![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডাক্তারদের বিরুদ্ধে প্রচলিত অভিযোগসমূহ:
১. ডাক্তাররা হাসপাতালে ডিউটি ফাঁকি দিয়ে ক্লিনিক বা নার্সিংহোমে রোগি দেখে।
২. ডাক্তার আর কসাইয়ের মধ্যে কোন পার্থক্য নাই।
৩. ডাক্তারের কাছে গেলেই একগাদা টেস্ট। তাও আবার তার পছন্দের ডায়াগনোস্টিক সেন্টার থেকে।
৪. টাকা খেয়ে ভুয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানির গাদা গাদা ওষুধ অপ্রয়োজনে দেয়।
৫. ডাক্তারা গ্রামে যেতে চায় না।
৬. ডাক্তাদের অহংকারে পা মাটিতে পড়ে না।
৭. পাশ করার আগেই এরা চেম্বার খুলে বসে।
৯. ডাক্তাদের কাছে রোগির জীবনের চেয়ে টাকাই বড়।
১০. মরা রোগিও আইসিইউতে রেখে বিল বাড়ায়।
১১. অপারেশনের দরকার না হলেও অপারেশন করায়।
১২. অপারেশনের নাম করে কিডনী রেখে দেয়।
১৩. সুস্থ না করতে পেরেও অন্য ডাক্তারের কাছে রেফার করে না।
১৪. ডাক্তাররা গলাকাটা ফিস নেয়।
১৫. ডাক্তাররা ব্লা ব্লা ব্লা...
রোগিদের বিরুদ্ধে ডাক্তারদের অভিযোগ:
১. ডাক্তারের চেয়ে রোগি বেশি বোঝে।
২. সবাই প্রোফেসরদের কাছে দেখাতে উদগ্রীব।
৩. ইন্টার্ণদের হিসাবেই ধরে না।
৪. ডাক্তারদের সাথে ভাল ব্যবহার করা সাধারণের ডিকশনারী নাই।
৫. হাইপ্রোফাইল রোগির এটেনডেন্টরা ডাক্তারদের সাথে বাজে ব্যবহার না করে পারে না।
৬. ডাক্তার না মারলে রোগির এটেনডেন্টদের ভাত হজম হয় না।
৭. রোগিরা সবসময়ই সন্ধেহের চোখে দেখে।
৮. ডাক্তারদের মানুষ ভাবে না।
৯. রোগিদের সুস্থ করে দিলে ধন্যবাদ পর্যন্ত দেয় না আর পান থেকে চুন খসলেই হাসপাতাল মাথায় তোলে।
১০. সব রোগিরই সিনিয়র ডাক্তার, সাংবাদিক, এলাকার এমপি, মন্ত্রী অমুক তমুক হাম্বিতাম্বিদের সাথে সু সম্পর্ক। ডাক্তারা হয় ছাগলে তিননম্বর ছাও।
১১. রোগির চাওয়ার সীমা- ডাক্তাররা যেন বাসায় গিয়ে ওষুধ খায়িয়ে দিয়ে আসে।
১২. রোগিরা নিজের ইচ্ছা মত ওষুধ খাবে, আর বদনাম করবে ডাক্তারদের।
১৩. রোগ চরম পর্যায়ে না পৌঁছা পর্যন্ত ডাক্তার দেখায় না।
১৪. রোগিরা ডাক্তারদের ব্যক্তিগত জীবন বলে কিছু রাখে না।
১৫. রোগিরা ব্লা ব্লা ব্লা..
আপনাদের মতামত কি??
(সংকলিত)
২| ১৮ ই মে, ২০১৩ রাত ৮:১৩
অমৃত সুধা বলেছেন: দেশে মৌলবাদি শক্তির উত্থানের আশঙ্কা
http://dhakajournal.com/?p=7668
৩| ১৮ ই মে, ২০১৩ রাত ৯:৩৪
ফরিদ আলম বলেছেন: নচিকেতার একটা গান আছে ডাক্তারদের নিয়ে। উনি ডাক্তারদের কসাই বলেছেন
৪| ১৯ শে মে, ২০১৩ রাত ২:২৪
রুদ্রাক্ষী বলেছেন: হায়রে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই.........। আপনাকে আর কি বলব..ভুক্তভোগীই তো.........।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৩ রাত ৮:০৫
মদন বলেছেন: