![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বুয়েটিয়ান , ভোজনরসিক , মুভিখোর , ভ্রমণপিপাসু , আস্তিক ব্লগার । http://www.facebook.com/asif.movie.pagla বরাবর নিচে অনুসরণ করুন লেখাটার উপর ক্লিক করলে একটা ম্যাজিক দেখাবো ;)
শুরুতেই একটু স্মৃতিশক্তির একটা পরীক্ষা হয়ে যাক । জিঙ্গেলটা কার কার মনে আছে? পুরোটা মনে না থাকলে একটু একটু করে মিলিয়ে দেখে নিন কতটুকু মনে আছে ।
পড়েছি কপালে টিপ
চোখে কাজল ।
যাহ(ব্যাকগ্রাউন্ডে)
আংটি অনামিকায়
কাঁচের নাকফুল ।
রেশমি চুড়ি,বেলোয়ারি
পড়েছি কোন শাড়ি
বলনা পাকিজা পাকিজা
পাকিজা গার্ডেন প্রিন্ট শাড়ি ।
পাকিজা !!!
দিতির করা পাকিজা প্রিন্ট শাড়িট অ্যাডগুলো বেশ পুরনো । ৯০ এর একদম শুরুর দিকের হয়তো । আমার নিজেরই মেমরী সেলগুলো তখন তখন নবজাতক তাই সবটুকু ধারণ করতে পারে নাই । পাকিজা শাড়ির কথা কেউ বললে ভেসে উঠত কোন এক মহিলার অস্পষ্ট আবছায়া মূর্তি শাড়ি পড়ে নানা ভঙ্গিমায় পোজ দিচ্ছে । এমনকি জিঙ্গেলটাও মনে ছিল না । কয়দিন আগে হঠাৎ বাকের ভাইয়ের সেই বিখ্যাত কোথাও কেউ নেই নাটককার ফাঁকে এক মিনিটের পাকিজার অ্যাড পেয়ে গেলাম । ব্যস !! আর কি চাই । ভিডিও কাটার দিয়ে অংশটুকু কেটে নগদে ইউটিউবে আপলোড এবং ভাবলাম ব্লগেও দিয়ে যাই । এসব জিনিসের কদর করার লোকের অভাব নাই এখানে । অন্তত ব্লগবিষয়ক পুরনো স্মৃতিগুলো তাই বলে ।
অনেকদিন লিখি না। অবশ্য আগেও খুব একটা লিখতাম মনে পরে না । ব্লগে আজাইরা আড্ডাবাজিই তো করতাম । যাইহোক । এতদিন পর আসছি তাই পাকিজা প্রিন্ট শাড়ির সাথে বিজরী বরকতউল্লাহর নন্দিনী প্রিন্ট শাড়ির অ্যাডটা বোনাস
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৯
আসিফ মুভি পাগলা বলেছেন: চোখ কান খোলা থাকে । কোথাও পেলেই দিয়ে যাব ।
২| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৬
রাইসুল জুহালা বলেছেন: ওয়াও! ইঞ্জিনিয়ার সাহেবকে এখানে বা ফেসবুকে অনেকদিন ধরে নিয়মিত দেখি না। হঠাৎ আজ একেবারে বিস্ফোরন নিয়ে হাজির।
এসব ক্লাসিক অ্যাড পান কোথায়? প্রায়ই দেখি অ্যাড জোগাড় করে নিয়ে আসেন! গুড জব। ভেরি গুড।
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২০
আসিফ মুভি পাগলা বলেছেন: ফেসবুকে মাঝে মাঝেই নিয়মিত হই । ব্লগেই আর হওয়া হয় না । এবারের অ্যাডটা নেট থেকে নামানো "কোথাও কেউ নেই" এর মধ্যে ভুলে চলে আসছে । আমি জাল দিয়ে মাছ মেরে দিসি
৩| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৮
আরহাসান বলেছেন: জিঙ্গেলটা কার কার মনে আছে?
মনে হয় সুমনা হক
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২০
আসিফ মুভি পাগলা বলেছেন: ভাল তথ্য । জানা ছিল না ।
৪| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৯
ফটো পাগল বলেছেন: Amar mone ase
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২২
আসিফ মুভি পাগলা বলেছেন: থাক্তেই হপে । আপনে আর আমি দুইজনেই পাগলা
৫| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২১
মাহবু১৫৪ বলেছেন: সুমনা হকের । যতটুকু মনে পরে।
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২২
আসিফ মুভি পাগলা বলেছেন:
৬| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৩
ফয়সাল তূর্য বলেছেন:
৭| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৬
১১স্টার বলেছেন: পুরানো স্মৃতি আর পুরানো প্রেমিকা সমান।
৮| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৭
ফটো পাগল বলেছেন: PURONO oi "DIPLOMA" guro dhdh er ad er kotha mone Ase ? .....
Alo Alo - beshi Alo --- battery er ad .
Hash marka narkel tel ?
Cocola nudles ?
Bingo choklet ?
Ufff, onek sundor silo.
৯| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৭
সাহোশি৬ বলেছেন: ভালো
১০| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৮
ফটো পাগল বলেছেন: PURONO oi "DIPLOMA" guro dhdh er ad er kotha mone Ase ? .....
Alo Alo - beshi Alo --- battery er ad .
Hash marka narkel tel ?
Cocola nudles ?
Bingo choklet ?
Ufff, onek sundor silo.
১১| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪২
অণুজীব বলেছেন: আপনি মাঝে মাঝে কই হারিয়ে যান ভাই?
১২| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৭
নাফিজ মুনতাসির বলেছেন: ওয়াও...একদম ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন....এই এডগুলোর জন্য পাগল ছিলাম.....ধন্যবাদ পুরনো কথা মনে করিয়ে দেবার জন্য।
১৩| ২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হারানো দিনের বিজ্ঞাপনগুলো নিয়ে অনেক আগে একটা জব্বর পোষ্ট আছে।
বিজ্ঞাপনোষ্টালজিয়া ...
উপরের লিংকের পোষ্টে যান.. দেখবেন পুরাই নস্টালজিক হয়ে যাবেন সবাই।
১৪| ২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৭
স্বর্ণমৃগ বলেছেন: এমনিতে এ্যাড গুলা ভালা পাইতাম কিন্তু আলিফ লায়লা দেখার ফাঁকে এইগুলা বিরক্তি ধরাই দিত!
১৫| ২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৫
এসাসিন বলেছেন: +++++++++++++++++++++++++++++++্
১৬| ২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০২
হাসান মাহবুব বলেছেন: গুনগুন কৈরা গাইলাম কিছুক্ষণ। গান্টা পুরাটাই মনে আছে
১৭| ২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৩
নস্টালজিক বলেছেন: জোশিলা অ্যাড!
পাকিজা প্রিন্ট শাড়ি!
১৮| ২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৭
উচ্চশিক্ষায় অশিক্ষিত বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য
১৯| ২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:২১
ডেভিড বলেছেন: আহ মিষ্টি...কি যে মিষ্টি - বলেনতো এইডা কোন এ্যাড এর জিঙ্গেল
২০| ২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৩
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: দিতি.....আমার দিতি....... হেহেহে
২১| ২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩২
ভিয়েনাস বলেছেন: পুরাই নস্টালজিক ......
২২| ২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪১
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: সুন্দরী প্রিন্ট শাড়িরটা বেশি ভালো লাগতো। মৌসুমী ওয়াজ সো আনবিলিভেবলি বিউটিফুল!
'রেশমী চুড়ি দেলোয়ারি' নয়, বেলোয়ারি হবে।
২৩| ২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৭
খুশবু বলেছেন:
২৪| ২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:১২
জিসান শা ইকরাম বলেছেন:
নষ্টালজিক হয়ে গেলাম তো।
দারুন।
মিস করি তোমাকে খুব।
শুভকামনা সব সময়ের জন্য......
২৫| ২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩০
ইকরাম উল্যাহ বলেছেন: ++++++
২৬| ২২ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭
মাইশাআক্তার বলেছেন: নন্দিনি প্রিন্ট শাড়ীর এ্যাড টা ভাল লেগেছে।
২৭| ২৩ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৪
শেখ মিনহাজ হোসেন বলেছেন: অনেকদিন পরে আসলি!
২৮| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৯
শায়মা বলেছেন: হঠাৎ এত শাড়ীর দিকে নজর কেনো!!!
২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৯
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনার কমেন্টটা পড়ে এই রাত দুপুরে হাসি আটকাতে পার্লাম না
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৫
এস.কে.ফয়সাল আলম বলেছেন: নস্টালজিক বিজ্ঞাপন
তবে সুন্দরী প্রিন্ট শাড়ীর টা সংগ্রহে থাকলে লিংক দেন।
++