নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোদের ক্রোধের ব্লগ .।.।.।.।

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন

রোদের ক্রোধ

খুব সাধারন একজন মানুষ । ভালবাসি দেশ কে , ভাল বাসতে চাই মানুষ কে । কখনো ভাবুক , কখনো অস্থির । মাঝে মাঝে চঞ্চল , আবার হুট করেই কচ্ছপের মত ধীর ।আমি অন্য সবার মত না , আবার কেউ যে আমার মত নেই , ঠিক তাও না । আমি আসলে একেবারেই আমার মত ।আমি আপাতত একজন ব্যার্থ মানুষ । আর এটাই আমার এগিয়ে যাবার একমাত্র পুঁজি । আমি প্রচণ্ড রোম্যানটিকতায় আচ্ছন্ন হতে হতেও শেষ মেশে আর রোম্যানটিকতায় আক্রান্ত হতে পারিনা । আমি কেবল নির্জনে হাঁসফাঁস করা একজন মানুষ । জীবন সম্পর্কে নির্লিপ্ত । জীবন যেদিকে নিয়ে যাবে , সেদিকেই যাবো ।

রোদের ক্রোধ › বিস্তারিত পোস্টঃ

" টেলিভিশন " মুভিটি বর্জন করুন

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

গত শুক্রবার রাত ৮ তার দিকে আমি আর আমার এক বন্ধুর কি মনে হল , হুজুগের বসেই " টেলিভিশন " মুক্তির প্রথম দিনেই নাইট শো ( রাত ৯.৩০ - ১২.০০ টা) দেখতে দেখতে চলে গেলাম বলাকায় । সিনেমা হল কানায় কানায় পূর্ণ । যতটাই আশা নিয়ে মুভিটা দেখতে বসলাম আস্তে আস্তে তা হতাশায় রুপ নিল । মুভি না টেলিফিল্ম দেখছি ? সন্দিহান ছিলাম । ফারুকি সাহেব একটা রক্ষণশীল গ্রামের যে অসঙ্গতি দেখাতে চেয়েছেন , তা মুভির যে উপাদান আছে , তার ভেতরি দেখানো যেত , কিন্তু তার মাঝে তিনি ফাঁদলেন এক উদ্ভট কাহিনী , যা আমাদের দেশকে বাইরের দেশের কাছে ছোট করেছে । এখন তো বুঝলাম কেন এই মুভি এত পুরস্কার পেয়েছে । আসলে নেতিবাচক দিক তুলে ধরা ছাড়া বিদেশিরা আমাদের পুরস্কার দিবে , ভাবাই যায়না । এখানেও তাই ।



মুক্তির আগে এ বিষয়ে ফারুকি সাহেবের একটা ইন্টারভিউ তে তিনি এমন বিষয়ের কথা নাকচ করলেও আসলে এটাই সত্যি যে , বিদেশে পুরস্কার পেতে কিছু নেতিবাচক উপাদান দিতে হবে । একজন বাংলাদেশি হিসেবে এই মুভি নিয়ে আমি গরব বোধ করিনা , লজ্জিত হই । এটা নিয়ে নাটক , টেলিফিল্ম বানালে আলাদা কথা , কিন্তু মুভির মত বিশাল ক্যানভাসে এমন একটা উদ্ভট বিষয় না আনলেই ভালো হত । শিল্পীদের অভিনয়ে নতুন কিছুই নাই । ইতিবাচক দিক হিসেবে আমি কেবল কিছু দৃশ্য চিত্রায়নে মুন্সিয়ানা পেলাম, যদিও এসব বিষয় ভাই বেরাদারেরা অনেক আগেই দেখিয়েছেন । এর চেয়ে রেদয়ান রনির চোরাবালি অনেক ভালো ছিল । আসলে আমাদের মুভির বাজার বাড়াতে চোরাবালির মত বাণিজ্যিক মুভি দরকার । সচেতন দর্শকেরা সবাই টেলিভিশন বর্জন করবে বলেই আমার বিশ্বাস ।

বাংলা মুভি নষ্ট করতে আগে ছিল অশ্লীল মুভির ভুত । এখন শুরু হয়েছে নতুন একটা ভুতের উৎপাত । পুরস্কার পাবার জন্য দেশের মান সন্মান নষ্ট করে কম বাজেটে ফালতু একটা টেলিফিল্ম টাইপের মুভি বানানোর অপচেষ্টা । এগুলা হটানো দরকার । মূলধারার মুভি হল আসল মুভি । দর্শক পয়সা খরচ করে ফালতু বাকয়াজি দেখতে চায়না , উস্কানিমুলক কিছু দেখতে চায়না । তারা চায় নির্ভেজাল বিনোদন । বাংলা মুভি , সিনেমা হল বাচাতে ভালো বাণিজ্যিক মুভি দরকার , ফারুকি মার্কা মুভি না হলেও চলবে । মূল ধারার পরিচালক মতিন রহমান , কাজি হায়াত , সহিদুল ইসলাম খোকন , চাষি নজরুল , মালেক আফসারি , সোহানুর রহমান এরাই যথেষ্ট । তারাও ভালো কাহিনী , বাজেট পেলে ভালো বিনোদন মূলক মুভি আগেও বানিয়েছে , সামনেও পারবে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৩

সাব্বির ০০৭ বলেছেন: চালিয়ে যাও!
ক্যাচালের ব্লগে স্বাগতম!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

রোদের ক্রোধ বলেছেন: ধন্যবাদ ভাই ।

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

মুকতাদির রহমান বলেছেন: এর থেকে আমাদের জলিল ভাই অনেক ভালো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.