![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সিলেবাস সৃজনশীল হয়েছে বটে কিন্তু মূল পড়া-লেখা সৃজনশীল হয়নি।
সেই আগের মতোই এখনও শিখছি আমারা গ্রামে বাস করি, আমার বাবার নাম গণি মিয়া, তিনি একজন কৃষক, আমার মা একজন গৃহিনী।
যারা শহরে বাস করে তারাও লিখছে গ্রামে বাস করি, যার বাবার নাম আব্দুল্লাহ সেও লিখছে আমার বাবার নাম গণি মিয়া, যার বাবা ডাক্তার সেও লিখছে আমার বাবা কৃষক। যার মা শিক্ষিকা সে লিখছে আমার মা একজন গৃহিনী।
সত্যিই কি আমারা সৃজনশীল শিখাতে পেরেছি?
সৃজনশীল তো সেটাই যে প্রতিটা জায়গায় নিজেকে উপস্থাপন করার শিক্ষা পাবে। বাবার নাম গণি মিয়া থাকলেও নিজের বাবার নাম লিখার ধারণা জাগবে। বাবার পেশা কৃষক থাকলেও নিজের বাবার পেশাই লিখবে।
(a+b)2 (স্কয়ার)’র জায়গায় (আপেল+কমলা)2 (স্কয়ার) লিখা থাকলেও সে বুঝতে পারবে এখানে আসলে (a+b)2 (স্কয়ার)’র সূত্রই প্রয়োগ হবে। a’র জায়াগায় আপেল প্রয়োগ করতে হবে, b’র জায়াগয় কমলা প্রয়োগ করতে হবে।
©somewhere in net ltd.