নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুড়ি খাই আর মুভি নামাই

মন বসে না পড়ার টেবিলে

আসিফ মুভি পাগলা

বুয়েটিয়ান , ভোজনরসিক , মুভিখোর , ভ্রমণপিপাসু , আস্তিক ব্লগার । http://www.facebook.com/asif.movie.pagla বরাবর নিচে অনুসরণ করুন লেখাটার উপর ক্লিক করলে একটা ম্যাজিক দেখাবো ;)

আসিফ মুভি পাগলা › বিস্তারিত পোস্টঃ

বিজ্ঞাপন বিরতি : আজকের বিজ্ঞাপন পাকিজা প্রিন্ট শাড়ি

২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:০৭

শুরুতেই একটু স্মৃতিশক্তির একটা পরীক্ষা হয়ে যাক । জিঙ্গেলটা কার কার মনে আছে? পুরোটা মনে না থাকলে একটু একটু করে মিলিয়ে দেখে নিন কতটুকু মনে আছে ।







পড়েছি কপালে টিপ



চোখে কাজল ।



যাহ(ব্যাকগ্রাউন্ডে)



আংটি অনামিকায়



কাঁচের নাকফুল ।



রেশমি চুড়ি,বেলোয়ারি



পড়েছি কোন শাড়ি



বলনা পাকিজা পাকিজা



পাকিজা গার্ডেন প্রিন্ট শাড়ি ।



পাকিজা !!!









দিতির করা পাকিজা প্রিন্ট শাড়িট অ্যাডগুলো বেশ পুরনো । ৯০ এর একদম শুরুর দিকের হয়তো । আমার নিজেরই মেমরী সেলগুলো তখন তখন নবজাতক তাই সবটুকু ধারণ করতে পারে নাই । পাকিজা শাড়ির কথা কেউ বললে ভেসে উঠত কোন এক মহিলার অস্পষ্ট আবছায়া মূর্তি শাড়ি পড়ে নানা ভঙ্গিমায় পোজ দিচ্ছে । এমনকি জিঙ্গেলটাও মনে ছিল না । কয়দিন আগে হঠাৎ বাকের ভাইয়ের সেই বিখ্যাত কোথাও কেউ নেই নাটককার ফাঁকে এক মিনিটের পাকিজার অ্যাড পেয়ে গেলাম । ব্যস !! আর কি চাই । ভিডিও কাটার দিয়ে অংশটুকু কেটে নগদে ইউটিউবে আপলোড এবং ভাবলাম ব্লগেও দিয়ে যাই । এসব জিনিসের কদর করার লোকের অভাব নাই এখানে । অন্তত ব্লগবিষয়ক পুরনো স্মৃতিগুলো তাই বলে ।



অনেকদিন লিখি না। অবশ্য আগেও খুব একটা লিখতাম মনে পরে না । ব্লগে আজাইরা আড্ডাবাজিই তো করতাম । যাইহোক । এতদিন পর আসছি তাই পাকিজা প্রিন্ট শাড়ির সাথে বিজরী বরকতউল্লাহর নন্দিনী প্রিন্ট শাড়ির অ্যাডটা বোনাস :-B :-B











মন্তব্য ৩৪ টি রেটিং +১৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৫

এস.কে.ফয়সাল আলম বলেছেন: নস্টালজিক বিজ্ঞাপন :(

তবে সুন্দরী প্রিন্ট শাড়ীর টা সংগ্রহে থাকলে লিংক দেন।
++

২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৯

আসিফ মুভি পাগলা বলেছেন: চোখ কান খোলা থাকে । কোথাও পেলেই দিয়ে যাব ।

২| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৬

রাইসুল জুহালা বলেছেন: ওয়াও! ইঞ্জিনিয়ার সাহেবকে এখানে বা ফেসবুকে অনেকদিন ধরে নিয়মিত দেখি না। হঠাৎ আজ একেবারে বিস্ফোরন নিয়ে হাজির। :)

এসব ক্লাসিক অ্যাড পান কোথায়? প্রায়ই দেখি অ্যাড জোগাড় করে নিয়ে আসেন! গুড জব। ভেরি গুড।

২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২০

আসিফ মুভি পাগলা বলেছেন: ফেসবুকে মাঝে মাঝেই নিয়মিত হই । ব্লগেই আর হওয়া হয় না । এবারের অ্যাডটা নেট থেকে নামানো "কোথাও কেউ নেই" এর মধ্যে ভুলে চলে আসছে । আমি জাল দিয়ে মাছ মেরে দিসি ;)

৩| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৮

আরহাসান বলেছেন: জিঙ্গেলটা কার কার মনে আছে?
মনে হয় সুমনা হক

২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২০

আসিফ মুভি পাগলা বলেছেন: ভাল তথ্য । জানা ছিল না ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:১৯

ফটো পাগল বলেছেন: Amar mone ase :) :P

২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২২

আসিফ মুভি পাগলা বলেছেন: থাক্তেই হপে । আপনে আর আমি দুইজনেই পাগলা ;)

৫| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২১

মাহবু১৫৪ বলেছেন: সুমনা হকের । যতটুকু মনে পরে।

২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২২

আসিফ মুভি পাগলা বলেছেন: :)

৬| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৩

ফয়সাল তূর্য বলেছেন: :) :) :)

৭| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৬

১১স্টার বলেছেন: পুরানো স্মৃতি আর পুরানো প্রেমিকা সমান। :D :D

৮| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৭

ফটো পাগল বলেছেন: PURONO oi "DIPLOMA" guro dhdh er ad er kotha mone Ase ? .....

Alo Alo - beshi Alo --- battery er ad .

Hash marka narkel tel ?
Cocola nudles ?

Bingo choklet ?

Ufff, onek sundor silo.

৯| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৭

সাহোশি৬ বলেছেন: ভালো

১০| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৮

ফটো পাগল বলেছেন: PURONO oi "DIPLOMA" guro dhdh er ad er kotha mone Ase ? .....

Alo Alo - beshi Alo --- battery er ad .

Hash marka narkel tel ?
Cocola nudles ?

Bingo choklet ?

Ufff, onek sundor silo.

১১| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪২

অণুজীব বলেছেন: আপনি মাঝে মাঝে কই হারিয়ে যান ভাই?

১২| ২১ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৭

নাফিজ মুনতাসির বলেছেন: ওয়াও...একদম ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন....এই এডগুলোর জন্য পাগল ছিলাম.....ধন্যবাদ পুরনো কথা মনে করিয়ে দেবার জন্য।

১৩| ২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২০

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হারানো দিনের বিজ্ঞাপনগুলো নিয়ে অনেক আগে একটা জব্বর পোষ্ট আছে।

বিজ্ঞাপনোষ্টালজিয়া ...


উপরের লিংকের পোষ্টে যান.. দেখবেন পুরাই নস্টালজিক হয়ে যাবেন সবাই।

১৪| ২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৭

স্বর্ণমৃগ বলেছেন: এমনিতে এ্যাড গুলা ভালা পাইতাম কিন্তু আলিফ লায়লা দেখার ফাঁকে এইগুলা বিরক্তি ধরাই দিত! ;)

১৫| ২১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:০৫

এসাসিন বলেছেন: +++++++++++++++++++++++++++++++্

১৬| ২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:০২

হাসান মাহবুব বলেছেন: গুনগুন কৈরা গাইলাম কিছুক্ষণ। গান্টা পুরাটাই মনে আছে 8-|

১৭| ২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৩

নস্টালজিক বলেছেন: জোশিলা অ্যাড!

পাকিজা প্রিন্ট শাড়ি!

১৮| ২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৭

উচ্চশিক্ষায় অশিক্ষিত বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য

১৯| ২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:২১

ডেভিড বলেছেন: আহ মিষ্টি...কি যে মিষ্টি - বলেনতো এইডা কোন এ্যাড এর জিঙ্গেল =p~

২০| ২১ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৩৩

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: দিতি.....আমার দিতি....... হেহেহে

২১| ২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৩২

ভিয়েনাস বলেছেন: পুরাই নস্টালজিক ......

২২| ২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪১

মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: সুন্দরী প্রিন্ট শাড়িরটা বেশি ভালো লাগতো। মৌসুমী ওয়াজ সো আনবিলিভেবলি বিউটিফুল!

'রেশমী চুড়ি দেলোয়ারি' নয়, বেলোয়ারি হবে।

২৩| ২১ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৭

খুশবু বলেছেন: :)

২৪| ২১ শে ডিসেম্বর, ২০১১ রাত ৮:১২

জিসান শা ইকরাম বলেছেন:
নষ্টালজিক হয়ে গেলাম তো।
দারুন।

মিস করি তোমাকে খুব।
শুভকামনা সব সময়ের জন্য......

২৫| ২২ শে ডিসেম্বর, ২০১১ রাত ১২:৩০

ইকরাম উল্যাহ বলেছেন: ++++++

২৬| ২২ শে ডিসেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৭

মাইশাআক্তার বলেছেন: নন্দিনি প্রিন্ট শাড়ীর এ্যাড টা ভাল লেগেছে।

২৭| ২৩ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:২৪

শেখ মিনহাজ হোসেন বলেছেন: অনেকদিন পরে আসলি!

২৮| ০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৩৯

শায়মা বলেছেন: হঠাৎ এত শাড়ীর দিকে নজর কেনো!!!

:P

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৯

আসিফ মুভি পাগলা বলেছেন: আপনার কমেন্টটা পড়ে এই রাত দুপুরে হাসি আটকাতে পার্লাম না :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.