নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্যাডো ডেভিল

পেশায় চিকিৎসক, মতান্তরে কসাই মনের ইচ্ছায় লিখি, যা মনে আসে তাই । ইচ্ছা- কেউ যেনো না ফেরে মোর দ্বার হতে উপকার চেয়ে, মরিতে চাই আমি শত মানুষের ভালোবাসা পেয়ে ।

শ্যাডো ডেভিল › বিস্তারিত পোস্টঃ

আপনি কি করতেন ? (সামুতে এক বছর পূর্ণকরা উপলক্ষে বিশেষ পোষ্ট)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২

মনে করি ক এবং খ খুব ভাল বন্ধু(ছেলে-মেয়ে নির্বিচারে)। ৬-৭ বছরের বন্ধুত্ব তাদের।কর্মক্ষেত্রেও তারা একই প্রতিষ্ঠানে পরস্পরের সহযোগী। খ বন্ধুটি বিবাহিত। এরই ভেতর একদিন সেই প্রতিষ্ঠানে গ এর আগমন ঘটে। প্রথমদিন থেকেই ক ,গ এর উপর সেইরাম ক্রাশ খায়। অন্ধ প্রেম যাকে বলে। স্বাভাবিকভাবেই ক, খ এর সাহায্য প্রার্থনা করে এব্যাপারে। খ, ক কে ধীরে চলো নীতি অনুসরন করতে বলে। এভাবে ৭/৮ মাস কেটে যায়। একাকীত্বের কোন এক রাতে ক, গ কে প্রোপজ করে বসে এবং গ যথারীতি তা প্রত্যাখান করে। ক ভাঙ্গা হৃদয় নিয়ে পরদিন কর্মস্থলে যায় এবং বিনা উস্কানিতে গ দ্বারা অফিসের সবার সামনে তীব্র ভাবে অপমানিত হয়( ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়াদি নিয়ে,যা ছিল পুরাটাই ফলস অ্যাকুইজিশন)।

পরপর দুইবার আঘাত খেয়ে ক, গ এর উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে একই রকম শিক্ষা দেয়ার প্ল্যান করে এবং ব্যাপারটা নিয়ে খ এর সাথে আলোচনা করে। খ এব্যাপারে ক কে নিরুৎসাহিত করার অনেক চেষ্টা করে কিন্ত ক তার পরিকল্পনায় অনড় থাকে।



এমতাবস্থায় আপনি যদি খ এর স্থানে থাকতেন, তাহলে কি করতেন ???

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৪

ইমরাজ কবির মুন বলেছেন:
বর্ষপূর্তির শুভেচ্ছা !
আপনি ক না খ ??

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ :)

ক বা খ- যেকোনো একজন হলে আমার করনীয় কি???

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা!!!!!!!!!!!

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২০

শ্যাডো ডেভিল বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৪

মাহবু১৫৪ বলেছেন: এই পেচগি অবস্থার জন্য "ক" দায়ী । বুঝতে পারছি না কি করা যায় /:)

বর্ষপূর্তির শুভেচ্ছা!

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২১

শ্যাডো ডেভিল বলেছেন: আফনে আমারেও পেচগিতে ফালায়ে দিলেন


ধন্যবাদ ব্লগার :)

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৫

আমিনুর রহমান বলেছেন:



বর্ষপূর্তির শুভেচ্ছা !

খ এর আর কিছু করার নাই চুপচাপ দেখা ছাড়া ।

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৩

শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার :)

খ তো গ কে ক এর ষড়যন্ত্র সম্পর্কে বলেও দিতে পারে, তাই না???

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০

তারছেড়া লিমন বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা ................................................

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪

শ্যাডো ডেভিল বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগার :)

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কি অবস্থা তোর!!! এক বছর পার কইরা ফালাইছস!!!! কস কি!! শুভেচ্ছা ও স্বাগতম! :P B-) :D

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৫

শ্যাডো ডেভিল বলেছেন: হ ভাই.....দেখতে দেখতে এক বছর পার হইয়া গেলো :) ধন্যবাদ আপনাকে :)

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৬

মাক্স বলেছেন: বর্ষপূর্তির শুভেচ্ছা!

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৬

শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.