নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রোদের ক্রোধের ব্লগ .।.।.।.।

জীবন সুন্দর , আমরাই কঠিন বানাই । এমনি কঠিন যে পরে সমাধান না পেয়ে নির্জনে হাঁসফাঁস করি । তবু এই গোলক ধাঁধা ভাল লাগে । কি এক অমোঘ আকর্ষণে বেঁচে থাকা আজো অনুভব করতে চাই , এখন

রোদের ক্রোধ

খুব সাধারন একজন মানুষ । ভালবাসি দেশ কে , ভাল বাসতে চাই মানুষ কে । কখনো ভাবুক , কখনো অস্থির । মাঝে মাঝে চঞ্চল , আবার হুট করেই কচ্ছপের মত ধীর ।আমি অন্য সবার মত না , আবার কেউ যে আমার মত নেই , ঠিক তাও না । আমি আসলে একেবারেই আমার মত ।আমি আপাতত একজন ব্যার্থ মানুষ । আর এটাই আমার এগিয়ে যাবার একমাত্র পুঁজি । আমি প্রচণ্ড রোম্যানটিকতায় আচ্ছন্ন হতে হতেও শেষ মেশে আর রোম্যানটিকতায় আক্রান্ত হতে পারিনা । আমি কেবল নির্জনে হাঁসফাঁস করা একজন মানুষ । জীবন সম্পর্কে নির্লিপ্ত । জীবন যেদিকে নিয়ে যাবে , সেদিকেই যাবো ।

রোদের ক্রোধ › বিস্তারিত পোস্টঃ

বিশিষ্ট দালাল মানবাধিকার কর্মী গুলা কই ?

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ১:১৭

বিশিষ্ট দালাল মানবাধিকার কর্মী গুলা কই ? গতকাল যে নজিরবিহীন ভাবে একটা দলের অফিসে এত গুলা নেতারে নিয়া গেল , আপনারা চুপ কেন ভাই ? এটা কি মানবাধিকার লঙ্ঘন না ? এটা কি গণতন্ত্রের জন্য খুব দারুন কিছু ? এর পরেও কি আপনারা সরকারের স্বৈরাচারী আচরণ দেখেন না ? সার্চ ওয়ারেন্ট ছাড়া তল্লাশি , হাইকোর্টের জামিনে থাকা একজন মহাসচিব কে ধরে নিয়ে গেল , এগুলা কি আইনের লঙ্ঘন না ? বি এন পি যা করে তা নাকি সব সাজানো নাটক । নিজেরা ককটেল ফুটায় , শুধু তাই ই না , তারা আবার অফিসের দরজার সামনে ককটেল রেখে দেয় যাতে পুলিশ সহজেই সেগুলো খুঁজে পেতে পারে ।

আওয়ামীলীগ যা করে তা হল সিরিজ মুভি । আসলে আওয়ামীলীগ শুধু তাই জনগনের নাম দিয়ে তাদের জন্য করবে যা কেবল তাদের পক্ষেই যায় । আমরা যেন গাধা , কিছুই বুঝব না । নজির বিহীন ভাবে পার্টি অফিসে গিয়ে যা করল আওয়ামীহুকুমের পুলিশ এই ধারা সামনে অব্যাহত থাকবে । কারণ তখন আবার বি এন পি বলবে নাশকতা রোধে পার্টি অফিসে অভিযান হয়েছে আর এই দেখেন বোমা , বারুদ কত্ত কি পেয়েছি ।



তাদের উল্লেখযোগ্য সময়ে কখনই দেখি না । এই যে মহা মানবাধিকার কর্মী মিজানুর রাহমান ওনাকে এত সহিংসতার ভেতর দেখলাম না । অনেক দিন পরে এসে বাশখালি পরিদর্শন করে বললেন সব জামাতের কাজ , বললেন না পুলিশের গুলিতে সাধারন যে নাগরিক মারা গেছে সে বিষয়ে । আরে বাবা ধরলাম নিহত জামাত কর্মী রা অমানুষ , সাধারন কৃষক , মহিলা ও শিশু মারা গেল , তাদের জন্য একটু বলেন , তা ও না । তার পরে যাই সুলাতানা কামাল , শাহরিয়ার কবির ও মুনতাসির মামুন গং দের দিকে । ওনারা সারা দেশের সহিংসতার পরে ঘুমিয়ে ছিলেন , গতকাল হুট করে সংবাদ সম্মেলন করে বলেন , সাম্প্রদায়িক সহংসতা রোধ করতে জামাত নিষিদ্ধের বিকল্প নাই । ভালো কথা ভাই , নিষিদ্ধ করেন । তার পরে ওনাদের অত্যাচার করেন , দেশবাসি কিন্তু তখন মানবে । কিন্তু এর আগেই আপনারা এমন করে উসকে দিচ্ছেন কেন ? আপনাদের নিরপেক্ষ কোন দৃষ্টি ভঙ্গি নাই । জামাত কে যেমন ঘৃণা করি , আপনাদের ও তেমনি করি দালালী এর জন্য ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩

২০১৩ বলেছেন: তারা এখন সহবাস চত্তরে গেছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.