![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৭২ সালে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড গঠিত হয়। ১৯৭৪/৭৫
মৌসুমে জাতীয় পর্যায়ের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়। ধীরে ধীরে সাফল্যের প্রাথমিক স্বীকৃতি হিসাবে ১৯৭৭ সালে প্রথম বারের মত বিশ্ব ক্রিকেট সংস্থা -র সহযোগী সদস্যপদ লাভ করে বাংলাদেশ।
এরপর ২, ৩, ৪ দিনের খেলার স্তর পেরিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে, ১৯৯৭ সালে বাংলাদেশ আই সি সি চ্যাম্পিয়নশিপ এ বিজয়ী হয়।
এর মধ্য দিয়ে ক্রিকেট এর বৃহত্তম আসর আই সি সি বিশ্বকাপ ক্রিকেট ১৯৯৯ এ খেলার সুযোগ পায় বাংলাদেশ। প্রথমবারের অংশগ্রহণেই শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে আমরা পাই ঐতিহাসিক জয়।
এই হলো আমাদের সবার জানা বাংলাদেশ ক্রিকেট এর সুরুর ইতিহাস।
ইতিহাস বলা আমার এই লেখার মূল বিসয়বস্তু নয়। সেদিন কথা বলছিলাম কোনো এক ক্রীড়া সাংবাদিক (নাম বলা যাবে না দুক্ষিত) এর সাথে। স্বাভাবিক ভাবেই কথার বিসয় বস্তু আমাদের ক্রিকেট।
কথা সেই পুরনো, কিন্তু যুক্তি সঙ্গত এবং আমি পুরোপুরি একমত তার সাথে।
[img|http://cms.somewhereinblog.net/ciu/image/189448/small/?token_id=b37e3e7982240558cee466bd326ecade
তার ভাস্স্য মতে, আমাদের ক্রিকেট খেলোয়ারেরা যে পরিমান সুবিধা আর সুযোগ পায় তা পুরোপুরি বাদ দিয়ে একটা রেসট্রিকসন দিয়ে দেয়া উচিত।
কি রকম? জিগ্যেস করলে তিনি বললেন, নিয়োগ কমিটি পুরো ঢেলে সাজাতে হবে। স্বজনপ্রীতি সম্পুর্ণরুপে বিলুপ্ত করতে হবে। কেবল যারা খেলার যোগ্য তাদের স্থান করে দিতে হবে।
খেলোয়ারদের লক্ষ লক্ষ টাকা বেতন না দিয়ে মাসে ২৫,০০০ টাকা করা উচিত, বাসস্থান আর অন্যান্য আরো সুযোগ সুবিধা বন্ধ করে দিতে হবে।
আর সেই সাথে কোনো প্রকার বিজ্ঞাপনে অংশগ্রহন করতে পারবে না।
আইপিএল বা এই জাতীয় কোনো কিংবা অন্য কোনো দেশের/কোনো দলের হয়ে খেলায় অংশ নেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তাতে করে ওরা বুঝবে টাকা কমাতে কষ্ট কত। খেলা তখন এমনিতেই বের হয়ে আসবে। কারণ, সাকিব তো একবার বলে ছিলোই যে সে নাকি অন্য খেলার চাইতে আইপিএল এর খেলা নিয়ে বেসি চিন্তা করে।
এ কেবল সেই সাংবাদিকের কথা ই নয়, সম্ভবত সচেতন সবারই কথা।
কারো ভালো না লাগলে নাই। কিন্তু সময় এসেছে ভেবে দেখার। নয়তো আমাদের ক্রিকেট একসময় আমাদের ফুটবল এর মত করুণ অবস্তায় যে পতিত হবে তাতে কোনো সন্দেহ নাই।
২| ১৭ ই মে, ২০১৪ রাত ৮:১১
ashumon79 বলেছেন: টাকা কথা বলে বলেই তো এরা আইপিএলের কথা চিন্তা করে। দেশের কথা না।
©somewhere in net ltd.
১|
১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:২৯
ঢাকাবাসী বলেছেন: অবাস্তব মনে হয়। যেটুকু সুবিধা আছে তা কমানো হলে এরা খেলবেই না! হাডুডু, কাবাডি, কুস্তি সব দেখছেন না? টাকা কথা বলে!