![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার এক বাড়িতে এক কাজের মহিলা কাঁচের প্লেট ভেঙ্গে ফেলল।।
প্লেট ভেঙ্গে ফেলার যেই মহিলা বাড়ির মালিক উনি বললেন, "ঐ খানকী , প্লেট ভাঙলি কেন??"
এটা শুনে পাশে দাঁড়ানো বাচ্চা তার মাকে জিজ্ঞেস করলো, "আম্মু, খানকী কি??"
মহিলা ভাবল, ছোট ছেলে,গালি শিখে যাবে, তাই বললেন,"খানকী মানে দুর্বল!!"
এরপরের দিন সেই কাজের মহিলা আবারো একটি প্লেট ভেঙ্গে ফেলল!! এবার বাড়ির মালিক মহিলা আরো ক্ষেপে গিয়ে বললেন, "ঐ মাগী, প্লেট কি তোর বাপের??"
একথা শুনে পাশে দাঁড়ানো বাচ্চা জিজ্ঞেস করলো, "মামনি, মাগী মানে কি??" তো মহিলা আবারো পড়লেন বিপদে। বললেন, "মাগী মানে অসুস্থ!!"
এর কয়েকদিন পর বাচ্চাটার বড় আপু অসুস্থ হয়ে পড়লে বাচ্চাটা তার মাকে গিয়ে বলল, "মামনি দেখো দেখো, আপু আগেই কত খানকী ছিল, এখন একটা পুরা খানকী মাগী হয়ে গেছে!!"
২| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
দেশে ভালোবাসা নাই বলেছেন:
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
পলাশ০১৯১১ বলেছেন:
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৬
৮ই ফাল্গুন বলেছেন:
এর মতই আরও অনেক জোক আছে, জানেন মনে হয়.. .
গিটারের তার নিয়ে।
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
শূন্য পথিক বলেছেন: পুরান!
©somewhere in net ltd.
১|
০৩ রা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
রিওমারে বলেছেন: চরম হইছে।।