নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্যাডো ডেভিল

পেশায় চিকিৎসক, মতান্তরে কসাই মনের ইচ্ছায় লিখি, যা মনে আসে তাই । ইচ্ছা- কেউ যেনো না ফেরে মোর দ্বার হতে উপকার চেয়ে, মরিতে চাই আমি শত মানুষের ভালোবাসা পেয়ে ।

শ্যাডো ডেভিল › বিস্তারিত পোস্টঃ

আহনাফের জন্য ভালোবাসা

১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪

আজ আমার জীবনের ৩০তম বসন্তে পদার্পন দিবস। ২৯ বছরের এই ক্ষুদ্র সময়ে আমি অনেক মানুষকে পেয়েছি যাদের ঐকান্তিক সাহায্য,সহযোগীতা, সহমর্মিতা, ধাক্কা আমাকে এই পর্যায়ে পৌছাতে সাহায্য করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আজ আমি যেখানে ঈদ এবং জন্মদিনের আনন্দ পালন করতেছি, ঠিক একই সময়ে আমার-ই এক অনুজ আহনাফ পিজি হাসপাতালের ১৭ তলার ১৭১৭ নং কেবিনে (ব্লক ডি) শুয়ে তার পরবর্তী জন্মদিন পালন করতে কিনা সেই অনিশ্চয়তায় ভুগতেছে। অনিশ্চয়তায় ভুগতেছে পুরো পরিবার। মায়ের মনে সন্তান হারানোর ভয় হাহাকারের মতো বাজতেছে।

পুরো নাম নূর-এ-শাফি আহনাফ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে একাদশ শ্রেণীতে পড়ে। এমনিতে সুস্থই ছেলে, ক্লাস আর সাংস্কৃতিক কাজকর্ম নিয়ে থাকে। অত্যন্ত ব্রিলিয়ান্ট ছেলে। জেএসসি, এসএসসি – দুই পরীক্ষাতেই সব বিষয়ে এ-প্লাস পেয়েছে। অসাধারণ বিতর্ক করে। রেসিডেন্সিয়ালের বিখ্যাত ডিবেটিং ক্লাব RDS –এর সাথে জড়িত সে। বিভিন্ন আন্তঃকলেজ প্রতিযোগিতায় নিজের কলেজের নাম উজ্জ্বল করেছে বেশ কয়েকবার। হঠাৎ করেই তার ক্যান্সার ধরা পড়েছে। ব্লাড ক্যান্সার, বা ডাক্তারি ভাষায় যেটাকে বলে অ্যাকিউট লিউকেমিয়া – সেটা হয়েছে আহনাফের।



এর চিকিৎসা হচ্ছে বোনম্যারো ট্রান্সপ্লান্ট। আমাদের শরীরের হাড়ের ভেতরে মজ্জা থেকে রক্ত তৈরি হয়। যেহেতু মজ্জাতে সমস্যা, তাই আহনাফের শরীরের হাড়ের ভেতরের নতুন মজ্জা বসাতে হবে।বাংলাদেশে এই বোনম্যারো ট্রান্সপ্লান্ট হয় না। কাছাকাছির মধ্যে এটা ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে হয়, আর হয় সিঙ্গাপুরে।তবে আশার কথা ক্যান্সারটা প্রাথমিক স্টেজে আছে এখনও। ডাক্তাররা বলেছেন, খুব দ্রুত দেশের বাইরে নিয়ে চিকিৎসা করালে ধীরে ধীরে সেরে যাবে আহনাফ।

মাঝখানে শুধু মোটা দাগ হয়ে বিশাল এক টাকার অংক প্রতারণার হাসি হাসছে। আশি লক্ষ। আটের পর ছয়টা শূন্য। আহনাফকে ভালো করে তুলতে হলে আশি লক্ষ টাকা যোগাড় করতে হবে।



আমার কথা বলি। একজন নব্য চিকিৎসক হিসাবে আমার ক্যান্সারে আক্রান্ত কিছু রোগী দেখার দুর্ভাগ্য হয়েছে।ক্যান্সারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, ফ্যামিলিতে মাত্র একজনেরও যদি এই রোগ হয়, তাহলে তীব্র একটা ধাক্কায় সেই ফ্যামিলির অর্থনৈতিক মেরুদণ্ড ধ্বংস হয়ে যায়। একটা পরিবারের সারা জীবনের সঞ্চয়, একটা ঝড় এসে তুমুল ঝাঁকি দিয়ে একেবারে খালি করে দিয়ে চলে যায়। রোগীর আত্মীয়-পরিবারকে অনেক সময় মিথ্যা সান্তনা দিতে হ্য়,চেষ্টা করতে বলা হয় রোগীকে আরও কিছুদিন বাচিয়ে রাখার। কিন্ত অন্তরের অন্ত:স্থল থেকে জানি সব-ই অযথা করা হচ্ছে। হতাশ মনে কাছের সহকর্মীকে অনেক সময় এটা বলে ফেলি। তারা অবাক হয়ে ভাবে কি নিষ্ঠুর এই মানুষটি।

কিন্তু আহনাফের ব্যাপারটি একেবারেই ভিন্ন। ওর অসুখটা একদম প্রাইমারী অবস্থায় ধরা পড়েছে। তাই ওকে বাচানোর ব্যাপারে আমি খুব-ই আশাবাদী। একজন মায়ের কাছে তার সন্তানকে ফেরত দিতে লাগবে আশি লক্ষ টাকা। টাকার অংকটা হটাৎ দেখলে মনে হয় অনেক বেশী। একটু সহজ করে দেই ব্যাপারটা- আমাদের সবার ভেতর থেকে লাগবে মাত্র ৮০০০ মানুষ যারা প্রত্যেকে ১০০০ টাকা করে দিবে।যাদের কাছে এটাও বেশি মনে হয় বা যাদের সামর্থ নাই তাদের কাছে আমি কমপক্ষে ১০০টাকা আশা করছি। এই বিশাল ঢাকা শহরে কি এমন ৮০০০ মানুষ আমরা খুজে পাবো না?? আমরা কি পারবোনা পিজি হাসপাতালের ১৭১৭ নং কেবিনে ঘোরাঘুরি করা মৃত্যুদূতকে আরো ৫০-৬০ বছর অপেক্ষা করিয়ে রাখতে??? আমি জানি আমরা পারবো। বাংগালী এর আগেও মৃত্যুদূতকে অপেক্ষা করিয়ে রাখার ইতিহাস গড়েছে। এখন সময় এসেছে ইতিহাসের পুনরাবৃত্তির।



এই লেখার মাধ্যমে আমরা দৃষ্টি আকর্ষণ করছিঃ

১) অর্থনৈতিকভাবে স্বচ্ছল বাংলাদেশি ও প্রবাসী বিভিন্ন ব্যক্তিদের

২) বিভিন্ন ব্যান্ড ও চলচ্চিত্রের সাথে জড়িত শিল্পীদের

৩) টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের

৪) ফেসবুকের জনপ্রিয় লেখকদের

৫) বিভিন্নভাবে প্রচারে সক্রিয় যে কোনো মানুষের



'ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা,বিন্দু বিন্দু জল,গড়ে তুলে মহাদেশ মহাসাগর অতল'- হ্যা, আমাদের সামান্য প্রচেষ্টা-ই পারে একজন সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে,পারে সন্তানের লাশ পিতার কাধে না ওঠার ব্যাবস্থা করতে।



আহনাফের বাবা ( মোঃ আবুল কাশেম ) : 01916216748

আহনাফের মা ( মিসেস নূরজাহান ) : 01917637310





ব্যাংক অ্যাকাউন্টঃ



১ - Golam Mahbub,

Dutch Bangla Bank,

Digpait, Jamalpur.

Account no. : 200.103.200





২ - Nurzahan,

Islami Bank Bangladesh limited,

Jamalpur Branch.

Mudaraba saving account no : 11598 (online)





বিকাশ (b-Kash)



01917637310 (আহনাফ এর মা)

01715015075 (আহনাফ এর মা)

01724921889 (আহনাফ এর মামা)

01682608664 (তানজিল )

01676942188 (রুদ্র )

01921670683(পাভেল )

01671102028 (আদনান )

01681685780 (জালাল)



আমার এই লেখার মাধ্যমে যদি কিছু মাত্র সাহায্য পৌছে দিতে পারি,তবে আমি আমার জন্মদিনের শ্রেষ্ঠ উপহার পেয়ে যাবো এবং শেষ বয়সে ভালো কিছু করার অনুভুতি সঙ্গী করে ওপারে যাত্রা করতে পারবো।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৩

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক! প্লীজ পোস্টটা স্টিকি করুন! শ্যাডো ডেভিল, দুঃখের মাঝে হলেও আজ আপনার জন্মদিন। শুভ জন্মদিন! আমি ১০০০/= টাকা বিকাশ করে পাঠাচ্ছি। আল্লাহ্‌ তা'লা আহনাফকে সুস্থ্য করে দিন।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৪

শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার । আমাদের সবার চেষ্টাই আহনাফকে বাচিয়ে তুলতে পারে- ওর এখনো যাবার সময় হয়নি :(

২| ১৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:৩৪

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: শ্যাডো ডেভিল ভ্যাই, আমার মা আরও ১০০০০/= (দশ হাজার টাকা দিচ্ছেন)।

১৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২৭

শ্যাডো ডেভিল বলেছেন: আপনার আম্মাকে আল্লাহ পাক হায়াৎ দরাজ করুক । ওনার মতো মানুষ আজ আমাদের এবং আহনাফদের বড়ো বেশী প্রয়োজন ।

৩| ২০ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: আহনাফের জন্য আশার আলো।

ঢামেকে বোন ম্যারোট্রান্সপ্লান্টেশন ইউনিট উদ্বোধন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.