নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চিরতরে দূরে চলে যাবো, তবু আমারে দিবোনা ভুলিতে

মূর্তুজা খান

অাবেগ অার ভালোবাসার মিশ্রণেই লিখা

মূর্তুজা খান › বিস্তারিত পোস্টঃ

চট্টগ্রাম নাকি চিটাগাং

০৪ ঠা এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৬

চট্টগ্রাম নাকি চিটাগাং
Chattogram না Chittagong
---------------------------
যতসব ফালতু কাম
---------------------------
India যখন তড়িঘড়ি করে ভারত হলো তখন সমগ্র বহির্বিশ্ব তাদের থেকে মুখ ফিরিয়ে নিলো। ব্যবসা - বাণিজ্য সহ আন্তর্জাতিক অনেক বিষয়ে ভারত ক্ষতির সম্মুখীন হয়েছিল। কারণ বহির্বিশ্ব ভারত চিনেনা চিনে India কে। তাই তারা দ্রুত আবার সিদ্ধান্ত পরিবর্তন করে India এবং ভারত উভয় নাম ব্যবহার করছে। যেখানে যেটা সেখানে সেটা। কারণ ভারত আর India বানান ভুল বা অশুদ্ধ কিছু নেই। এইরকম অনেক এলাকা, শহর, দেশের নাম একাধিক নাম আছে কিন্তু বানান অশুদ্ধ নই বরং হাজার বছর ধরে প্রচলিত নাম ব্যবহার হয়ে আসছে।
ফ্রান্সে লন্ডনকে বলা হয় " লঁদখে "। ইতালিতে "রোম"কে বলা হয় "রোমা" ইংরেজিতে "China" যদি বাংলায় "চীন" হতে পারে, ইংরেজিতে "India" যদি বাংলায় "ভারত" হতে পারে, ইংরেজিতে "Egypt" যদি বাংলায় "মিশর" হতে পারে,ইংরেজিতে "Turkey" যদি বাংলায় "তুরস্ক" হতে পারে, ইংরেজিতে "Delhi" যদি বাংলায় "দিল্লি" হতে পারে, ইংরেজিতে "Saudi Arabia" যদি বাংলায় "সৌদি আরব" হতে পারে, ইংরেজিতে "Mecca" যদি বাংলায় "মক্কা" হতে পারে, তাহলে ইংরেজি "Chittagong" বাংলায় "চট্টগ্রাম" হলে কি এমন স্বাদু পানি ঘোলা হয় ? কেন এইটারে ভাইঙা চুইড়া "Chattogram" বানাতে হবে? দেশের উন্নয়ন এ নাম পরিবর্তনের কোন ভূমিকা নাই, বরং লালিত ঐতিহ্যের ভূমিকা রয়েছে।
ইংরেজিতে "Chittagong" আর বাংলায় "চট্টগ্রাম" শত সহস্র বছরের ঐতিহ্যবাহী প্রচলন।
এইটা পরিবর্তন এ কি এমন মহান কল্যাণ সাধন হবে? কিছুই না। মাঝখানে জনগণের কোটি টাকা অপচয় হবে।
Chittagong এই নামে কিন্তু হাজার বছর ধরে সারা বিশ্ব চট্টগ্রামকে চিনে আসছে। বিশেষ করে বন্দরের কারণে Chittagong কে বিশ্ব চিনে এবং গুরুত্বপূর্ণ। ব্যবসা - বাণিজ্য, পর্যটন শিল্প, গার্মেন্টস শিল্প, বিমান বন্দর, সমুদ্রবন্দর, শিক্ষা সার্টিফিকেট, পাসপোর্ট, দুতাবাস, বিদেশে কর্মরত লক্ষ লক্ষ শ্রমিক সহ বিভিন্ন সেক্টরে চট্টগ্রাম বিশাল এক বেকায়দায় পড়বে এবং বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। Chittagong কে Chattogram করলে বিদেশীরা Chittagongকে চিনবেনা এবং মনে করবে এটি আরেকটি শহর! এটি বুঝাতে বুঝাতে ততক্ষণে চট্টগ্রাম শতবছর পিছিয়ে যাবে! অবশ্য এইনাম পরিবর্তন করতে হলে সরকারেরও গচ্ছা যাবে শতাধিক কোটি টাকা! চট্টগ্রামের জন্য অনেক কিছু করবার আছে। পারলে চট্টগ্রামকে পূর্ণাঙ্গ রাজধানী করুন।
জানিনা চট্টগ্রাম বিদ্বেষী কোন মানুষের এজেন্ডা কিনা? বলা নেই - কওয়া নেই বা কোন জনমত যাচাই ছাড়া হঠাত আজ মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত মোতাবেক "প্রশাসনিক পুনর্বিন্যাস জাতীয় বাস্তবায়ন কমিটি"র ( নিকা)'র সভায় সিদ্ধান্ত নিবেন বলে পত্র- পত্রিকা মারফত জেনেছি। মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই মিটিং হবে। চট্টগ্রামের নাম সংশোধনের প্রক্রিয়া যথেষ্ট সন্দেহের অবকাশ থেকে যায়। কি এমন অসুবিধা হচ্ছে যে, Chittagongকে চট্টগ্রাম Chattogram করতে হচ্ছে? যতসব বাজে বুদ্ধি! কোন কাম নাই করার জন্য।
আমার প্রস্তাব হচ্ছে, যেহেতু এটা বানান অশুদ্ধির বিষয় নই সেহেতু চট্টগ্রাম যেখানে - সেখানে চট্টগ্রাম নাম চলবে। চিটাগাং Chittagong যেখানে - সেখানে Chittagong চলবে।
তবে হ্যাঁ অন্য কোন জেলা- থানার নাম অশুদ্ধ থাকলে বানান শুদ্ধ হওয়া চাই। তবে নাম নহে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.