা এক লোক এর দিকে নির্দেশ করে আমাকে বলল, চিনিস?
আমি বললাম, আমি কিভাবে চিনব গাধা। আমি কি রাজনীতি করি?
ও বলল, আমরা একই ক্লাস এ পড়তাম বুঝলি? এই হালায় বসতো একেবারে পেছনের সিটে। চোরের মতো লুকাইয়া বিড়ি টানতো। গলির চিপায় দাড়াইয়া ছ্যাছড়ামি করতো। হালায় এহন নেতা হইছে। ডুপ্লেক্স বাড়ীর মালিক ।
কি বলবো? কথাতো মিথ্যা নয়। এরাই তো নেতা হয়।
বাসের কন্ডাক্টার, কোন গলির মোড়ে দাড়িয়ে মেয়েদের উত্তক্তকারী কোন ছ্যাছড়া ছেলে, টোকাই, চোর চোট্রা টাইপের পোলাপান, পকেটমার, গাজাখোর এমন সব প্রফেশনের বহু লোকদেরই তো নিজের চোখে দেখেছি ভূইফোড় নেতা হয়ে রাজনীতির মাঠে দাপিয়ে বেড়াতে।
এরাই আমাদের দেশের ভবিষৎ রাজনীতির কান্ডারী। বিশ্বাস না হয় আপনার ঠিক চারিদিকে একটু তাকিয়ে দেখূন না!!
এরাই রাজনীতির মাঠ কাপায়, মিটিং মিছিলে, এরাই সর্বাগ্রে। হরতালে, পিকেটিংয়ে, গাড়ি জ্বালানো, ভাংচুর সর্বত্র আপনি এদের পাবেন গ্যারান্টি। এবং অবশ্যই এরা ছাত্র রাজনীতিক নামধারী। অথচ 'ক' লিখতে যারা ১০ বার কলম ভাঙ্গে।
ওদের মতো এমন অশিক্ষিত আর গন্ডমূর্খ অবশ্য ক্ষমতাসিন ও বিরোধী দলের বহু নেতা আছেন। এবং অদ্ভুদ ব্যাপার হলো, এ টাইপের নেতার চ্যালা চামুন্ডারা ও সাধারনত ঐ ধরনের ছেলেপুলেরাই হয়ে থাকে।
অদ্ভুদ ব্যাপার বলা বোধহয় ঠিক হলো না। কারন, যে যেমন, সে তেমনটাই বেছে নেয়।
শেষ কথা হলো, এই মোটামুটি আমাদের বর্তমান রাজনৈতিক একটা চিত্র।
শিক্ষাই জাতির মেরুদন্ড। শিক্ষিত বোঝে শিক্ষার মর্যাদা। সুতারাং শিক্ষিত মানুষের শাষন কোন দেশকে এগিয়ে নিয়ে যাবে তা আর গবেষনার কি এমন বিষয়?
কিন্তু আমরা চলেছি কাদের হাত ধরে? কারা আমাদের নেতৃত্বে? এবং কারা আমাদের ভবিষৎ নেতা?
এ জাতির ভবিষৎ তাহলে কি? আর সবার থেকে কেবলই পিছিয়ে থাকা?
মন্তব্য তো নিস্প্রোয়োজন। নাকি?
©somewhere in net ltd.