নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরব ব্লগ...

গলাবাজ আর সত্যিকারের লেখক এই ব্লগে টিকে থাকে, আমি কোনটাই না

আসিফ আহমেদ

asifkubd AT জিমেইল ডট কম মৃত্যুর খুব কাছে জীবন অশ্লীল রকমের স্বার্থপর, বাড়াবাড়ি রকমের ত্যাগীও বটে, নিপাট সন্ন্যাসী।। [বিঃ দ্রঃ এই ব্লগের সকল নিজস্ব ছবি ও লেখা লেখক কর্তৃক সংরক্ষিত]

আসিফ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

দাঁত তোলার ছড়া

০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:০৪











এক এক করে শুরু হলো

দাঁতের নড়া চড়া

কে জানতো সেই নিয়ে আজ

তৈরী হবে ছড়া



দাঁতগুলো খুব দুষ্ট ছিলো

আঁকড়ে ধরে মাড়ি

ছাড়বে না সে কোন মতো

যতোই আমি নাড়ি



এই সুযোগে নতুন দাঁত

উঠলো এঁকে বেকে

ডাক্তার দিয়েই তুলতে হবে

মা বললেন দেখে



ডাক্তার মশাই বেজায় রসিক

করলো আমায় কাত

ঝনঝনাঝন যন্ত্রপাতি

শত্রু একটা দাঁত !



ছোট্ট বাবু মুখ খোল তো

একটু খানি হা করো

কোনমতেই খুলবো না যে

যতোই তুমি ভাব ধরো



ভয়ে আমার করুণ দশা

বুক ধড়ফড় করে

মুখটা খুলে আস্তে বলি

হা করবো কেমন করে? B:-)



ছবি কৃতজ্ঞতা

মন্তব্য ৩৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:০৭

রেটিং বলেছেন: আহা ! ভালই লাগছে। আমিও ঘেছিলাম দাত তুলতে। পালাইয়া চইলা আইসিলাম ;)

০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:০৯

আসিফ আহমেদ বলেছেন: আমারে ভাইয়া ঠেসে ধরে রাখছিলো তো, পালাবো কেমনে? :)

২| ০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:০৯

কোলাহল বলেছেন: হা হা হা । মজার ছড়া

০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:০৯

আসিফ আহমেদ বলেছেন: ধন্যবাদ।

৩| ০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:১৪

মানবী বলেছেন:
ডেন্টিস্টদের নিয়ে মজার ছড়া!


ডেন্টিস্ট্রি আসলেই বেশ ইন্টারেস্টিং মনে হয়। ডাক্তারদের মতো মানুষের পুরো শরীর সম্পর্কে কষ্ট করে পড়াশুনা করতে হয়না :(
যেটুকু সম্পর্কে পড়াশুনা, তা দিয়েই রুগীদের দাঁত ভাঙ্গা জবাব :)


ছড়ার জন্য ধন্যবাদ আসিফ আহমেদ।

০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:১৫

আসিফ আহমেদ বলেছেন: যেটুকু সম্পর্কে পড়াশুনা, তা দিয়েই রুগীদের দাঁত ভাঙ্গা জবাব

হা হা হা

৪| ০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:১৮

আবুল বাহার বলেছেন: মুখটা খুলে আস্তে বলি
হা করবো কেমন করা ?:)

সুন্দর হয়েছে ছড়াটা ।
আসিফ ভাই , রোববারে আসছেন তো আমার এখানে ?

০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:২২

আসিফ আহমেদ বলেছেন: ভাই এই রোববার আর এর পরেরটা একটু ব্যস্ত, আমি ফ্রি হলেই আপনাকে জানাবো।

৫| ০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:১৯

রন্টি চৌধুরী বলেছেন: দুর্দান্ত।।।।।।।।।।।।

০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:২২

আসিফ আহমেদ বলেছেন: ঘটনা কিন্তু পুরাই সইত্য।

৬| ০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:২২

তামিম ইরফান বলেছেন: =p~=p~=p~...........ফাটাফাটি হইছে:)

০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:২৩

আসিফ আহমেদ বলেছেন: তাই? তাইলে একটা ডিগবাজি দেন। :)

৭| ০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:৩০

মানুষ বলেছেন: মজা পাইলাম

০৬ ই জুন, ২০০৮ সকাল ৭:৩৩

আসিফ আহমেদ বলেছেন: ধন্যবাদ, আপনার ছবি দেখেছি কালপুরুষদার বাসার প্রোগ্রামে। খুবই চেনা মনে হয়েছে আপনাকে। অবশ্য আপনি তো মানুষ, চেনা হতেই পারেন। :)

৮| ০৬ ই জুন, ২০০৮ সকাল ৮:২৪

বিষাক্ত মানুষ বলেছেন: জটিল !!!! +++++

০৬ ই জুন, ২০০৮ সকাল ৮:২৫

আসিফ আহমেদ বলেছেন: বলছেন !!!! ????? :)

৯| ০৬ ই জুন, ২০০৮ সকাল ৮:৪১

আলী আরাফাত শান্ত বলেছেন: মজারতো

০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

আসিফ আহমেদ বলেছেন: হু মজার, তার চেয়ে বেশি আতংকের :)

১০| ০৬ ই জুন, ২০০৮ সকাল ৯:০২

শাইরি বলেছেন: বেশ ভালো হয়েছে।++

০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

আসিফ আহমেদ বলেছেন: ধন্যবাদ।

১১| ০৬ ই জুন, ২০০৮ সকাল ৯:০৬

বিটলা বলেছেন: ফাটাফাটি ...
এমন ছড়া আরো চাইইইইইইইইইইইইইহিহিহি++++

০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৪

আসিফ আহমেদ বলেছেন: ট্রাই এন্ড কেরেক্টার করবো। :)

১২| ০৬ ই জুন, ২০০৮ সকাল ৯:৪৪

প্রিয়তমা বলেছেন: অ-নে-ক ভালো লাগলো :):) !! ব্যাপারটা আসলেই ভয়ংকর :(

০৬ ই জুন, ২০০৮ রাত ৮:০৭

আসিফ আহমেদ বলেছেন: জ্বি, কম বেশি সবারই অভিজ্ঞতা আছে।

১৩| ০৬ ই জুন, ২০০৮ দুপুর ১:৩৩

শাহানা বলেছেন: ভালোই বলেছেন, আমার ছোট বোন ডেন্টিস্ট। ওর কাছে মাঝে মাঝে না না গল্প শুনতে পাই রোগীদের সম্পর্কে। সেখানে ছোট বড় সবাই ভীষন ভয় পায়। ছোটদের না হয় জোর করে ধরে দাঁত দেখা যায় বড়দের বেলায় হয় মহা সমস্যা।

০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৫

আসিফ আহমেদ বলেছেন: দুই একটা গল্প শেয়ার করেন আমাদের সাথে...

১৪| ০৬ ই জুন, ২০০৮ দুপুর ২:১৬

জানা বলেছেন:

দারুন হয়েছে। খুবই মজার ছড়া।

ধন্যবাদ আনন্দ দেবার জন্যে।


০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৪

আসিফ আহমেদ বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

১৫| ০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

মেহেরুল হাসান সুজন বলেছেন: একটা নয় দুইটা নয়
একসাথে যে তিনটা
দাত তুলে মোর ডাক্তার সাব
কাটিয়েছিলো দিনটা।

আপনার ছড়াটা পড়ে সেকথা মনে পড়ে গেলো।

০৬ ই জুন, ২০০৮ রাত ৮:০৫

আসিফ আহমেদ বলেছেন: খুবই মারাত্মক ঘটনা ...

১৬| ০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২৯

দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
ছোটবেলায় একবার ডেন্টিস্টের কাছে গিয়ে ভয়ে কিছুতেই মুখ খুলিনি। ফলে দাঁতের চিকিৎসাও হয়নি। বাসায় ফিরে গেছিলাম :)

০৭ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:৩৩

আসিফ আহমেদ বলেছেন: আমি অজ্ঞান হইনাই এটাই সৌভাগ্য :)

১৭| ০৯ ই জুন, ২০০৮ সকাল ৯:১৬

চিটি (হামিদা রহমান) বলেছেন: ভয়ে আমার করুণ দশা
বুক ধড়ফড় করে
মুখটা খুলে আস্তে বলি
হা করবো কেমন করে? ..................দারুন হয়েছে।

বেশ মজা পেলাম


শুভেচ্ছা থাকলো।

০৯ ই জুন, ২০০৮ সকাল ৯:২০

আসিফ আহমেদ বলেছেন: আপনাকেও শুভেচ্ছা।

১৮| ১১ ই জুন, ২০০৮ ভোর ৪:২০

নিহন বলেছেন: জক্কাচ হয়ছে ।

১১ ই জুন, ২০০৮ ভোর ৬:১৩

আসিফ আহমেদ বলেছেন: ধইন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.