![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাভার ট্র্যাজেডির পর থেকেই প্রায় প্রতিটা মেডিকেল রিলেটেড পেজ এবং আমার অনেক বন্ধু,সহকর্মীকে দেখছি আমরা ডাক্তাররা কে কি করতেছি, কিভাবে আহতদের সেবা করতেছি কোন প্রাপ্তির আশা না করেই এবং অতীতে আমাদের কে কি বলে গালি/সম্বোধন(যা আসলে আমরা নই) করছিল- এসব কথা লিখে পেজের পর পেজ ভরায়ে ফেলতেছে । আজ যেন নিজেকে এবং নিজের জাতি চেনানোর এবং অভিমান ও রাগ-ক্ষোভ ঝাড়ার নুতন উপলক্ষ পেয়ে গেছি আমরা। কিন্ত আসলেই কি তাই?? জাতি এবং মানবতার এই ক্রান্তিকালে এভাবে নিজেদের জাহির করা কি একটুও দৃষ্টিকটু লাগছেনা?? 'প্রচারেই প্রসার' এটা কর্পোরেটদের মোটো, আমরা অবচেতনভাবে কি আজ তাদেরকেই অনুসরণ করছিনা?
'বৃক্ষ তোমার নাম কি?- ফলে পরিচয় '- আমরা তো জানি-ই আমরা কি,কেমন।আর এরকম ছোটাছুটি করে জীবন বাচানোও তো আমাদের কাছে নতুন কিছুনা ।সুতরাং কে কি বলে আমাদের হেয় করতে চায়/চেয়েছিলো,এটা বিচার-বিশ্লেষন করার সময় এটা না।তাই, কথার তুবড়ি না ছুটিয়ে(যে ব্যাপারে পরেও কথা বলা যাবে) নিজ নিজ অবস্থানে থেকে সামর্থ অনুযায়ী আর্ত-মানবতার সেবা করাই এই মুহুর্তে আমাদের করনীয় বলে আমি মনে করি ।(এটা একান্তই আমার নিজস্ব মতামত)
©somewhere in net ltd.