![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাতের ঢাকা-১
রাতের ঢাকা-২
রাতের ঢাকা-৩
কোথাও আমার হারিয়ে যাওয়ার নেইতো মানা.....
অপেক্ষা.....
শূণ্যতা........
একাকীত্ব.........
জীবিকার সন্ধানে......
বেলা শেষে-১
বেলা শেষে-২
বিষন্নতার প্রহর.....
"রাতের সব তারাই আছে, দিনের আলোর গভীরে....
গ্রাম বাংলা.....
Photo Story :
On the 1st day of Bengali new year i was roaming around Bashundhora(Purbachol) & trying to click some photo while I met with this girl & her mother.The girl was very shy & was hiding behind her mother. Her mother requested me to click a picture of her(damage control), as her day labourer father failed to keep his promise to take her to Boishakhi Mela. To make her smile, I clicked some pictures & showed her....U cant imagine, behind her shy smile there was a sea of happiness (seeing her pictures) which touched me very much.....
শেষকথা : "আমাদের সমাজটা কেন জানি ব্যর্থদের প্রতি প্রচণ্ড নির্মম। জীবনের কোন একটা লড়াইয়ে আপনি হেরেছেন কি মরেছেন, হায়েনার দল ওঁত পেঁতে বসে আছে আপনার দগদগে ঘা তে মরিচগুঁড়ো সহকারে লবণ দেবার জন্যে। কেউ একটিবারের জন্যে আপনার ক্ষতবিক্ষত বুকে হাত বুলিয়ে বলবেনা, ‘ধুর বোকা, ভেঙে পড়ার কি আছে, এ লড়াই তো শেষ লড়াই না !"
(উপরের ছবিগুলির সাথে 'শেষকথা'র কোন সম্পর্ক নেই। কারনে বা অকারনে মন আজ বড্ড বেশি এলোমেলো। বিষন্নতার প্রহরে সৃজনশীলতার মাধ্যমে মন শান্ত করার প্রয়াশ.......)
১৪ ই মে, ২০১৭ রাত ১১:১৯
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার.....আপনার এই অসামান্য কথাগুলোই স্রোতের বিপরীতে সাঁতার কেটে এগিয়ে যাবার অনুপ্রেরনা যোগাবে। বিষন্নতা জেঁকে বসলে হয়তো আবার এই পোষ্টে এসে আপনার কথাগুলো পড়ে ভাববো, কেউতো অন্ত:ত মন খারাপের দিনে, পাথর জীবনে একরাশ ভালো লাগার অনুভূতি উপহার দিয়েছিলেন। আবারো ধন্যবাদ....ভালো থাকবেন, অনেক অনেক ভালো।
শুভেচ্ছা
২| ১৪ ই মে, ২০১৭ রাত ১০:২৬
রুদ্র পাঠক বলেছেন: সুন্দর. কোন ক্যামেরা ব্যবহার করেন?
১৪ ই মে, ২০১৭ রাত ১১:২১
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার...... নাইকন ডি৫১০০ ।
৩| ১৪ ই মে, ২০১৭ রাত ১০:৪৪
সুখী পৃথিবীর পথে বলেছেন: চমৎকার।
১৪ ই মে, ২০১৭ রাত ১১:২২
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার
৪| ১৪ ই মে, ২০১৭ রাত ১০:৫৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর সব ছবি, বেশ ভালো লাগলো। +
১৪ ই মে, ২০১৭ রাত ১১:২৩
শ্যাডো ডেভিল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ব্লগার
৫| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:২০
সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর হয়েছে।
১৪ ই মে, ২০১৭ রাত ১১:২৪
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার... আশা করি ভবিষ্যতে আরো ভালো করতে পারবো
৬| ১৪ ই মে, ২০১৭ রাত ১১:৫০
শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর ছবি ব্লগ !
১৫ ই মে, ২০১৭ রাত ১০:৩৫
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার
৭| ১৫ ই মে, ২০১৭ রাত ৩:১৬
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর ছবিগুলো। মুগ্ধনয়ন ছবি দেখে দেখে।
শেষকথা অনেক গুরুত্বপূর্ণ, অনেক প্রেরণার।
শুভকামনা রইল আপনার জন্য।
১৫ ই মে, ২০১৭ রাত ১০:৩৮
শ্যাডো ডেভিল বলেছেন: কাউকে কিছু সময়ের জন্য মুগ্ধ করতে পারাটাও এক ধরনের অর্জন, এক ধরনের অনুপ্রেরনার উৎস।
ব্লগ ভিজিট করার জন্য ধন্যবাদ ।
৮| ১৫ ই মে, ২০১৭ ভোর ৪:২৪
উম্মে সায়মা বলেছেন: ওয়াও!!! অসাধারণ সব ছবি!
১৫ ই মে, ২০১৭ রাত ১০:৪০
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার
৯| ১৫ ই মে, ২০১৭ সকাল ১১:২০
সিনবাদ জাহাজি বলেছেন: সুন্দর ছবি ব্লগ।
ভালো লাগা রেখে গেলাম
১৫ ই মে, ২০১৭ রাত ১০:৪১
শ্যাডো ডেভিল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
১০| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৩:১৪
কানিজ ফাতেমা বলেছেন: আপনার ছবিগুলো চমৎকার । আপনি কি কখনো ফটোগ্রাফি কমপিটিশন করেছেন ? না করে থাকলে ট্রাই করে দেখতে পারেন ।
আর ব্যর্থ মানুষগুলো যে কত শক্তিশালী এ খবর তথাকথিক সমালোচনা মুখর মূর্খরা জানে না জানবেও না । প্রচন্ড ব্যর্থতার মধ্যে টিকে থাকাটাই সবথেকে বড় সফলতা ।
১৫ ই মে, ২০১৭ রাত ১০:৫২
শ্যাডো ডেভিল বলেছেন: ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা/প্রদর্শনীর জন্য ছবি পাঠিয়েছি.....কিন্ত কোন প্রচেষ্টাই কখনো সফলতার মুখ দেখে নাই এখন পর্যন্ত। "ফেইলর ইজ দ্যা পিলার অফ সাকসেস" এই মতবাদে বিশ্বাস রেখে পিলার গেড়েই যাচ্ছি আর "উৎকর্ষ সাধনে অদম্য" এই মতবাদে বিশ্বাস রেখে আরো ভালো করার যৎসামন্য চেষ্টা(যেহেতু ফটোগ্রাফী আমার শখের একটা কাজ) করে যাচ্ছি।
আপনার অনুপ্রেরনাদায়ী মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ব্লগার। ভালো থাকবেন
১১| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:২১
মোস্তফা সোহেল বলেছেন: সব ছবিই অসাধারন। কোন ক্যামেরায় তোলা একটু বলবেন?
১৫ ই মে, ২০১৭ রাত ১০:৫৪
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ আপনাকে
ছবিগুলো সবই নাইকন ডি৫১০০ দিয়ে তোলা।
১২| ১৫ ই মে, ২০১৭ বিকাল ৫:৫৭
ডি মুন বলেছেন: চমৎকার সব ছবি।
১৫ ই মে, ২০১৭ রাত ১১:০৩
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৩| ১৫ ই মে, ২০১৭ রাত ৮:৫৩
করুণাধারা বলেছেন: ছবিগুলো খুব সুন্দর। ভাল লাগল।
সবার জীবনেই ব্যর্থতার কাল আসে - মনের জোরে সেই।সময়টা কাটাতে হয়। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে।
ভাল থাকুন, শুভকামনা রইল।
১৫ ই মে, ২০১৭ রাত ১০:৫৯
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ আপনাকে
একলাই চলতেছি কিন্ত মাঝে মাঝে বিরূদ্ধ স্রোতে চলতে চলতে ক্লান্ত এবং বিষন্ন হয়ে অনুপ্রেরনাদায়ী মানুষের অভাব বোধ হয়। কারনটা "শেষকথা"তে-ই বলেছি।
আপনিও ভাল এবং সুস্থ থাকবেন। শুভেচ্ছা রইলো
১৪| ১৫ ই মে, ২০১৭ রাত ৯:১৩
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অদ্ভুত সুন্দর সব ছবি
১৫ ই মে, ২০১৭ রাত ১১:০১
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ আপনাকে
শুভেচ্ছা রইলো।
১৫| ১৫ ই মে, ২০১৭ রাত ৯:২৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর সব ছবি।
১৫ ই মে, ২০১৭ রাত ১১:০২
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার
১৬| ১৫ ই মে, ২০১৭ রাত ৯:৫৯
সোহানী বলেছেন: ওয়াও...............................
১৫ ই মে, ২০১৭ রাত ১১:০৪
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৭| ১৬ ই মে, ২০১৭ সকাল ১০:৫৩
মহিউদ্দিন হায়দার বলেছেন: ছবি যে কথা বলে। ধন্যবাদ চমৎকার ছবির জন্য।
১৬ ই মে, ২০১৭ বিকাল ৪:০৬
শ্যাডো ডেভিল বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ
১৮| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর হয়েছে।
ভালো থাকুন নিরন্তর।
১৬ ই মে, ২০১৭ বিকাল ৪:০৭
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ
১৯| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:০৬
মানবী বলেছেন: খুব সুন্দর আপনার অবলোকনের দৃষ্টি!
ভালো লেগেছে ছবি আর ক্যাপশন।
ধন্যবাদ শ্যাডো ডেভিল।
১৬ ই মে, ২০১৭ বিকাল ৪:০৯
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ মানবী শুভেচ্ছা রইলো।
২০| ১৭ ই মে, ২০১৭ রাত ৮:৫০
মরুভূমির জলদস্যু বলেছেন: সাধারণ সব ছবি।
১৭ ই মে, ২০১৭ রাত ১১:৫১
শ্যাডো ডেভিল বলেছেন: হ্যা...... খুব-ই সাধারন সব ছবি
হাহাহাহা........
২১| ১৭ ই মে, ২০১৭ রাত ৯:০৪
নীল-দর্পণ বলেছেন: চমৎকার সব ছবি। শেষ ছবি খুবই সুন্দর
১৭ ই মে, ২০১৭ রাত ১১:৫২
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার
২২| ১৮ ই মে, ২০১৭ সকাল ১১:৫২
আপেক্ষিক মানুষ বলেছেন: অসম্ভব সুন্দর আপনার ফটোগুলো। খুবি ভালো লেগেছে
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:০৯
শ্যাডো ডেভিল বলেছেন: ধন্যবাদ ব্লগার
২৩| ১৮ ই মে, ২০১৭ রাত ১১:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ছবি ব্লগ ।+
০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:১০
শ্যাডো ডেভিল বলেছেন: অনেক ধন্যবাদ ব্লগার
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৭ রাত ১০:২৫
আহমেদ জী এস বলেছেন: শ্যাডো ডেভিল ,
অদ্ভুত সুন্দর সব ছবি । এমন আবেশ ছড়ানো ছবি যিনি লেন্সের পর্দায় অবলীলায় আলোকবন্দি করতে পারেন তার তো মনখারাপের কোনও কারনই থাকার কথা নয় । আপনার "একাকীত্ব........." ছবিটার দিকে তাকিয়ে চোখ রাখুন সাঁঝের আলো ঝলমল জলের বুকে ভেসে চলা জীবনের দিকে , মনটা ভালো হয়ে যাবে । যাবেই ।
আর ছোট্ট মেয়েটির ছবি ও তার বর্ণনায় যা বললেন তা হৃদয়গ্রাহী । মেয়েটির হাসিমুখটির দিকে চেয়ে আমিও তার মনবেদনার কথাটি বেমালুম ভুলে গেলুম ।
শেষকথা বলি --- এমন হাযারো শিশুর মুখের হাসি যেন মুছে না যায় কোনও দিন ......................