নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্যাডো ডেভিল

পেশায় চিকিৎসক, মতান্তরে কসাই মনের ইচ্ছায় লিখি, যা মনে আসে তাই । ইচ্ছা- কেউ যেনো না ফেরে মোর দ্বার হতে উপকার চেয়ে, মরিতে চাই আমি শত মানুষের ভালোবাসা পেয়ে ।

শ্যাডো ডেভিল › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক শিশির মোড়ল প্রহারকারী চিকিৎসক প্রসঙ্গে.....

২৭ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৬

সবাই যখন #supportgaza এবং #freepalastine নিয়ে ব্যস্ত, আমি তখন একটু ভিন্ন প্রসঙ্গে আলাপ করতে যাচ্ছি।

আমরা মোটামুটি সবাই জানি কিছুদিন আগে ডাঃ সফিউল আজম নামক একজন চিকিৎসকের চিকিৎসা সনদ বাতিল হয়েছে অর্থাৎ তিনি ইনশাল্লাহ্ আর কখনও মানুষের চিকিৎসা(মতান্তরে কসাইগিরি) করতে পারবেন না। তার কি অপরাধ ?? নাহ্ তিনি ভুল চিকিৎসা দিয়ে অমর কোনো বাঙ্গালীকে(আবাল) মরনশীল করেননি। তার অপরাধ হচ্ছে শিশির মোড়ল নামের এক শুয়োরের বাচ্চা,খানকির পোলা,মাদারচোদ, বেশ্যার ছেলে,চুতমারানী সাংবাদিককে তিনি প্রহার করেন।।

কেন করেন? কারন এই বানচোতটা ডাঃ সফিউল আজমের কাছে উৎকোচ দাবী করেছিলো।

কেন উৎকোচ দাবী করেছিলো?? কারন ডাঃ সফিউল আজম সরকারী চাকরীর পাশাপাশি একই সময়ে সরকারী চাকরী বাদ দিয়ে/সরকারী হাসপাতালে রোগী দেখার সময়ে একটা বেসরকারী হাসপাতালে চাকরী করেন(যেটা অবশ্যই একটা অপরাধ), এই খবরটা চেপে যাওয়ার জন্য। কয়েকটা scratch mark ছাড়া যার আর কোনো ইনজুরিই হয়নি। কিন্ত আমাদের (চিকিৎসকদের) আরেক আবাল প্রতিষ্ঠান BMDC এই জারজ হলুদ সাংবাদিকদের চাপে ওনার চিকিৎসা সনদ-ই বাতিল করে দেয়(সবাই বলেন-সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ)।

সরকারী চাকরি চলাকালীন সময়ে অন্যত্র চাকরী করা অবশ্যই অপরাধ। এতে করে জনগনের সাথে অবশ্যই বেইমানী করা হচ্ছে কারন মাসের শেষে ওনাদের করের টাকা দিয়েই যেকোনো সরকারী চাকরীজীবির বেতন পরিশোধ করা হয়।এখন কথা হচ্ছে, যে মানুষটার MBBS, MCPS (medicine), D-card, MD( cardiology) ডিগ্রী আছে, যে মানুষটা তার জীবনের সোনালী সময়টা পার করেছেন পড়ালেখা করে উপরিউক্ত ডিগ্রী নিয়ে মানুষের কষ্ট আরেকটু নিখুতভাবে লাঘব করার জন্য আর বিনাবেতনে চিকিৎসাসেবা দিয়ে, সেই মানুষটা অন্তত এই শাস্তি deserve করেনা। আমিও চাই তার শাস্তি হোক(Certain period of time এর জন্য তার সনদ বাতিল করা যেত/সরকারী চারী থেকে তাকে বরখাস্ত করা যেত/অর্থদন্ড দেয়া যেত), কিন্ত তার পেটে লাথি মেরে না, তার আজীবনের পরিশ্রম,নির্ঘুম ক্লান্ত রজনী কলমের এক খোচাতেই শেষ হয়ে যেতে পারেনা। এটা অমানবিক।

কিছুদিন আগে সাকিব, আশরাফুলের(যে স্বঘোষিত ঘুষখোর) শাস্তির ব্যাপারে ফেসবুক বেশ গরম ছিলো। এদেশের জনগনের দাবী অপরাধ করলেও তাদের শাস্তি দেয়াটা উচিত হয় নাই বিসিবির।তাদের নাকি এদেশে জন্ম নেয়াটাই ভুল হইছে। অথচ একজন চিকিৎসক যিনি মানুষের জীবন বাচান/বাচানোর আপ্রান চেষ্টা করেন তার শাস্তি সবাই সমর্থন করছে। অদ্ভুত দৈত নীতি এদেশের মানুষের.....হাহাহাহা। পাপনের কল্লা চাই বলে যারা স্লোগান দিছে, তাদের মতো আমিও বলতে চাই BMDC এর কল্লা চাই। আর BMA এর পাবলিকরা যখন ভোট চাইতে আসে তখন কোমরের বেল্ট খুলে পেটাইতে মন চায়।চিকিৎসকদের অধিকারের/নিরাপত্তার জন্য যদি কিছু করতেই না পারিস হারামজাদারা, ভোট চাইতে আসোস কেন?

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:১৪

লিখেছেন বলেছেন: reported

২৮ শে জুলাই, ২০১৪ রাত ১২:২৬

শ্যাডো ডেভিল বলেছেন: অসংখ্য ধন্যবাদ :) রিপোর্ট করার জন্য..দেখা যাক কি করে অ্যাডমিনরা ।

২| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১:০৯

দালাল বলছি বলেছেন: ‌দুইটাই হারামী জাত আছে। তবে জীবন রক্ষাকারী হিসাবে ডাক্তারের ব্যাপারে একটু সহানুভূতির সাথে দেখা উচিত। আমি একটা চ্যানেলের চট্টগ্রাম এর বুরো চিফের কথা জানি যার বেতন ৫/৬ বছর আগে ছিল ৫ হাজার টাকা। আমি জিজ্ঞেস করেছিলাম এই বেতনে আপনি চাকুরী করছেন কেন? বললো বেতন আরো কম দিলেও করব। চাদাবাজির আরেক নাম ডান্ডাবাজী। চ্যানেলের মাইক্রোফোন ডান্ডার মতো নিয়া ঘুরে বেড়ানোর মাধ্যমে চাদাবাজি।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৬

শ্যাডো ডেভিল বলেছেন: মরা চাল সব পেশাতেই থাকে মাগার সাংবাদিকরা মনে হয় সবাই-ই মরা চাল।

৩| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৬

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: দেখছি সবই , মন্তব্য করতেও আসলে ভাল লাগে না। যা হওয়ার তাই হচ্ছে। জনগণ কখনোই জানতে পারবে না, কারা আসলে ভাল, আর কারা ভালরা ছদ্মবেশে থাকা শয়তান। তাদের কখনোই জানতে দেয়া হবে। তাদের জানানোর চেষ্টা হয়ত কেউ করবে, যখন দেখবে তাদের জানার আগ্রহ আছে। তার আগে পন্ত চলতেই থাকবে অসভ্যদের বিজয় শীৎকার।

১০ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০৮

শ্যাডো ডেভিল বলেছেন: ভালো বলেছেন ....

৪| ২৮ শে জুলাই, ২০১৪ রাত ১:৪৮

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: দেখছি সবই , মন্তব্য করতেও আসলে ভাল লাগে না। যা হওয়ার তাই হচ্ছে। জনগণ কখনোই জানতে পারবে না, কারা আসলে ভাল, আর কারা ভালরা ছদ্মবেশে থাকা শয়তান। তাদের কখনোই জানতে দেয়া হবে না। তাদের জানানোর চেষ্টা হয়ত কেউ করবে, যখন দেখবে তাদের জানার আগ্রহ আছে। তার আগে পন্ত চলতেই থাকবে অসভ্যদের বিজয় শীৎকার।

"গাজা" নিয়ে মিদিয়ার ভূমিকা সারা বিশ্বের মানুষের চোখ খুলে দিচ্ছে। আশাকরি বাংলাদেশিরাও একদিন দেখতে শিখবে। তাদের যা দেখানো হয় তা না, বরং যা সত্য তা তারা দেখতে শিখবে। তার আগ পর্যন্ত চলবেই শয়তান চাঁদাবাজদের অট্টহাসি।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

শ্যাডো ডেভিল বলেছেন: বাংলাদেশীরা আসলেই কি শিখবে?? আই ডাউট অ্যাবাউট ড্যাট, কারন একটি দেশের অস্তিত্বকে অস্বীকারকারী দলকে যারা স্বাধীনতার পর ক্ষমতায় বসাতে পারে ,তাদের চোখ আদৌ কোনদিন খুলবে কিনা সন্দেহ। অসভ্যদের বিজয় শীৎকার শুনতেই বরং এরা বেশী আগ্রহী।

৫| ২৮ শে জুলাই, ২০১৪ ভোর ৫:৫৩

ট্রোল বলেছেন: বিনাবেতনে চিকিৎসাসেবা দিয়ে,
এটা একটু বুঝিয়ে বলবেন কি?
চাদাবাজি ঘটনা পোষ্ট পড়ে ই জানলাম। ডাক্তার এর সাথে এমন কিছু মোটেই উচিত হয়নি

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৪৭

শ্যাডো ডেভিল বলেছেন: আমাদের দেশের চিকিৎসা শিক্ষা ব্যাবস্থায় একটি চরম অমানবিক দিক প্রচলিত আছে অনারারী ট্রেনিং নামে পরিচিত। এমবিবিএস পাশের পর উচ্চ শিক্ষার্থে আগ্রহী ডাক্তারগন FCPS/MS/MD পার্ট-১ পরীক্ষা উত্তীর্ণের পর এই ট্রেনিং শুরু হয় যেকোন সরকারী/বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে বিনাবেতনে চিকিৎসাসেবা দিতে হয় ট্রেনিং এর নামে। আপনার যদি এই ট্রেনিং না থাকে,যার মেয়াদ কাগজে-কলমে ৪ বছর, তবে আপনি পার্ট-২ পরীক্ষায় বসতে পারবেন না। আর পার্ট-২ পরীক্ষায় পাশ করতে না পারলে(এক চান্সে খুব কম ভাগ্যবান-ই এই বৈতরনী পার হতে পারেন,কেউ সারা জীবনেও পারেন না) তাহলে ট্রেনিং এর নামে এই অমানবিক ব্যাবস্থা চলতেই থাকবে।

৬| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২২

বিজন শররমা বলেছেন: নিজের মনের মাধুরী আর গালাগালি দিয়ে তৈরী করা পোষ্ট ।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

শ্যাডো ডেভিল বলেছেন: গালাগালি আমার মনের মাধুরী মেশানো মাগার ঘটনা সত্য। অবশ্য অনলাইন ঘাটলে পাবেন না কারন অনলাইনেও তো সংবাদ সাংবাদিকেরাই দেয়। ফেসবুকে অথবা নিজ অনুসন্ধানে জানতে পারবেন যদি আপনার সেই সদিচ্ছা থাকে।

৭| ২৮ শে জুলাই, ২০১৪ সকাল ৯:৫৭

লিখেছেন বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুযোগ দেবার জন্য, কিন্তু কই কিছুই ত হল না । ;) ;)

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৬

শ্যাডো ডেভিল বলেছেন: কিছুই হইলো না :( অ্যাডমিনের কল্লা চাই বইলা স্লোগান দেন- কাজ হইতে পারে। কথায় আছে- বাঙ্গালী শক্তের ভক্ত, নরমের যম। ;)

৮| ২৮ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৭

পাজল্‌ড ডক বলেছেন: ডাক্তার সাহেব অনিয়ম করেছেন বলেই সাংবাদিক ঘুষ চাওয়ার সুযোগ পেয়েছে। দুই জনই অপরাধ করলো।শাস্তি পেলো একজন।ডাক্তার সাহেবের গায়ে হাত তোলা বাড়াবাড়ি হয়েছে এবং সেক্ষেত্রে সাংবাদিকের প্রতি সিমপ্যাথি গিয়েছে এবং আমাদের 'বিবেক' সাংবাদিক সমাজ সেটা ফলাও করে প্রচার করেছে।

১০ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫৯

শ্যাডো ডেভিল বলেছেন: আমি অপরাধীর শাস্তির পক্ষে মাগার একচোখা এবং অমানবিক শাস্তির বিপক্ষে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.